উইন্ডোজসহ অন্যান্য নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমে সার্ভারকে ন্যাট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর হিসেবে ব্যবহার করা যায়। সংক্ষেপে ন্যাটের কাজ একাধিক নেটওয়ার্কের মধ্যে ডাটা বিনিময়ের কাজটি সহজ করা। উইন্ডোজ সার্ভার ২০০৮-এ কিভাবে সার্ভারকে ন্যাট রাউটার হিসেবে ব্যবহার করা হয় তা এ লেখায় আলোচনা করা হয়েছে।
প্রথমে একটি নেটওয়ার্ক সেটআপের কথা বিবেচনা করি, যেখানে একটি টেস্ট ল্যান এবং ওয়ার্কপ্লেস ল্যান থাকবে। ওয়ার্কপ্লেস ল্যানটি একটি ডিএসএল রাউটারের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত থাকবে। উইন্ডোজ সার্ভার ২০০৮ এমন এক সার্ভারে ইনস্টল করা হয়েছে, যাতে দুটো নিক বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড রয়েছে। এ কমপিউটারে উইন্ডোজ সার্ভার ২০০৮-এর বিশেষ নেটওয়ার্ক কম্পোনেন্ট রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস সার্ভিস (RRAS) ইনস্টল করা হয়েছে। সার্ভারটি ওয়ার্কপ্লেস এবং টেস্ট নেটওয়ার্কের মধ্যে রাউটার হিসেবে কাজ করবে (চিত্র-১)।
চিত্র-১
দু’ভাবে উপরের নেটওয়ার্ক কনফিগারেশনটি সম্পন্ন করা যায়। প্রথমত: RRAS সম্পন্ন কমপিউটারটিকে একটি আইপি রাউটার হিসেবে কনফিগার করা যায়, যা দুটো সাবনেটের মধ্যে ডাটা ট্র্যাফিক ফরোয়ার্ড বা বিনিময় করবে। ফলে টেস্ট নেটওয়ার্কের ক্লায়েন্ট কমপিউটারসমূহ ইন্টারনেটের সার্ভারে ডাটা প্যাকেট পাঠাতে পারবে। তবে ইন্টারনেট সার্ভার থেকে ক্লায়েন্ট কমপিউটারে কোনো ডাটা আসতে পারবে না। এর কারণ হচ্ছে, ইন্টারনেটের দিক থেকে যেসব ডাটা প্যাকেট ডিএসএল রাউটারে প্রবেশ করবে সেগুলো 172.16.11.0 নেটওয়ার্কে রাউটেড হয়ে যাবে এবং এর ফলে ডাটা প্যাকেট 10.0.0.0 নেটওয়ার্কের ক্লায়েন্ট কমপিউটারে যাওয়ার কোনো সুযোগ পাবে না। এ সমস্যা থেকে উত্তরণের জন্য ডিএসএল রাউটারে একটি স্ট্যাটিক রুট যোগ করা যেতে পারে, যা ওয়ার্কপ্লেস ইন্টারফেসের আওতাভুক্ত 10.0.0.x অ্যাড্রেসের উদ্দেশ্যে পাঠানো সব ডাটা প্যাকেট সরাসরি ফরোয়ার্ড করবে।
যখনই 10.0.0.x অ্যাড্রেসের উদ্দেশ্যে পাঠানো ডাটা প্যাকেটের ইন্টারফেসে পৌঁছবে, RRAS বক্স তখনই ডাটা প্যাকেটের অন্যান্য ইন্টারফেসে (10.0.0.1) ফরোয়ার্ড করবে এবং সেখান থেকে ডাটা প্যাকেট টেস্ট নেটওয়ার্কে প্রবেশ করবে। আর এভাবেই ডাটা পৌঁছে যাবে যার যার গন্তব্যে।
ডাটা প্যাকেট রাউটিংয়ের বিকল্প পন্থা হিসেবে আপনি চিত্র-১ প্রদর্শিত RRAS বক্সকে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (NAT) রাউটার হিসেবে কনফিগার করতে পারেন। ন্যাট হচ্ছে এমন একটি ব্যবস্থা, যা কোনো একটি নেটওয়ার্কের কমপিউটারের আইপি অ্যাড্রেসকে ভিন্ন একটি নেটওয়ার্কের কমপিউটারের কাছে বোধগম্য করে ট্রান্সলেশন বা রূপান্তর করবে। এবার আমরা আলোচনা করবো কিভাবে একটি সার্ভারে RRAS ইনস্টল করে তাকে ন্যাট হিসেবে ব্যবহার করা যায়।
সার্ভারে RRAS ইনস্টলেশন ও কনফিগারেশন
টেস্ট নেটওয়ার্কের আওতাভুক্ত ক্লায়েন্ট কমপিউটারসমূহকে ইন্টারনেট অ্যাক্সেস প্রদানের জন্য প্রথমেই আমাদের প্রয়োজন হবে সার্ভারে RRAS সার্ভিস বা রোল ইনস্টল করা। এর ঠিক পরের কাজটিই হচ্ছে সার্ভারকে ন্যাট রাউটার হিসেবে কনফিগার করা। RRAS সার্ভিস ইনস্টল করার জন্য সার্ভার ম্যানেজার বা OOBE.exe থেকে প্রথমে Add Roles Wizard চালু করতে হবে। এরপর সার্ভারে Network Policy and Access Services রোলও যুক্ত করতে হবে।
