বহু প্রতিক্ষীত ফাইবার অপটিক ক্যাবল সংযোগের সাথে বাংলাদেশ যুক্ত হয়েছে৷ অথচ এখনো প্রণীত হয়নি এর বাস্তবায়ন ও ব্যবহারের নীতিমালা৷ বাংলাদেশের প্রেক্ষাপটে ফাইবার অপটিক সংযোগের ইতিহাস, বিটিটিবিসহ বিভিন্ন মহলের ভাবনা, ব্যবস্থাপনা ও অপারেশনের দায়িত্ব, আইএসপির সুপারিশমালা ইত্যাদির আলোকে এবারের প্রচ্ছদ প্রতিবেদনটি লিখেছেন- এম. এ. হক অনু৷