কমপিউটারের সিকিউরিটি নিয়ে বিভিন্নজন বিভিন্ন উপায় বের করার চেষ্টা করছেন, কেউ কেউ উইন্ডোজ অপারেটিং সিস্টেম পরিবর্তন করে লিনআক্স, উবুন্তু বা ম্যাক পিসির দিকে ঝুঁকছে। কমপিউটারের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সিকিউরিটি বিভাগে গত সংখ্যাগুলোতে বিভিন্ন সিকিউরিটি টুল সম্পর্কে আলাদাভাবে আলোচনা করা হয়েছে। কিন্তু বেশ কিছু পাঠক মেইলে জানিয়েছেন, এবারের সংখ্যাতে একটি সিকিউরিটি টুল সম্পর্কে আলোচনা না করে বেশ কিছু সিকিউরিটি টুল সম্পর্কে যেনো আলোচনা করা হয়। পাঠকদের সুবিধার্থে এখানে বেশ কিছু প্রয়োজনীয় সিকিউরিটি টুল সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেকোনো সিকিউরিটি টুল ব্যবহার করার আগে তার রেটিং ও রিভিউ দেখে নিলে একটি সাধারণ ধারণা নিতে পারবেন কোন সিকিউরিটি টুল কেমন সুবিধা দিতে সক্ষম। নিচে বেশ কিছু সিকিউরিটি টুল সম্পর্কে আলোচনা করা হয়েছে।
ক্যাস্পারস্কি অ্যান্টিভাইরাস পার্সোনাল ২০১১
ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস অন্যতম একটি অ্যান্টিভাইরাস টুল, যা সব ধরনের ভাইরাস প্রতিরোধ করে, যেমন : অ্যান্টিভাইরাস স্ক্যানার, মনিটরিং, বিহেভিয়্যর ব্লকারস, ইন্ট্রিগ্রিটি চেকার ইত্যাদি। কমপিউটারের সিকিউরিটি সিস্টেমের ওপর নির্ভর করেই ক্যাস্পারস্কির এই টুলটি তৈরি করা হয়েছে।
ক্যাস্পারস্কি অ্যান্টিভাইরাসের কিছু ফিচার : ক্যাস্পারস্কি অ্যান্টিভাইরাসের বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। যেমন : ০১. যেকোনো ধরনের প্রয়োজনীয় প্রোটেকশন, ০২. ভাইরাস, ট্রোজান, ওয়ার্ম থেকে প্রোটেকশন, ০৩. স্পাইওয়্যার-অ্যাডওয়্যার প্রোটেকশন, ০৪. রিয়েল টাইম প্রোটেকশন, ০৫. ইনস্ট্যান্ট মেসেজিং প্রোটেকশন, ০৬. ডাটা চুরি থেকে প্রোটেকশন, ০৭. কি-লগার প্রোটেকশনসহ আরো নানা ধরনের প্রোটেকশন সুবিধা দিয়ে থাকবে।
সাইজ ও সিস্টেম রিকোয়্যারমেন্ট : ১০৮ মেগাবাইটের এই ট্রায়াল ভার্সনটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এটি চালানোর জন্য ইন্টেল পেন্টিয়াম ৮০০ মে. হা., ৫১২ মে.বা. র্যাটম, ৫০ মে.বা. ফ্রি স্পেস, ন্যূনতম ৫.৫ ভার্সনের ইন্টারনেট এক্সপ্লোরার প্রয়োজন হবে। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এক্সপি/২০০০/ভিস্তা/ উইন্ডোজ ৭-এ কাজ করবে।
ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১১
সব ধরনের সিকিউরিটি টুলের সমন্বয়ে এই টুলটি তৈরি করা হয়েছে এবং একে অল-ইন-ওয়ান সিকিউরিটি সলিউশন হিসেবে ডিজাইন করা হয়েছে। এটি ইন্টারনেটের সব ধরনের প্রোটেকশন দেয়ার ক্ষমতাসম্পন্ন বলে এই টুলের নির্মাতা কোম্পানিগুলো দাবি করেছে।
উল্লেখযোগ্য ফিচার :
ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১১ টুলের বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার রয়েছে। যেমন : ০১. প্রয়োজনীয় প্রোটেকশন, ০২. এক্সটেনডেড প্রোটেকশন, ০৩. প্রিভেন্টিভ প্রোটেকশন, ০৪. অ্যাডভান্সড প্রোটেকশন ও রিকোভারি, ০৫. ডাটা ও আইডেন্টিটি থেফট প্রোটেকশন, ০৬. কনটেন্ট ফিল্টারিং, ০৭. ইউজিবিলেটিসহ আরো নানা ধরনের প্রোটেকশন।
সাইজ ও সিস্টেম রিকোয়্যারমেন্ট :
১০৮ মেগাবাইটের এই টুলটি ইন্টারনেট থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ এক্সপি/ভিস্তা/৭-এ কাজ করবে এবং সিস্টেম রিকোয়্যারমেন্ট হিসেবে ইন্টেল পেন্টিয়াম ৩০০ মে.হা., ২৫৬ মে.বা. র্যাতম, ৫০ মে.বা. ফ্রি স্পেস প্রয়োজন হবে।
নরটন ৩৬০
বর্তমানে নরটন ৩৬০ টুলটি দ্রুতগতিসম্পন্ন ও অল-ইন-ওয়ান প্রোটেকশন সলিউশন হিসেবে কমপিউটারের সুরক্ষার জন্য তৈরি করা হয়েছে, যা আপনাকে অনলাইনের সব ধরনের আক্রমণ থেকে রক্ষা করবে। ব্যবহারের দিক থেকে নরটন ৩৬০ টুল অনেক সহজ এবং কমপিউটারে কাজ করার সময় কোনো ধরনের সমস্যা তৈরি না করে স্ক্যানিং কাজ চালিয়ে যেতে পারে। ফলে কমপিউটারে যিনি কাজ করছেন, তাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। টিউনআপ, সিকিউরিটি, ব্যাকআপ সুবিধাসহ এই টুলটি ভাইরাস, স্পাইওয়্যার, হ্যাকার, বুটনেটসহ অন্যান্য সমস্যা থেকে সুরক্ষিত করে।
নরটন ৩৬০-এর প্রধান প্রধান ফিচার : নরটন ৩৬০-এ বেশ কিছু ফিচার রয়েছে, যা ব্যবহারকারীকে বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে থাকবে। যেমন : ০১. কমপিউটার প্রোটেকশন এবং আইডেন্টিটি, ০২. সর্বোচ্চ সিকিউরিটি, ০৩. ব্লক বটনেট, ০৪. অনলাইন শপিংয়ে সুরক্ষা, ০৫. ব্রাউজারকে বিভিন্ন আক্রমণ থেকে সুরক্ষিত করে, ০৬. এক ক্লিকে লগইন পদ্ধতিকে সিকিউর করে থাকে, ০৭. কমপিউটারের বুট টাইমের স্পিড বাড়িয়ে থাকে, ০৮. ওয়্যারলেস নেটওয়ার্কের জন্যও সুরক্ষিত থাকে। এছাড়া আরো বেশ কিছু ফিচার রয়েছে, যা আপনার ব্যবহারের সময় চোখে পড়বে।
সাইজ ও সিস্টেম রিকোয়্যারমেন্ট : এই টুলটি চালানোর জন্য আপনার কমপিউটারে ইন্টারনেট এক্সপ্লোরার ৬ বা তার বেশি, ফায়ারফক্স ২.০ বা তার বেশি ভার্সনের ব্রাউজার প্রয়োজন। সিস্টেমের দিক থেকে ২৫৬ মে.বা. র্যােম, ৩০০ মে.বা. হার্ডডিস্ক স্পেস ও যেকোনো মানের ৩০০ মে.হা. বা এর বেশি মানের প্রসেসর প্রয়োজন রয়েছে। সাইজের দিক থেকে এই সফটওয়্যার মাত্র ৪৯.৩ মেগাবাইটের, যা ইন্টারনেট থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
Dr. Web CureIt
নাম দেখে হয়তো ভাবছেন, কি ধরনের সিকিউরিটি টুল এটি! হ্যাঁ Dr. Web CureIt হচ্ছে একটি অ্যান্টিভাইরাস ও অ্যান্টিস্পাইওয়্যার স্ক্যানিং টুল, যা Dr. Web ইঞ্জিন দিয়ে ডেভেলপ করা হয়েছে। এটি আপনার কমপিউটারকে খুব দ্রুত ও সহজে স্ক্যান করতে পারবে। এই টুলটি বিভিন্ন ধরনের ভাষা সাপোর্ট করে, তবে অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ভাষাটি স্বয়ংক্রিয়ভাবে সিলেক্ট করে থাকে।
সাইজ :
সাইজের দিক থেকে এই টুল মাত্র ৪৬.৫ মেগাবাইট।
কোথা থেকে ডাউনলোড করতে পারবেন:
উপরে আলোচনা করা সব টুল একটি সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। যার ইউআরএল অ্যাড্রেস http://www.softpedia.com। অ্যান্টিভাইরাস সম্পর্কে আরো কিছু জানার থাকলে বা আরো জানার জন্য ভিজিট করুন http://www.serversolution4u.com সাইটে।
কজ ওয়েব
ফিডব্যাক : rony446@yahoo.com