চিত্র-২
পরবর্তী উইজার্ড পেজে Routing and Remote Access Services সিলেক্ট করতে হবে আরো দুটো সার্ভিস Remote Access এবং Routing সার্ভারে ইনস্টল করার জন্য।
চিত্র-৩
উইজার্ডের ধাপগুলো শেষ হওয়া মাত্রই Administrative Tools থেকে Routing and Remote Access কনসোল ওপেন করুন। এবার লোকাল সার্ভার আইকনে মাউসে ডান ক্লিক এবং পপ-আপ মেনু থেকে Configure and Enable Routing and Remote Access সিলেক্ট করুন।
চিত্র-৪
এর ফলে Routing and Remote Access Server সেটআপ উইজার্ড চালু হবে। উইজার্ডের কনফিগারেশন পেজে Network Address Translation (NAT) সিলেক্ট করুন (চিত্র-৪)।
চিত্র-৫
এরপর NAT Internet Connection পেজে ওয়ার্কপ্লেস ল্যানে বিদ্যমান এমন একটি নেটওয়ার্ক ইন্টারফেস সিলেক্ট করা হয়েছে। এ ইন্টারফেসটি ন্যাট রাউটারে “public interface” নামে পরিচিত।
চিত্র-৬
এর পরের ধাপেই আপনার কাছে জানতে চাওয়া হবে ন্যাট রাউটার টেস্ট নেটওয়ার্কভুক্ত কমপিউটারে DHCP এবং DNS সার্ভিস দেবে কি না। উল্লেখ্য, টেস্ট নেটওয়ার্কের কমপিউটারগুলো ন্যাট রাউটারের প্রাইভেট ইন্টারফেসের সাথে যুক্ত রয়েছে। টেস্ট নেটওয়ার্কের ক্লায়েন্ট কমপিউটারগুলোর জন্য যদি স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা থাকে তাহলে দ্বিতীয় অপশন অর্থাৎ DHCP এবং DNS সার্ভিস দেবে না-এ অপশনটি সিলেক্ট করতে হবে (চিত্র-৬)।
উইজার্ডগুলো সম্পন্ন হলে RRAS সার্ভিস চালু হবে এবং সার্ভিসটি আইপি অ্যাড্রেস রাউটিং এবং ন্যাটের উপযোগী হবে। এটি পরীক্ষা করার জন্য RRAS কনসোলে লোকাল সার্ভার আইকনে মাউসে ডান ক্লিক করুন এবং পপ-আপ মেনু থেকে Properties কমান্ড সিলেক্ট করুন। প্রোপার্টিজ উইন্ডোর General ট্যাবে দেখা যাবে আইপি রাউটিং অপশনটি সক্রিয় হয়ে আছে। এর অর্থ হচ্ছে আইপি ডাটা প্যাকেট এক নেটওয়ার্ক ইন্টারফেস থেকে অন্য ইন্টারফেসে ফরোয়ার্ড করা যাবে (চিত্র-৬)।
চিত্র-৭
RRAS কনসোলে ন্যাট নোড সিলেক্ট করা হলে দেখা যাবে Routing and Remote Access Server Setup উইজার্ড ব্যবহার করে সার্ভারে ন্যাট কনফিগার করার সময় সার্ভারে তিনটি নেটওয়ার্ক ইন্টারফেস তৈরি হয়েছে। চিত্র-৭-এ Local Area Connection-এর প্রোপার্টিজে টেস্ট নেটওয়ার্কের (10.0.0.0) সংযোগ দেখা যাচ্ছে। এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন ন্যাট এ নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করছে। অর্থাৎ এ নেটওয়ার্কটিকে ন্যাট ধরে নিচ্ছে এটি রাউটারের পেছনের দিকে অবস্থিত।
চিত্র-৮
চিত্র-৮-এ লোকাল এরিয়া কানেকশন ২-এর প্রোপার্টিজ ওয়ার্কপ্লেস নেটওয়ার্কের (172.16.11.0) সংযোগের অবস্থাটি দেখা যাচ্ছে। এখানে খুব পরিষ্কার যে, ন্যাট এ নেটওয়ার্কটিকে ‘পাবলিক’ নেটওয়ার্ক হিসেবে চিহ্নিত করেছে। এর অর্থ হচ্ছে ওই নেটওয়ার্কটি ন্যাট রাউটারের সামনে অর্থাৎ ইন্টারনেট অ্যাক্সেস যেদিকে সেদিকে অবস্থান করছে।
চিত্র-৯
এ কনফিগারেশনে আরো লক্ষ করলে বুঝা যাবে রাউটারের ইন্টারনাল নেটওয়ার্ক ইন্টারফেসটিও ন্যাট কনফিগারেশনে প্রাইভেট ইন্টারফেস হিসেবেই যুক্ত হয়েছে।
একাধিক নেটওয়ার্কের মধ্যে ডাটা প্যাকেট ফরোয়ার্ডিং বা রাউটিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এ কাজটি উইন্ডোজ সার্ভার ২০০৮ নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমচালিত একটি সার্ভার দক্ষতার সাথে সম্পন্ন করতে পারে।
কজ ওয়েব
ফিডব্যাক : kazisham@yahoo.com