বিগত দশকগুলোয় সমগ্র বিশ্বে অভূতপূর্ব বিকাশ লাভ করেছে বিপুল মানবসম্পদের অর্থবহ কর্মসংস্থানের ক্ষেত্র- সেবা বা সার্ভিস সেক্টর। গ্যাট- এর হিসাব মতে, বিশ্ববাণিজ্যের প্রায় ছয় ভাগের এক ভাগ অর্থাৎ ২২লক্ষ কোটি টাকার সেবা বিক্রি হয় সারা দুনিয়া জুড়ে। মানবসম্পদে পূর্ণ বাংলাদেশের সম্ভাবনাময় এই খাত অবহেলিত। গার্মেন্টস শিল্পের মতো ডাটা এন্ট্রি শিল্পের কিংবা কমপিউটারের মাধ্যমে আরো অনেক সেবা শিল্পকে এখনই সচল করা সম্ভব। এ নিয়েই আলোচনা করেছেন মো: আব্দুল কাদের।