• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সফটওয়্যারের কারুকাজ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
ট্রিকস ‍এন্ড টিপস
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সফটওয়্যারের কারুকাজ
উইন্ডোজকে পরিপাটি রাখার কিছু কৌশল

আমরা জানি, কমপিউটার ধীরে ধীরে তার গতি হারায়। অর্থাৎ কমপিউটার যত বেশি ব্যবহার হবে, তত বেশি বিভিন্ন ধরনের অবাঞ্ছিত ফাইল দিয়ে সিস্টেম ভারাক্রান্ত হয়ে পড়ে। ফলে স্বাভাবিকভাবে কমপিউটারের গতি কিছু কমে যায়। এসব অবাঞ্ছিত ফাইল বিভিন্নভাবে দূর করে সিস্টেমকে পরিপাটি করা যায়। নিচে উইন্ডোজ এক্সপিতে সিস্টেমকে পরিপাটি তথা পরিষ্কার করার কিছু কৌশল তুলে ধরা হলো :

সিস্টেম রিস্টোর কেটে বাদ দেয়া

* My Computer-এ ডান ক্লিক করুন।

* Properties-এ ক্লিক করুন।

* System Restore ট্যাবে ক্লিক করুন।

* Turn off System Restore-এর পাশে চেক করুন।

* Apply-এ ক্লিক করে Ok-তে ক্লিক করুন।

ডিস্ক ক্লিনআপ রান করানো

উইন্ডোজ বিল্টইন টুল ডিস্ক ক্লিনআপ মূলত ব্যবহার হয় হার্ডডিস্ক অনুসন্ধান করে নিরাপদে অপ্রয়োজনীয় ফাইল যেমন- টেম্পোরারি ইন্টারনেট ফাইল, ডাউনলোড প্রোগ্রাম ফাইল, রিসাইকেল বিন ইত্যাদি ডিলিট করার কাজে। এজন্য নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করতে হবে:

* My Computer-এ ডাবল ক্লিক করুন।

* C ড্রাইভে ডান ক্লিক করুন।

* Properties-এ বাম ক্লিক করুন।

* General ট্যাবে Disk Cleanup-এ ক্লিক করুন।

এর ফলে ক্লিনআপ ইউটিলিটি ক্যালকুলেট করে দেখবে কতটুকু স্পেস খালি করতে পারবে।

* এবার Apply-তে ক্লিক করে Ok-তে ক্লিক করুন।

* Document and Settings ফোল্ডারে ডাবল ক্লিক করুন।

* এবার Users Folder-এ বাম ক্লিক করুন।

* Local Settings ফোল্ডারে ক্লিক করুন।

* এবার TEMP ফোল্ডার ক্লিক করুন।

* এবার Edit মেনুতে গিয়ে all সিলেক্ট করুন এবং মূল টুলবারে delete বাটনে ক্লিক করুন।

* লক্ষণীয়, তিন দিনের চেয়ে বেশি পুরনো ফাইল ছাড়া অন্য ফাইল ডিলিট করা উচিত নয়।

* যদি টুলবারে ডিলিট বাটন না থাকে, তাহলে File-এ গিয়ে Delete সিলেক্ট করুন।

* Yes-এ ক্লিক করুন, যদি আপনি আইটেমগুলোকে রিসাইকেল বিনে পাঠাতে চান।

ইন্টারনেট ফাইল পরিষ্কার করা

ইন্টারনেট ফাইল নিয়মিতভাবে পরিষ্কার না করলে কমপিউটারের গতি ধীরে ধীরে কমে যেতে থাকে। নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে ইন্টারনেট ফাইল পরিষ্কার করার মাধ্যমে কমপিউটারের গতি কিছুটা বাড়ানো যায় :

* প্রথমে Internet Explorer Icon-এ ডান ক্লিক করে Properties সিলেক্ট করুন।

* এবার Delete cookies ক্লিক করে Ok করুন।

* Delete files-এ ক্লিক করুন এবং Delete all offline content-কে চেক করে Ok-তে ক্লিক করুন।

* Clear History-তে ক্লিক করে Yes-এ ক্লিক করুন।

* Ok-তে ক্লিক করুন Internet Properties বন্ধ করার জন্য।

রিতা ব্যানার্জি
সাতমাথা, বগুড়া

............................................................................................................................................................................


নিরাপদে রেজিস্ট্রি ক্লিন করা

উইন্ডোজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো রেজিস্ট্রি। রেজিস্ট্রিতে যত বেশি তথ্য থাকবে উইন্ডোজ তার জন্য প্রয়োজনীয় তথ্য ট্র্যাক করতে তত বেশি সময় নেবে। যখনই কোনো প্রোগ্রাম ইনস্টল বা আনইনস্টল করা হয়, তখনই রেজিস্ট্রি বেড়ে যায়। এজন্য রেজিস্ট্রিতে যেসব ফাইল বা প্রোগ্রাম কখনই কাজে আসবে না সেগুলোর তথ্য মুছে ফেলা উচিত। যদিও এসব ফাইল অনভিজ্ঞদের রিমুভ করা উচিত হবে না। কেননা ভুল তথ্য মুছে ফেললে পিসি হয়তো ঠিকমতো কাজ করতে নাও পারে। তাছাড়া হাজার হাজার এন্ট্রি থেকে কাঙ্ক্ষিত এন্ট্রি খুঁজে পাওয়া খুবই কঠিন। আর এই কঠিন কাজটি নিরাপদে ও খুব সহজেই করা যাবে ওয়াইজ পিসি ইঞ্জিনিয়ার সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ঠিকানা : http://www.wisecleaner.com/Soft/WPCESetup.exe। এই সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করার পর Start>Programs-এ গিয়ে Wise PC Engineer-এ ক্লিক করুন। এরপর আবির্ভূত উইন্ডোটির Registry Utility থেকে Registry Cleaner অপশনটিতে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসবে সেখানে Filter-এ গিয়ে Safe Entries সিলেক্ট করুন। এরপর উপরের বারে Scan-এ ক্লিক করলে আরেকটি উইন্ডো আসবে। এখান থেকে Advanced Settings-এ গিয়ে Only Safe (Only Scan “Safe” entries) সিলেক্ট করে Ok করুন। এবার Start Scan-এ ক্লিক করুন। Scan শেষ হলে Cleanup-এ ক্লিক করুন।

মো. নাসির উদ্দীন
রামচন্দ্রপুর হাট, চাঁপাইনবাবগঞ্জ

............................................................................................................................................................................

অনাকাঙ্ক্ষিত স্টার্টআপ প্রোগ্রাম থামানো

উইন্ডোজ ইনস্টল করার সময় অনাকাঙ্ক্ষিত কিছু প্রোগ্রাম ব্যবহারকারীর অজান্তেই ইনস্টল হয় এবং কমপিউটার স্টার্ট করার সময় স্বয়ংক্রিয়ভাবে রান করতে থাকে। এসব প্রোগ্রামকে ডিজ্যাবল করতে পারলে আপনার কমপিউটারের স্টার্টআপ সময় অনেক কমে যাবে। অনাকাঙ্ক্ষিত প্রোগ্রাম ডিজ্যাবল করতে পারবেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

* Start মেনুর Run-এ ক্লিক করুন এবং কমান্ড বক্সে MSConfig টাইপ করে এন্টার চাপুন।

* Startup ট্যাব সিলেক্ট করুন।

* যেসব প্রোগ্রাম আপনার জন্য অপ্রয়োজনীয় লিস্ট থেকে তা বেছে নিয়ে ফাইল নেমের বাম পাশের বক্সে টিক দিয়ে আনটিক করুন। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই WINDOWS ডিরেক্টরিতে যেন টিক না পড়ে।

অনাকাঙ্ক্ষিত সফটওয়্যার রিমুভ করা

কারণে-অকারণে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টল করে আমরা সিস্টেমকে ভারাক্রান্ত করে ফেলি। পরবর্তী কোনো এক সময় বুঝতে পারি যে সিস্টেমে ইনস্টল করা প্রোগ্রামের বেশিরভাগই আমাদের জন্য তেমন প্রয়োজনীয় নয়। এমন অবস্থায় এসব অপ্রয়োজনীয় প্রোগ্রাম রিমুভ করার মাধ্যমে সিস্টেমে গতি বাড়াতে পারি উল্লেখযোগ্যভাবে। অপ্রয়োজনীয় সফটওয়্যার রিমুভ করার জন্য নিচের ধাপগুলো সম্পন্ন করুন :

* Start>Control Panel-এ গিয়ে সিলেক্ট করুন Add or Remove Programs। এর ফলে কমপিউটারে যেসব প্রোগ্রাম ইনস্টল করা হয়েছে তার লিস্ট প্রদর্শনের জন্য কিছু সময় নেবে।

* এবার যেসব প্রোগ্রাম আপনি ব্যবহার করেন না বা খুব কম ব্যবহার করেন, সেগুলো একটি একটি করে সিলেক্ট করে আনইনস্টল করুন।

* এ কাজ শেষে কমপিউটার রিস্টার্ট করে পরিবর্তনসমূহ লক্ষ করুন।

শান্তনু
কেরানীগঞ্জ, ঢাকা
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস