• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ভিডিও মার্কেটিং
লেখক পরিচিতি
লেখকের নাম: নাজমুল হাসান মজুমদার
মোট লেখা:৩১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২০ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
বাজার
তথ্যসূত্র:
ভিডিও সিস্টেম
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ভিডিও মার্কেটিং
ভিডিও মার্কেটিং
নাজমুল হাসান মজুমদার

একটি লেখায় কোনো বিষয়বস্তুর
পারিপার্শ্বিক অবস্থা দেখানো সম্ভব হয়
না। যেমন আপনি ভ্রমণে কোথাও গিয়েছেন
কিন্তু সেই জায়গাটি কতটা সুন্দর তা যতই
লেখার মাধ্যমে তুলে ধরেন তার থেকেও বেশি
গ্রহণযোগ্যতা এবং মানুষকে অনুভব করতে
সাহায্য করবে তখন যখন আপনি ভিডিওর
মাধ্যমে তার সম্পর্কে কিছু বলেন। তেমনি
ভিডিও মার্কেটিং একটি বিষয়বস্তুর ব্যাপারে
বিস্তারিত একটি তথ্য আপনাকে উপস্থাপন
করবে যেন কাজটি আপনিই করছেন কিংবা
কাজটি কীভাবে করতে হবে তার প্রতিটা
ধাপ সম্পর্কে জানাচ্ছেন। ভিডিও মার্কেটিংয়ে
আপনি গ্রাহকের কাছে পরিবেশগত একটা
অবস্থা তৈরি করে আপনার প্রোডাক্ট সম্পর্কে
প্রচার করতে পারবেন। কী, কেনো এবং
কীভাবে প্রোডাক্ট কিংবা বিষয়বস্তুটি গ্রাহক
কিংবা μেতার জীবনে ভ‚মিকা রাখবে তা
ভিডিও মার্কেটিংয়ে অন্যতম প্রাধান্যের বিষয়।

ভিডিও মার্কেটিং কী
১ মিনিটের একটি ভিডিও ১.৮ মিলিয়ন
শব্দের সমান অর্থবহ বহন করে। আপনি যখন
ভিডিও মার্কেটিংয়ের মাধ্যমে তথ্য উপস্থাপন
করেন তা শুধু একটি প্রোডাক্ট কিংবা
বিষয়বস্তুকে তুলে ধরছে না বরং তা μেতার
সাথে আপনার ব্র্যান্ডের সম্পর্ক স্থাপন করছে,
আপনার প্রতিষ্ঠানের সার্ভিস সম্পর্কে জানায়।
ইউটিউবে প্রতিদিন ৫ বিলিয়ন ভিডিও
দেখা হয় এবং তা ১২০০ গুণ বেশি শেয়ার
হয় টেক্সট এবং ছবির তুলনায়। ভিডিও
মার্কেটিং একটি সমন্বিত উদ্যোগ, যেখানে
গুরুত্বপূর্ণ বিষয় একটি গল্প নির্ধারণ, সঠিক
পরিকল্পনা, ভিডিও ধারণ, সম্পাদনা,
পাবলিশ এবং প্রচার করার মাধ্যমে সম্পনড়ব
হয়। অর্থাৎ, একটি গল্প সেটা প্রোডাক্ট
সম্পর্কিত কিংবা সমস্যা সমাধান অথবা তথ্য
প্রদান করে ভিডিওর মাধ্যমে উপস্থাপিত
হয়। আর এই ভিডিও বিভিনড়ব প্ল্যাটফর্মে
প্রচারিত হয়, যেমন সোশ্যাল মিডিয়া এবং
ইউটিউবের মতো ভিডিও প্ল্যাটফর্মে। এই
প্রμিয়াটি সফল হলে প্রোডাক্ট বিμি কিংবা
সার্ভিস প্রদান বৃদ্ধি পায়, ফলে আপনার আয়
ও কোম্পানি পরিচিতি হয়।

কেনো ভিডিও মার্কেটিং

১৯৮১ সালে প্র ম যখন এমটিভি ২৪
ঘণ্টাব্যাপী মিউজিক ভিডিও প্রচার আরম্ভ করে
তখন থেকে ভিডিও বিনোদন ও ব্যবসায়িক ক্ষেত্রে
একটি আলাদা অবস্থান তৈরি করতে শুরু করে।
সিসকোর তথ্যমতে, ২০২২ সালে ইন্টারনেট
ট্রাফিকের ৮০ শতাংশ হবে ভিডিও। কারণ
ইউটিউবে প্রতিদিন ১ বিলিয়ন ঘণ্টার সমপরিমাণ
ভিডিও দেখা হয়। কমস্কোর তথ্যে, মোবাইল
ব্যবহারকারীরা গড়ে ৪০ মিনিট করে ইউটিউবে
ভিডিও দেখে। অপরদিকে, ইমার্কেটারের দেয়া
তথ্যে ফেসবুকের ৬০ শতাংশ ব্যবহারকারী
বর্তমানে ভিডিও দেখেন। ভিডিও দেখার প্রতি
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যেখানে এত
আগ্রহী সেখানে প্রোডাক্ট μয়-বিμয়ে ভিডিও
মার্কেটিংয়ের ভালো একটি প্রভাব আছে, যেমনÑ
 হাবস্পটের মতে, ৭২ শতাংশ μেতা
প্রোডাক্ট ডেসμিপশনের তুলনায় ভিডিও
দেখা অধিকতর পছন্দ করেন।
 ৫০ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী
সরাসরি দোকান থেকে কেনার আগে
গুগলে সার্চ করেন।
 ফোবর্ েসর তথ্যে ৯০ শতাংশ μেতাকে
প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে
ভিডিও সহায়তা করে।
 অ্যানিমোটোর মতে, ভিডিও ৯৩ শতাংশ
মার্কেটারকে μেতা বেশি পেতে সাহায্য করে।
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০২০ - আগস্ট সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস