আইসিটি শব্দফাঁদ
পাশাপাশি
০২. ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা কেন্দ্রে ডেভেলপ করা বাংলা সফটওয়্যার, যা ইমেজ থেকে লেখা রূপান্তরের কাজে ব্যবহার হয়।
০৫. ইলেকট্রনিক সমন্বিত সার্কিট যার মধ্যে অতিক্ষুদ্র অসংখ্য সার্কিট সন্নিবেশিত থাকে।
০৬. আধুনিক মাদারবোর্ডগুলো যে শেপ এবং লেআউটবিশিষ্ট।
০৮. নিরাপত্তার জন্য ব্যবহৃত ক্লোজ সার্কিট টেলিভিশন।
১০. সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট।
১২. কমপিউটারে পিকচার বা ইমেজ ফরম্যাট যা বিএমপি এক্সটেনশনযুক্ত।
১৩. গুগলের তৈরি ওয়েব মানচিত্র।
১৪. মাইক্রোসফটের তৈরি জনপ্রিয় একটি প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক।
উপরনিচ
০১. ‘ইন্টারপ্রসেস কমিউনিকেশন’ নামে প্রোগ্রামিং ইন্টারফেসের একটি সেট।
০৩. মাইক্রোসফটের ‘অ্যাপি¬কেশন কম্প্যাটিবিলিটি টুলকিট’-এর সংক্ষিপ্ত রূপ।
০৪. কমপিউটারের বিভিন্ন বই প্রকাশের আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি প্রকাশনী।
০৬. ভিডিও ফাইলের একটি ফরম্যাট যার পূর্ণরূপ ‘অডিও ভিডিও ইন্টারলিভড’ ।
০৭. ইএক্সই এক্সটেনশনযুক্ত ফাইলগুলোর যে কাজ করে।
০৮. শুধু একবার রাইট করা যায়, এধরনের সিডির সংক্ষিপ্ত নাম।
০৯. বহনযোগ্য জনপ্রিয় যে ধরনের কমপিউটার ইদানিং সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে চলে এসেছে।
১১. বিলুপ্ত কমপ্যাক্ট ডিস্কের প্রচলিত নাম।
১২. কমপিউটার মেমরির ক্ষুদ্রতম একক।
১৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের সংক্ষিপ্ত রূপ।