• ভাষা:
  • English
  • বাংলা
হোম > আইসিটি শব্দফাঁদ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯ - নভেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
আইসিটি শব্দফাঁদ
তথ্যসূত্র:
আইসিটি শব্দফাঁদ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
আইসিটি শব্দফাঁদ





পাশাপাশি

০৩. কিছু কমপিউটার প্রোগ্রাম যা অবাঞ্ছিত ই-মেইলের মাধ্যমে বিভিন্ন অ্যাড ছড়িয়ে থাকে।

০৬. ইউরোপিয়ান ডিজিটাল ট্রান্সমিশন ফরমেট যা প্রতি সেকেন্ডে ২.০৪৮ মিলিয়ন বিট ডাটা ট্রান্সফার নির্দেশ করে।

০৭. পুরনো মাদারবোর্ডগুলোতে ব্যবহৃত বহুল প্রচলিত র্যা ম - সিঙ্ক্রোনাস ডায়নামিক।

০৮. ক্যাথোড রে টিউব প্রযুক্তির মনিটর যার উৎপাদন এখন প্রায় বন্ধ।

১১. মাইক্রোচিপ শব্দটির সংক্ষিপ্ত রূপ।

১২. ই-মেইলের ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ প্রটোকল-পোস্ট অফিস প্রটোকল।

১৩. আকার-আকৃতির দিক থেকে মাঝারি ধরনের পিসি যা বহুল প্রচলিত।

১৪. মোবাইল ফোনের প্রচলিত একটি নাম।

১৫. সম্প্রতি জাপানের যে টেলিকম অপারেটর একটেলের বাংলাদেশী শেয়ার কিনে নিয়েছে।

১৬. অধুনালুপ্ত ফ্লপি ডিস্কের প্রচলিত একটি নাম।


উপরনিচ

০১. আট বিটের সমষ্টি নিয়ে গঠিত একটি বহুল ব্যবহৃত একক।

০২. টেলিফোন লাইনের ওপর নির্ভর করে প্রচলিত স্বল্প গতির ইন্টারনেট সেবা।

০৪. অপারেটিং সিস্টেমের সংক্ষিপ্ত রূপ।

০৫. চিরস্থায়ী ও অপরিবর্তনীয় মেমরি বোঝাতে ব্যবহার হয়।

০৭. আধুনিক মাদারবোর্ডগুলো যে ধরনের শেপ ও লেআউট বিশিষ্ট।

০৯. সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরিতে বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়ামের সাথে ভেজাল মেশানোর প্রক্রিয়া।

১০. ক্লায়েন্ট পিসি থেকে কোনো ফাইল সার্ভারে পাঠানোর প্রক্রিয়া বোঝায়।

১১. অনেকগুলো মাইক্রোচিপের সমষ্টি যা সুনির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য তৈরি।

১৩. কোনো প্রোগ্রাম বা সফটওয়্যারের পরীক্ষামূলক সংস্করণ বোঝাতে ব্যবহার হয়।

কজ ওয়েব
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস