বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক
এক্সপেরিয়েন্সে প্রাধান্য বিস্তার করে আছে
কনজ্যুমার মোবাইল এক্সপেরিয়েন্স বিশ্লেষণের ক্ষেত্রে
‘ওপেনসিগন্যাল’ হচ্ছে বৈশ্বিক আদর্শমানের একটি স্বাধীন
সংস্থা। ভোক্তারা ওয়্যারলেস নেটওয়ার্কে সত্যিকারের কী এক্সপেরিয়েন্স
বা অভিজ্ঞতা অর্জন করে সে সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশিকা হিসেবে কাজ
করে ওপেনসিগন্যালের এই শিল্পসম্পর্কিত রিপোর্ট। আলোচ্য রিপোর্টে
ওপেনসিগন্যাল পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে বাংলাদেশের চারটি
মোবাইল অপারেটর সম্পর্কে ভোক্তাদের নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স বা
অভিজ্ঞতা কেমন। বাংলাদেশের এই চারটি মোবাইল অপারেটর হচ্ছে
: এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন ও রবি। এগুলোর ব্যাপারে
ওপেনসিগন্যাল তথ্য-উপাত্ত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু
করে গত ১ এপ্রিলে। পরবর্তী ৯০ দিন ধরে চলে তাদের এই কাজ।
তথ্য-উপাত্ত পর্যালোচনার পর ওপেনসিগন্যাল গত জুলাইয়ে প্রকাশ
করে ‘বাংলাদেশ সম্পর্কিত মোবাইল নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্ট
জুলাই ২০২০’।