পাশাপাশি
০১. ইলেকট্রিসিটি ব্যাকআপ ডিভাইসের ক্ষমতার একক।
০৪. একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার পূর্ণরূপ: বিগিনার্স অল-পারপাজ সিম্বলিক ইনস্ট্রাকশন কোড।
০৬.লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের সংক্ষিপ্ত রূপ।
০৮.জনপ্রিয় একটি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
০৯. মাদারবোর্ডের যে স্লটে পেরিফেরাল ডিভাইস যেমন সাউন্ডকার্ড, ল্যানকার্ড ইত্যাদি লাগানো হয়।
১১. ছোট আকৃতির কমপিউটার-পার্সোনাল ডিভাইস অ্যাসিস্টেন্ট।
১৩. মেসেঞ্জারের মাধ্যমে টেক্সট মেসেজ আদানপ্রদান বা কথোপকথন।
১৪. কোনো প্রোগ্রাম বা ফাইলের অনুলিপি তৈরি।
১৫. সার্ভারে ব্যবহার হয়-ইন্টেলের তৈরি প্রসেসর।
১৬. বর্তমানে প্রচলিত হ্যান্ডহেল্ড ডিভাইসগুলোর ব্যাটারি যে প্রযুক্তির।
উপরনিচ
০২. মাইক্রোসফটের তৈরি জনপ্রিয় একটি স্প্রেডশিট প্রোগ্রাম।
০৩.এক ধরনের র্যাতম, যার পূর্ণরূপ সিঙ্কোনাইজ ডায়নামিক র্যাকম।
০৪. কোনো প্রোগ্রাম বা সফটওয়্যারের পরীক্ষামূলক সংস্করণ।
০৫. এক্সিকিউট্যাবল ফাইলের অপর একটি ধরন।
০৬.ভিডিও ফাইলের খুব জনপ্রিয় একটি ফরমেট।
০৭. ডিজিটাল ভার্সাটাইল ডিস্কের সংক্ষিপ্ত রূপ।
১০. ডায়ালগ বক্স বা উইন্ডোর বিশেষ ধরনের আইকন যেখানে মাউস ক্লিক করে কোনো কমান্ড কার্যকর করতে হয়।
১১. কমপ্যাক্ট ডিস্কের অভ্যন্তরে এমন কতগুলো বিন্দু যেখান থেকে লেজাররশ্মি প্রতিফলিত হতে পারে না।