• ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইসিটিশব্দফাঁদ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
আইসিটি শব্দফাঁদ
তথ্যসূত্র:
মজার গণিত
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
আইসিটিশব্দফাঁদ




পাশাপাশি

০২. প্রফেশনাল ও কনজ্যুমার লেভেলের মাঝামাঝি একটি ডিজিটাল ভিডিও ফরমেট।
০৫. দ্রুত ও অস্থায়ীভাবে ব্যবহারের জন্য হার্ডওয়্যারের কিছু মেমরি।
০৬. টরেন্ট ডাউনলোডের ক্লায়েন্ট, যেখানে কোনো ফাইলের সম্পূর্ণ অংশ বিদ্যমান।
০৭. একটি ইন্টারনেট প্রোগ্রাম, যা দিয়ে নেটওয়ার্কের নির্দিষ্ট কোনো আইপি অ্যাড্রেসের
সক্রিয়তা পরীক্ষা করা যায়।
০৮. প্রথম প্রজন্মের একটি কমপিউটার- ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক
কমপিউটার।
১০. কমপিউটারের এক্সটারনাল স্থায়ী মেমরি।
১২. ইউনিক্স অপারেটিং সিস্টেমের আইবিএম ওয়ার্কস্টেশন।
১৪. একটি ব্যাচ প্রোগ্রামকে না থামিয়ে অন্য একটিকে আহবান করা।
১৫. কোনো কিছু পরীক্ষা/পর্যবেক্ষণ করা বোঝাতে ব্যবহার হয়।
১৬. বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসের নিরাপত্তা বিধানের জন্য ব্যবহার হওয়া বিশেষ নাম্বার।
১৭. আইআরসি’র ক্ষেত্রে এমন এক ধরনের পরিস্থিতি যখন ইউজার সেশন উত্তীর্ণ হবার
পরও সার্ভার তা শনাক্ত করতে পারে না।

উপরনিচ

০১. টুলবারের সংক্ষিপ্ত নাম।
০২. একটি সার্ভারের ডাটা নিয়মিতভাবে অন্য একটিতে ব্যাকআপ নেয়ার পদ্ধতি।
০৩. ডাটা ফ্লো আর্কিটেকচারের সংক্ষিপ্ত প্রকাশ।
০৪. ১৯৮০ সালে প্রণীত একটি ডকুমেন্ট যাতে কমপ্যক্ট ডিস্ক বা সিডি’র স্পেসিফিকেশন
নির্ধারণ করে দেয়া হয়েছে।
০৭. পেজ ডেস্ক্রিপশন ল্যাঙ্গুয়েজ বোঝাতে ব্যবহার হয়।
০৯. সিকিউরিটি অ্যাকাউন্ট ম্যানেজারের সংক্ষিপ্ত রূপ।
১১. ১৯৮৯ সালে প্রথম ইম্পি­মেন্ট করা হয় একটি হাই-লেভেল কমপিউটার ল্যাঙ্গুয়েজ।
১৩. ডাটাবেজে সংরক্ষিত ডাটার এক ধরনের ডাটা টাইপ, যার পূর্ণরূপ- বাইনারি
লার্জ অবজেক্ট।
১৪. কোনো প্রোগ্রাম বা ডাটার প্রতিলিপি তৈরি।

কজ ওয়েব
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস