ইন্টারনেটের বহুমাত্রিক ব্যবহার ইদানীং উদ্রেক করেছে কিছু প্রশ্নের৷ যদিও এশিয়ার দেশগুলো তাদের অর্থনীতিতে দ্রুতগতির সঞ্চার ঘটানোর লক্ষ্যে এই যাদুকরী প্রভাব-বলয় থেকে দুরে থাকতে পারছে না, তবুও রাষ্ট্রীয় ও সামাজিক স্পর্শকাতর কতিপয় বিষয়সমূহে ইন্টারনেটের প্রয়োজন সম্পর্কে রয়েছে আলোচনার অবকাশ৷ প্রতিবেদনটি লিখেছেন আজম মাহমুদ৷