• ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইসিটি শব্দফাঁদ
লেখক পরিচিতি
লেখকের নাম: প্রিন্স
মোট লেখা:৫
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
আইসিটি শব্দফাঁদ
তথ্যসূত্র:
আইসিটি শব্দফাঁদ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
আইসিটি শব্দফাঁদ



পাশাপাশি

০১. ইন্টিগ্রেটেড সার্কিট-এর সংক্ষিপ্ত রূপ।

০৩. বিশ্বের সবচেয়ে সম্মানজনক ও জনপ্রিয় কমপিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা।

০৬. বর্তমানে খুব জনপ্রিয় মনিটর প্রযুক্তি-লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে।

০৭. একমুখী তড়িৎ প্রবাহ যা বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি চালাতে ব্যবহৃত হয়।

০৮. সুইচ-এর অন্য একটি নাম।

০৯. পেরিফেরাল ডিভাইস ইন্টার কানেক্ট। মাদারবোর্ডের যে পোর্টে বিভিন্ন ডিভাইস যেমন- ল্যান কার্ড, সাউন্ড কার্ড ইত্যাদি সংযুক্ত করা হয়।

১১. ক্ষুদ্রাকৃতির কমপিউটার, পার্সোনাল ডিভাইস অ্যাসিস্টেন্ট।

১৩. কমপিউটার চালু হওয়া বোঝাতে ব্যবহার হয়।

১৪. কোনো ফাইল বা প্রোগ্রামের অনুলিপি।

১৫. ইন্টেলের তৈরি জনপ্রিয় সার্ভার প্রসেসর।

১৬. মোবাইল ফোনে দীর্ঘক্ষণ বিদ্যুৎশক্তি সরবরাহ করতে পারে-ফিলিপসের তৈরি এমন কিছু ব্যাটারি।


উপরনিচ

০২. প্রসেসর নির্মাতা বিখ্যাত যে কোম্পানি বাংলাদেশের কমপিউটার শিল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

০৪. মোবাইল ফোনের সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল।

০৫. কমপ্যাক্ট ডিস্ক-এর সংক্ষিপ্ত রূপ।

০৬. ভিডিও ফাইলের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত একটি ফরমেট।

০৭. সিডি’র চেয়ে অনেক বেশি স্টোরেজ ক্ষমতাসম্পন্ন ডিস্ক -ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক।

১০. অপারেটিং সিস্টেমে বা কোনো সফটওয়্যারের এমন কিছু অর্থপূর্ণ প্রতিকৃতি যাতে ক্লিক করে বিভিন্ন নির্দেশ কার্যকর করা হয়।

১১. সিডিরম-ড্রাইভে সিডি’র দিকে ছুড়ে দেয়া লেজার রশ্মি সিডি’র যেসব জায়গা থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসতে পারে না।
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস