লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
লেখার ধরণ:
ট্রিকস এন্ড টিপস
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
সফটওয়্যারের কারুকাজ
ইনডেক্সে নতুন ফাইলের ধরন যুক্ত করা
উইন্ডোজ ভিসতায় সার্চ ফিচারটি বেশ শক্তিশালী ও কার্যকর, কেননা এই ফিচারটি পুরোপুরি অপারেটিং সিস্টেমের সাথে ইন্টিগ্রেটেড। এজন্য প্রত্যেক ব্যবহারকারীকে Start-এ ক্লিক করে ফাইল নেমের প্রথম কয়েকটি লেটার টাইপ করলে ফাইলের লিস্ট মেনুতে প্রদর্শিত হয়।
কখনো কখনো আপনাকে অবহিত করা হতে পারে যে, এই সার্চ লিস্টে সবধরনের ফাইল আবির্ভূত হয়নি। কেননা, উইন্ডোজ ভিসতায় শুধু সুনির্দিষ্ট বিশেষ ধরনের কিছু ফাইল সার্চ ইনডেক্সে রয়েছে। নতুন ধরনের ফাইল যুক্ত করতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন :
* Start-এ ক্লিক করে Search বক্সে index টাইপ করে এন্টার চাপুন।
* এবার প্রদর্শিত উইন্ডোতে Advanced বাটনে ক্লিক করুন।
* File types ট্যাবে ক্লিক করুন।
* পরবর্তী উইন্ডোর নিচের দিকে তিন অক্ষরের এক্সটেনশন টাইপ করুন।
* এবার Add new extension বাটনে ক্লিক করুন যাতে সার্চ ইনডেক্সিংয়ে নতুন ফাইল এক্সটেনশন সম্পৃক্ত হয়।
অপশনাল আপডেট ডিজ্যাবল করা
যদি বেশ কিছুদিন ধরে উইন্ডোজ ভিসতা ব্যবহার করতে থাকেন, তাহলে নিশ্চয় উইন্ডোজ ভিসতা আপডেট সম্পর্কে অবহিত হতে পেরেছেন, যা প্রায় পপআপ করে। এসব আপডেটের মধ্যে কোনো কোনোটি আপনার সিস্টেম সুরক্ষার জন্য বেশ সহায়ক। অবশ্য এসব আপডেটের মধ্যে কিছু রয়েছে যেগুলো তেমন দরকারি নয়। যদি আপনার সিস্টেমে বড় ধরনের কাজ করা হয়, তাহলে আপনার জন্য বিরক্তিকর মনে হবে। তাই নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে আপডেটকে ডিজ্যাবল করা যেতে পারে :
* Windows Update বাটন ক্লিক করে ওপেন করুন, যা আপডেটের জন্য প্রম্পট করে।
* View available updates লিঙ্কে ক্লিক করুন।
* এবার যথাযথ আপডেটে ডান ক্লিক করে সিলেক্ট করুন Hide Update অপশন।
ভিসতায় রিপোর্ট জেনারেট করা
যদি প্রায় নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার ইনস্টল করে থাকেন, তাহলে সুনির্দিষ্ট হার্ডওয়্যার ও সফটওয়্যারের ইনস্টলেশনের দিন-তারিখ মনে রাখা এবং ট্র্যাক করা বেশ কষ্টকর। এমন অবস্থায় WinAudit সহায়ক ভূমিকা রাখতে পারে। এটি একটি ফ্রিওয়্যার অ্যাপিকেশন, যা ব্যবহার করা যেতে পারে রিপোর্ট জেনারেটিংয়ের কাজে অথবা সিস্টেমের সব সফটওয়্যার ও হার্ডওয়্যারের লগ তৈরির ক্ষেত্রে। এজন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন :
* প্রথমে ভিজিট করুন http://www.pxserver. com/inAudit.htm সাইটে এবং Download লিঙ্কে ক্লিক করুন।
* এই অ্যাপিকেশনটি আপনার সিস্টেমে ডাউনলোড করে ইনস্টল করুন।
* অ্যাপিকেশনটি রান করে Audit বাটনে ক্লিক করুন। এর ফলে আপনি সিস্টেমে ইনস্টল হওয়া হার্ডওয়্যার ও সফটওয়্যারের লিস্ট দেখতে পারবেন একটি নতুন স্ক্রিনে।
* এবার File>Save-এ গিয়ে রিপোর্টকে সেভ করুন।
বলরাম বিশ্বাস
কুলাউড়া, মৌলভীবাজার
.......................................................................................................
হারিয়ে যাওয়া ডেস্কটপ আইকন ফিরিয়ে আনা
যদি ভুল করে বা অন্যকোনো কারণে ডেস্কটপ থেকে গুরুত্বপূর্ণ কোনো আইকন যেমন- রিসাইকেল বিন বা কন্ট্রোল প্যানেল মুছে ফেলেন, তাহলে সহজ উপায়ে সেগুলো আবার ফিরিয়ে আনতে পারেন। এজন্য প্রথমে Control Panel>Personalization-এ যান বা ডেস্কটপে মাউসের রাইট ক্লিক করে Personalize সিলেক্ট করুন। এরপর Change Desktop আইকন লিঙ্ক সিলেক্ট করুন। এখন শুধু যে আইকনটি প্রয়োজন তার পাশে টিক চিহ্ন দিন। এরপর Apply-Ok দিয়ে বেরিয়ে আসুন।
হার্ডডিস্ক পার্টিশন লুকিয়ে রাখা
এক কমপিউটার অনেকে ব্যবহার করলে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্নিত হয়। আপনার কমপিউটারের ব্যবহারকারী যদি একাধিক হয়, আপনার তথ্য অন্যদের কাছ থেকে লুকাতে পারেন। এজন্য অন্য কোনো সফটওয়্যার ব্যবহারের প্রয়োজন নেই, একেবারে ব্যক্তিগত তথ্য সম্বলিত ড্রাইভটিই লুকিয়ে ফেলতে পারেন। এজন্য প্রথমে Start>Run-এ গিয়ে টাইপ করুন Gpedit.msc. এবার User Configuration>Administration Template>Windows Components>Windows Explorer-এ যান। এরপর দেখবেন ডানদিকে লেখা আছে Hide these Specific drives in my computer. তারপর Properties খুলে যে ড্রাইভটি লুকাতে চান সেটি সিলেক্ট করে Enable করে Ok ক্লিক করে বেরিয়ে আসুন।
হিডেন ফাইল খোঁজে বের করা
উইন্ডোজ এক্সপিতে সিস্টেম ফাইল বা হিডেন ফাইল সার্চ করার মাধ্যমে পাওয়া যায় না। কমপিউটারের বিভিন্ন ড্রাইভ এবং ফাইলে থাকার পরও তা খুঁজে পাওয়া যায় না। আপনি চাইলে এক্সপিতে সিস্টেম ফাইল কিংবা হিডেন ফাইল খুঁজে নিতে পারেন। এজন্য প্রথমে Start মেনু থেকে Search-এ গিয়ে All files and folders-এ Cliek করুন। এবার More advanced অপশনে ক্লিক করুন। এরপর আপনার সিস্টেম ফাইল এবং হিডেন ফাইলের জন্য Search System folders এবং Search hidden files and folders চেকবক্সে ক্লিক করুন।
মো: মামুনুর রহমান
হাটহাজারী, চট্টগ্রাম
.......................................................................................................
সিস্টেম ফোল্ডারের নাম পরিবর্তন করা
ধরুন, আপনি উইন্ডোজে পার্সোনালাইজড লুক দিতে চাচ্ছেন এবং My Computer ফোল্ডারের নাম পরিবর্তন করতে চাচ্ছেন। এ কাজটি করতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে :
* Start>Run- এ গিয়ে regedit টাইপ করে এন্টার চাপলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
* এবার নেভিগেট করুন HKEY_CURRENT_USER/Software\Microsoft\Windows\ CurrentVersion\Explorer\CLSID\{20 D04FE0-3AEA-1069-A2D8-08002B3 0309D}
* এবার রেজিস্ট্রি এডিটরের বাম প্যানে Default-এ ডবল ক্লিক করুন।
* My Computer-কে যে নাম দিতে চান তা Value ফিল্ডে এন্টার করুন। ধরুন, আপনার কাঙ্ক্ষিত নামটি হলো New Computer.
* এবার এন্ট্রিটি নিশ্চিত করে এডিটর ক্লোজ করুন। এই পরিবর্তন শুধু বর্তমানে ব্যবহার করার লগ-এ।
উইন্ডোজ এক্সপ্লোয়ারে দ্রুতগতিতে আপডেট ভিউ করা
এ কাজটি করার জন্য আপনাকে প্রথমে Start>Run-এ ক্লিক করে regedit টাইপ করে এন্টার চাপতে হবে। এর ফলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে। রেজিস্ট্রি এডিটরে নিচে বর্ণিত রেজিস্ট্রি কী HKEY_LOCAL_MACHINE\ SYSTEM\CurrentControlSet\Control\Update-এ নেভিগেট করুন।
* এবার ডান দিকের প্যানে UpdateMode এন্ট্রি ওপেন করুন ডিফল্ট ভ্যালু ‘1’ সহযোগে ডবল ক্লিক করুন।
* এবার Edit DWORD-Value ডায়ালগে ওভাররাইট করুন ভ্যালুকে ‘0’ দিয়ে।
* Ok করে পরিবর্তনকে নিশ্চিত করুন এবং রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন File>Exit-এ ক্লিক করে সিস্টেম রিস্টার্ট করুন।
* এর ফলে পরিবর্তনসমূহ অপারেটিং সিস্টেমে এক্সসেলারেট হবে ভিউ আপডেটের মাধ্যমে উইন্ডোজ এক্সপ্লেvরার হতে।
কানিজ ফাতেমা
কালিয়াকৈর, গাজীপুর
কজ ওয়েব