• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ইলাস্ট্র্যাটর টিউটোরিয়াল
লেখক পরিচিতি
লেখকের নাম: আহমেদ ওয়াহিদ মাসুদ
মোট লেখা:৯৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৬ - মার্চ
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গ্রাফিক্স
তথ্যসূত্র:
গ্রাফিক্স
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ইলাস্ট্র্যাটর টিউটোরিয়াল
ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাডোবি ইলাস্ট্র্যাটর মূলত ড্রয়িং করার একটি অ্যাডভান্সড সফটওয়্যার। এর বিশেষত্ব হলো এটি দিয়ে ভেক্টরড্রয়িংকরা হয়। এ লেখায় দেখানোহয়েছেকীভাবেইলাস্ট্র্যাটরদিয়েএকটিঅ্যাবস্ট্রাক্ট ভেক্টরব্যাকগ্রাউন্ড তৈরিকরাযায়।
ব্যাকগ্রাউন্ড তৈরিকরারসময়কিছুবিষয়প্রথমেইচিন্তাকরতেহয়। যেমন-প্রথমেইব্যাকগ্রাউন্ডেরমূল রং কীহবে, ব্যাকগ্রাউন্ডেকীকীঅবজেক্ট থাকবেইত্যাদি। এ লেখায়ব্যাকগ্রাউন্ড তৈরিরটিউটোরিয়ালেএমনএকটিব্যাকগ্রাউন্ড তৈরিকরাহবে, যারমূল রংহবেকালোএবং এতে পিরামিডের ঢেউথাকবে।
ব্যাকগ্রাউন্ডেকালো রং করাখুবইসহজ। ফিলটুলদিয়েতাসহজেইকরাযায়। তবেপিরামিডটি কেমন শেপেরহবে-থ্রিডিনাকিটুডি, তারআকার কেমনহবেইত্যাদি এখানেভাবারবিষয়। সবচেয়েসহজসমাধানহলো, এখানেডায়নামিকএলিমেন্ট থাকবে,যার অর্থ হলোইউজারচাইলেই যেকোনোসময়তাপরিবর্তনকরতেপারেন। এলিমেন্টেরগতিপথ, তারআকার, রং, ইফেক্টইত্যাদি সবইডায়নামিকহবে। এমনকিচাইলেপিরামিডসরিয়েঅন্য কোনোএলিমেন্টও দেয়া যাবে, কিন্তু আগের সেটিংগুলো একই থাকবে।
এজন্য প্রথমেইএলিমেন্টেরএকটি বেসিক শেপ তৈরিকরতেহবে। পেনটুলদিয়েসহজেইএকটিথ্রিডিপিরামিড তৈরিকরাযায় (চিত্র-১)। এবারপিরামিডেরএকপাশেএকটু শেডেরব্যবস্থা করাযাক। এজন্য পিরামিডেরএকপাশে দুটিসমান্তরালকিন্তু ভিন্নপুরুত্বের পাথ তৈরিকরাযাক (চিত্র-২)। পাথ দুটিতেলিনিয়ারগ্র্যাডিয়েন্ট (কালো থেকে অ্যাশ) অ্যাপ্লাইকরতেহবে। তারপর পাথের বেস্নন্ডিং মোডস্ক্রিনদিতেহবে। তাহলেমনেহবে পাথদুটির ভেতরদিয়েপিরামিডটি দেখাযাচ্ছে। এবারক্লিপিংমাস্ক দিয়ে পাথ দুটিরভিজিবিলিটিলিমিটকরেদিলেশুধুপিরামিডেরধারপর্যন্ততাদের দেখাযাবে (চিত্র-৩)। একই পদ্ধতিব্যবহারকরেআরওকয়েকটিপিরামিড তৈরিকরতেহবে (চিত্র-৪)।
প্রথমপিরামিডটিকেসিম্বল প্যানেলেএকটিসিম্বল হিসেবে সেভ করতেহবে।বাকি দুটিপিরামিডকেএকসাথে সিলেক্ট করেঅবজেক্টক্রিয়েটসিম্বল ভ্যারিয়েন্টসঅপশনেক্লিককরলেপরেরপিরামিডদুটিপ্রথমটিরভ্যারিয়েন্টহিসেবেচিহ্নিতহয়েযাবে। তবে এই অপশনেরজন্য একটিপ্লাগইনের দরকার,যারনামStipplism plug-in। এটিইনস্টলকরানা থাকলেঅপশনটি থাকবেনা। সুতরাংপ্লাগইনটিইনস্টলকরতেহবে। সিম্বল ভ্যারিয়েন্ট সেভ করারডায়ালগ বক্স এলে বেসসিম্বল হিসেবেপিরামিডসিলেক্ট করতেহবেএবংনিচেরঅপশনটিডিসসিলেক্ট করতেহবে (চিত্র-৫)। ফলেসিম্বল প্যানেলেপ্রথমপিরামিডেরআরও দুটিভার্সন তৈরিহয়েযাবে।
এবারপিরামিডগুলোতেএকটুইফেক্ট দেয়ারপালা। সবগুলোপিরামিডসিলেক্ট করেইফেক্টস্টাইলাইজড্রপশ্যাডোঅপশনসিলেক্ট করলেশ্যাডো দেয়ারডায়ালগ বক্স আসবে। সেখান থেকে চিত্র-৬-এর মতো সেটিংসঠিককরে ওকে করলেপিরামিডগুলোতেশ্যাডোইফেক্ট পড়বে। এবারশ্যাডো দেয়ার পর শুধুপ্রথমপিরামিডটিকেসিম্বল প্যানেলে সেভ করতেহবে। তারপরআগেরমতোইবাকিদুটিপিরামিডকেসিলেক্ট করেএইমাত্র তৈরিকরাশ্যাডোপিরামিডেরসিম্বলেরভ্যারিয়েন্টহিসেবে সেভ করলেসিম্বল প্যানেলে মোট ৬টি সিম্বল দেখাযাবে।
এবারপিরামিডগুলোকীভাবেসাজানোহবেতাঠিককরেদিতেহবে। এরজন্য পেনটুলদিয়েএকটি ঢেউয়েরমতো পাথ তৈরিকরতেহবে। তবে এতে কোনো রংদিয়েফিলকরাযাবেনা, শুধু স্ট্রোক পাথ অপশনদিয়ে স্ট্রোককরতেহবেএবংএর উইডথ অনেকবাড়িয়েদিয়েহবে। তারপরএকটিলিনিয়ারগ্র্যাডিয়েন্টঅ্যাপ্লাইকরতেহবে। গ্র্যাডিয়েন্টে তিনটি রং থাকবে।বামেসাদা, মাঝেকালোএবংডানেসাদা। এরকমগ্র্যাডিয়েন্টঅ্যাপ্লাইকরলে চিত্র-৭-এর মতোএকটি পাথ পাওয়াযাবে।
এবারপাথটিসিলেক্ট করাঅবস্থায়ইফেক্টস্টিপলিজমসিম্বল স্টিপলঅপশনটিসিলেক্ট করলেএকটিডায়ালগ বক্স আসবে (চিত্র-৮)। এখানে ডট সেটিংয়েরনিচেসিম্বল হিসেবেপ্রথমপিরামিডটিসিলেক্ট করতেহবে। স্কেলেরমানকমিয়েদিলেভালো। কারণ, এতে পিরামিডেরসাইজকমেযাবে,যাআমাদেরব্যাকগ্রাউন্ড তৈরিরজন্য প্রয়োজনীয়। এরপরভ্যারি স্কেল এবংভ্যারি রোটেশনঅপশনসিলেক্ট করেইউজারেরসুবিধামতোমানদিতেহবে। এই অপশনদুটিতে যে মান দেয়া হবে-পিরামিডের শেপেরআকার, অ্যাঙ্গেল ইত্যাদি সেইমানের ভেতরেইপরিবর্তিতহবে। সেটিংগুলোঠিকমতোদিলে চিত্র-৯-এর মতোএকটিছবিপাওয়াযাবে।
এবারআগের পাথেরওপরইআরেকটি পাথ এঁকেবড়বড়পিরামিডদিলে দেখতে আরও সুন্দরলাগবে। এজন্য অ্যাপেয়ারেন্সপ্যানেল থেকে আরেকটি স্ট্রোকঅ্যাডকরতেহবে (চিত্র-১০)। এবারআগেরপদ্ধতিঅনুসরণকরেইআবারসিম্বল স্টিপলঅপশনেরমাধ্যমে পিরামিডবসাতেহবে। তবেএবারপিরামিডের স্কেল ১০০ শতাংশের বেশি (যেমন ১০৫ বা ১১০ শতাংশ) দিতেহবেএবং জেনারেল সেটিংয়েরনিচেসিডঅপশনের¨vন্ডমএকটিমানদিতেহবে। এরজন্য পাশেইর¨vন্ডমাইজবাটনআছে, তাতেক্লিককরলের¨vন্ডমএকটিমানসিডঅপশনেবসেযাবে। ফলে চিত্র-১১-এর মতোএকটিব্যাকগ্রাউন্ডপাওয়াযাবে। ইউজারচাইলেএখানেব্যাকগ্রাউন্ডকালারহিসেবেঅন্য কোনো রং ব্যবহারকরতেপারেন। আবারপিরামিডগুলোতেঅন্য কোনো রং (সোনালিবালাল)দিলেআরও সুন্দরলাগবে। এরজন্য হিউ/স্যাচুরেশনপরিবর্তনকরতে থাকলেপিরামিডেরকালারওপরিবর্তিতহতে থাকবে।
ইলাস্ট্র্যাটরদিয়েবিভিন্নধরনেরজটিলড্রয়িংকরা সম্ভব। যেমন- এই টিউটোরিয়ালে যে ব্যাকগ্রাউন্ড তৈরিকরাহয়েছে, তাতেযদি পিরামিডগুলোআলাদাভাবেঅাঁকতেহতোতাহলেতাইউজারেরজন্য প্রায় অসম্ভব একটিকাজহয়ে দাঁড়াত। আরইলাস্ট্র্যাটরেরবিভিন্নটুলসম্পর্কে ধারণানিতেপারলেসাধারণড্রয়িংআরও সুন্দরভাবেকরা সম্ভব।
ফিডব্যাক :wahid_cseaust@yahoo.com

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৬ - মার্চ সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস