সার্ভার অপারেটিং সিস্টেমগুলোতে টেলনেট ক্লায়েন্ট এমন একটি সার্ভিস যা একটি অ্যাডাপটারকে কোনো রিমোট টেলনেট সার্ভারের সাথে যুক্ত করে এবং ওই সার্ভারে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন রান করতে পারে। সার্ভারে লগঅন করার পর ইউজার একটি কমান্ড প্রম্পট পাবেন যেটি এমনভাবে ব্যবহার করা যাবে যাতে মনে হবে টেলনেট সার্ভার কনসোলে আপনার কমপিউটার ওপেন করা হয়েছে। টেলনেট ক্লায়েন্ট কমান্ড প্রম্পটে যে কমান্ড টাইপ করবেন তা তাৎক্ষণিকভাবে টেলনেট সার্ভারে যাবে এবং সেখানে সেটি এক্সিকিউট হবে। কমান্ডটি এমনভাবে এক্সিকিউট হবে যাতে মনে হবে আপনি সার্ভারে লোকালি লগইন করে কমান্ড প্রম্পটেই কমান্ড দিচ্ছেন। কমান্ডের আউটপুট তাৎক্ষণিকভাবে টেলনেট ক্লায়েন্টে চলে যাবে এবং সেটা দেখতে পাবেন।
টেলনেট ক্লায়েন্ট ফিচারটি উইন্ডোজ সার্ভার ২০০৮ এবং উইন্ডো ভিসতা নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমে যুক্ত করা হয়েছে। তবে এ সার্ভিসটি সিস্টেমে বাই ডিফল্ট সক্রিয় থাকে না। ইউজারকে এটি সক্রিয় করে নিতে হয়। টেলনেট বিভিন্ন অপারেটিং সিস্টেম যেমন লিনআক্স, ইউনিক্স, উইন্ডোজ দিয়ে চালিত কমপিউটারগুলো ব্যবহার করা যায়। তবে আপনাকে যদি রিমোট কমপিউটারসমূহে সুনির্দিষ্ট টেক্সটভিত্তিক কমান্ড ব্যবহার না করতে হয় এবং কমপিউটারগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে চালিত হলে টেলনেটের সহজতর বিকল্প হিসেবে উইন্ডোজের রিমোট ডেস্কটপ ফিচারটি কাজে লাগাতে পারবেন। উইন্ডোজ সার্ভার ২০০৮ অপারেটিং সিস্টেমের রিমোট শেল ফিচার (যা winrs নামে পরিচিত) ব্যবহার করেও টেলনেটের কাজগুলো করা যায়। winrs-কে টেলনেটের তুলনায় বেশি নিরাপদ বলে বিবেচনা করা হয়।
উইন্ডোজ সার্ভার ২০০৮-এ খুব সহজেই টেলনেট ফিচারটি ইনস্টল করা যায়। টেলনেট ইনস্টল করার জন্য প্রথমে সার্ভার ম্যানেজার থেকে Add Features Wizard সিলেক্ট করুন। উইন্ডোজ ভিসতার ক্ষেত্রে কন্ট্রোল প্যানেল থেকে টেলনেট ফিচার অন বা অফ করা যায়। ইনস্টল করার পর টেলনেট কমান্ড প্রথমবারের মতো ব্যবহার করতে গেলে উইন্ডোজ জানাবে টেলনেটকে সে কমান্ড হিসেবে চিনতে পারছে না।
টেলনেট কমান্ড পূর্ণাঙ্গভাবে উইন্ডোজ সার্ভার ২০০৮-এ ইনস্টল করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে :
০১. প্রথমে StartServer Manager-এ ক্লিক করে সার্ভার ম্যানেজার ওপেন করুন। আপনি My Computer-এর কনটেক্সট মেনু থেকেও সার্ভার ম্যানেজার ওপেন করতে পারেন।
০২. সার্ভার ম্যানেজারের বাম প্যানেলে গিয়ে Features-এ ক্লিক করুন।
০৩. এবার Add Features-এ ক্লিক করুন।
০৪. সার্ভার ম্যানেজার প্যানেলে তালিকাভুক্ত ফিচারগুলো থেকে ক্রল ডাউন করে Telnet Client ফিচারটি সিলেক্ট করুন এবং এরপর NeXt বাটনে ক্লিক করুন।
০৫. এবার কনফারমেশন পেজে Install বাটনে ক্লিক করুন।
০৬. এ পর্যায়ে ফিচারটির ইনস্টলেশন শুরু হবে এবং তা তাৎক্ষণিকভাবে চালু হবে। ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন হলে Close বাটনে ক্লিক করুন।
উইন্ডোজ সার্ভার ২০০৮-এর কমান্ড প্রম্পট থেকেও টেলনেট ফিচারটি ইনস্টল করা যায়। কমান্ড প্রম্পটে এ জন্য নিম্নরূপ কমান্ড ব্যবহার করতে হবে :
Servermanagercmd –I Telnet-Client
এবার টেলনেট কমান্ড ব্যবহারেরর জন্য Command Prompt ওপেন করুন এবং প্রম্পটে কমান্ডগুলো টাইপ করে তা এক্সিকিউট করুন। কমান্ডের ফলাফল বা আউটপুট উইন্ডোতেই দেখা যাবে। এখানে উইন্ডোজ সার্ভার ২০০৮-এ ব্যবহার করা যায়, উদাহরণ হিসেবে এমন কয়েকটি টেলনেট কমান্ড তুলে ধরা হলো :
০১. Open or o :
এ কমান্ডটি হোস্ট কমপিউটার বা রিমোট সার্ভারের সাথে টেলনেট সংযোগ স্থাপন করে। সংযোগ স্থাপনের জন্য পূর্ণাঙ্গ কমান্ড open বা এর সংক্ষিপ্তরূপ o ব্যবহার করতে পারেন। উদাহরণরূপ o mail.kuku.co.il ২৫ কমান্ডটি আপনার কমপিউটারকে mail.kuku.co.il নামের অপর একটি কমপিউটারের সাথে যুক্ত করবে এবং সংযোগের জন্য ২৫ নম্বরের পোর্ট ব্যবহার করবে।
০২. Close or c :
এ কমান্ডটি চলমান কোনো টেলনেট সংযোগ বন্ধ করে দেয়। এ কমান্ডের সাথে ওপেন কমান্ডের মতো হোস্ট নেম এবং পোর্ট নাম্বার যুক্ত করে দিতে পারেন।
০৩. Set :
এ কমান্ডটি সংযোগের জন্য টার্মিনালের ধরন, লোকাল ইকো, লগ-ইন অথেনটিকেশন, এসকেপ ক্যারেক্টার ইত্যাদি সেট করে দেয়।
আপনার সিস্টেমে ইনস্টল করা টেলনেটে কি কি কমান্ড ব্যবহারের জন্য পাওয়া যাবে তা দেখার জন্য টেলনেটের কমান্ড প্রম্পটে প্রশ্নবোধক চিহ্ন (?) টাইপ করে কীবোর্ড থেকে Enter প্রেস করুন। স্ক্রিনে টেলনেটের সব কমান্ডের তালিকা পাওয়া যাবে।
অ্যাডভান্সড ইউজার বিশেষ করে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য টেলনেট একটি গুরুত্বপূর্ণ টুল। এটি দিয়ে নেটওয়ার্ক ব্যবস্থাপনা, রিমোট কমপিউটারে কোনো প্রোগ্রাম বা সার্ভিস অ্যাক্সেস করার কাজগুলো সাবলীলভাবে সম্পন্ন করা যায়। এ লেখায় উইন্ডোজ সার্ভার ২০০৮-এ টেলনেট ইনস্টল করা এবং এতে বিভিন্ন কমান্ড প্রয়োগের বিষয়াদি নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়েছে। তবে অন্যান্য অপারেটিং সিস্টেমে টেলনেট ইনস্টল এবং প্রয়োগের পদ্ধতি অনেকটা একই রকমের। টেলনেটের বিষয়ে মনে রাখতে হবে, এটি প্রায় সব অপারেটিং সিস্টেম যেমন লিনআক্স, ইউনিক্স এবং উইন্ডোজে সমভাবে কাজ করতে পারে এবং টেলনেট ব্যবহার করে এক অপারেটিং সিস্টেমের কমপিউটার অন্যান্য অপারেটিং সিস্টেমের কমপিউটারকে অনায়াসে অ্যাক্সেস করতে পারে।
কজ ওয়েব
ফিডব্যাক : kazisham@yahoo.com