দুষ্ট বাচ্চারা কথা না শুনলে তাদের ভয় দেখানো হয় এই বলে যে, তাকে হোস্টেলে বা বোর্ডিং স্কুলে দিয়ে দেয়া হবে। অনেকেই বেয়াড়া বাচ্চাদের এ ধরনের স্কুলে ভর্তি করে দেন শোধরাবার জন্য। কিন্তু ঢেঁকি যে স্বর্গে গেলেও ধানই ভানে। সেখানে থেকেও তারা কত রকমের শয়তানি করে তার ওপরে ভিত্তি করে রয়েছে বেশ কিছু উপন্যাস, মুভি গেম। ম্যাক্স পেইনখ্যাত রকস্টার গেমসের ডেভেলপ করা গেম বুলি তেমনি একটি গেম, যার প্রতিপাদ্য বিষয় বোর্ডিং স্কুলে ভর্তি হওয়া দুষ্ট বালকদের কার্যকলাপ। গেমটি প্লেস্টেশনের জন্য ডেভেলপ করেছে রকস্টার ভ্যানকৌভার, এক্সবক্স ৩৬০ ও উইন্ডোজ প্লাটফর্মের জন্য ডেভেলপ করেছে রকস্টার নিউ ইংল্যান্ড এবং উইই প্লাটফর্মের জন্য ডেভেলপ করেছে রকস্টার টরন্টো। গেমটির মূল পাবলিশার হচ্ছে রকস্টার গেমস, তবে জাপানে তা পাবলিশ হয়েছে বেথেসডা সফটওয়াক্সের ব্যানারে। গেমটি বানাতে ব্যবহার করা হয়েছে রেন্ডারওয়্যার (পিএস২) এবং গেমবায়ো (এক্সবক্স ৩৬০, উইই ও উইন্ডোজ)। উত্তর আমেরিকায় গেমটি ক্যানিস ক্যানেম নামে পরিচিত। গেমটি থার্ড পারসন অ্যাকশন/অ্যাডভেঞ্চার ধাঁচের গেম। গেমটির কাহিনী নিয়ে কমিকস বের হয়েছে, যা গেমটির স্পেশাল এডিশনের সাথে দেয়া হয়েছে।
গেমটি স্যান্ডবক্স টাইপের গেম, যা অনেকটা হ্যারি পটার সিরিজের গেমের মতো। গেমারকে খেলতে হবে জিমি হপকিন্স নামের এক কিশোরের চরিত্রে। গেমের শুরুতেই দেখা যাবে জিমিকে ইংল্যান্ডের কাল্পনিক এক বোর্ডিং স্কুল বুলওর্থ একাডেমির সামনে গাড়ি থেকে নামিয়ে দেয়া হচ্ছে। গেমের প্রথমদিকে প্লেয়ার পুরো ক্যাম্পাসে মুক্তভাবে বিচরণ করতে পারবে, এরপরে সে শহরেও বিচরণ করতে পারবে। গেমের মূল মিশনের পাশাপাশি আরো অনেক ধরনের মিশন রয়েছে, যা সম্পন্ন করে জিমির দক্ষতা ও অর্থ বাড়ানো যাবে। মিশনের মধ্যে রয়েছে সফলভাবে ক্লাসের লেকচার বোঝা, অন্যান্য দুষ্ট বালককে শিক্ষা দেয়া, দুর্বলদের সাহায্য করা, প্রতিপক্ষ গ্রুপের হামলার জবাবে জবাব দেয়া, প্রতিশোধ নেয়া, সিনিয়রদের জ্বালাতন করা এবং নানা রকমের দুষ্টুমিসহ আরো অনেক কাজ করা। রসায়ন, পদার্থবিজ্ঞান, গণিত ইত্যাদি বিষয়ের ক্লাসে মিনি গেমের মাধ্যমে প্রজেক্ট সম্পন্ন করার ব্যাপারটি পাজল সলভিং গেমিং ধাঁচের। জিমিকে বিভিন্ন ভাষার কোর্স করে তাতে পারদর্শী হতে হবে, তাহলে সে অনেক বেশি ব্যক্তির সাথে মিশতে পারবে। দুষ্টুমি করার জন্য সে তার মেধাকে কাজে লাগিয়ে বানিয়ে নেবে রকেট বম্ব, গুলতি, মরিচা বম্ব, ছোট পটকা, স্টিঙ্ক বম্ব ইত্যাদি। তার এ বিশেষ অস্ত্রগুলো দিয়ে সে প্রতিশোধ নেবে সিনিয়রদের ওপরে, যারা তার সাথে খারাপ আচরণ করেছে এবং জ্বালাতন করবে মেয়েদের মজা করার জন্য। দুষ্টুমি করার সময় টিচারের হাতে ধরা পড়লে শাস্তি পেতে হবে। যানবাহন হিসেবে জিমির থাকবে সাইকেল, ছোট্ট স্কুটার, স্কেটিং বোর্ড, গো-কার্ট ও লন-মোয়ারসহ আরো ছোটখাটো বাহন। গেমে সংগ্রহ করা অর্থ দিয়ে জিমি আপগ্রেড করতে পারবে তার সাইকেল, কিনতে পারবে নতুন পোশাক-আশাক, মাথায় দিতে পারবে নতুন হেয়ার-কাট এবং শরীরে আকঁতে পারবে রং-বেরঙের ট্যাটু। গেমে জিমিকে শয়তানি বুদ্ধি যোগাবে গ্যারি স্মিথ, যে কি না গেমের প্রধান খলচরিত্র। গেমটি ৬টি ভিন্ন অধ্যায়ে ভাগ করা হয়েছে। গেমের গ্রাফিক্স ও শব্দকৌশলের মান মোটামুটি, তবে গেমপ্লে বেশ ভালোই বলা চলে।
গেমটি খেলার জন্য লাগবে ৩ গিগাহার্টজ গতির পেন্টিয়াম ৪ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাকম, ৪.৭ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস এবং পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড ২৫৬ মেমরির গ্রাফিক্স কার্ড (ন্যূনতম এনভিডিয়া জিফোর্স ৬৮০০/৭৩০০ অথবা এটিআই রাডেওন এক্স১৩০০ সিরিজ)
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com