• ভাষা:
  • English
  • বাংলা
হোম > নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭/২০১০-এর ব্যবহারিক নিয়ে আলোচনা
লেখক পরিচিতি
লেখকের নাম: প্রকাশ কুমার দাস
মোট লেখা:৫৫
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৭ - জুন
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
আইসিটি
তথ্যসূত্র:
শিক্ষা
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭/২০১০-এর ব্যবহারিক নিয়ে আলোচনা
নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭/২০১০-এর ব্যবহারিক নিয়ে আলোচনা
প্রকাশ কুমার দাস
বিভাগীয় প্রধান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭/২০১০
ঢাকার কয়েকটি স্বনামধন্য বিদ্যালয়ের নাম বুলেট ও নম্বর ব্যবহার করে দেখানো হলো।
কার্যক্রম : কাজটি সম্পন্ন করার জন্য নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ কর।
০১. ঢাকার কয়েকটি স্বনামধন্য বিদ্যালয়ের নাম টাইপ করা হলো।
Mohammadpur Preparatory School & College
Viqarunnisa Noon School & College
St. Joseph Higher Secondary School
Holy Cross School & College
Monipur School & College
Agrani School & College
০২. সবগুলো নামকে সিলেক্ট করতে হবে।
০৩. মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭/২০১০-এর রিবনের Home
ট্যাবের অধীনে স্ট্যান্ডার্ড টুলবারের Buttets আইকনে ক্লিক করতে হবে।
০৪. যে ধরনের বুলেট পছন্দ হয় সেটি সিলেক্ট করে Bullet-এ ক্লিক করলে নিমণলিখিত বুলেটসহ লেখা দেখা যাবে।

নম্বর ব্যবহার করে কয়েকটি দেশের নাম
কার্যক্রম : কাজটি সম্পন্ন করার জন্য নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ কর।
০১. পছন্দের কয়েকটি দেশের নাম টাইপ করা হলো।
Bangladesh
Australia
Japan
Astria
India
Nepal
USA
UK
০২. সবগুলো নামকে সিলেক্ট করতে হবে।
০৩. মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭/২০১০-এর রিবনের Home
ট্যাবের অধীনে স্ট্যান্ডার্ড টুলবারের Numbering আইকনে ক্লিক করতে হবে।
০৪. যে ধরনের নম্বর পছন্দ হয় সেটি সিলেক্ট করে Number-এ ক্লিক করলে উপরোক্ত নম্বরসহ দেশের নাম দেখা যাবে।
একটি টেবিল তৈরি করে কয়েকজনের নাম ও নম্বর এন্ট্রি করে দেখানো হলো
কার্যক্রম : কাজটি সম্পন্ন করার জন্য নিম্নে বর্ণিত পদ্ধতি অনুসরণ কর।
০১. যেখানে টেবিল তৈরি করতে হবে, সেখানে মাউস পয়েন্টার রাখতে হবে।
০২. মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭/২০১০-এর রিবনের Insert ট্যাবের অধীনে Table আইকনে ক্লিক করতে হবে।
০৩. Table আইকনে ক্লিক করলে নিমণলিখিত বক্স দেখা যাবে।

০৪. Insert Table-এ ক্লিক করলে Insert Table ডায়ালগ বক্স দেখা যাবে।

০৫. এখন Number of columns থেকে 2 ও Number of rows থেকে 6 লিখে বা সিলেক্ট করে Ok বাটনে ক্লিক করলেই টেবিল তৈরি হয়ে যাবে।
০৬. এখন তিনজনের নাম ও নম্বর টেবিলে লিখতে হবে।
নাম আইসিটি নম্বর
প্রমা দাস ৪৬
বিনীতা ৪৫
শ্রেয়শী ৪৩
ফিডব্যাক : prokashkumar08@yahoo.com

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটির সহায়ক ভিডিও
২০১৭ - জুন সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস