হোম > আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেবে বাংলাদেশের ৩টি দল
লেখক পরিচিতি
লেখকের নাম:
নিজস্ব প্রতিবেদক
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সি জে খবর
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
আইসিপিসির চূড়ান্ত পর্বে অংশ নেবে বাংলাদেশের ৩টি দল
কমপিউটার জগৎ রিপোর্ট - চলতি বছর এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতার (আইসিপিসি) চূড়ান্ত পর্বে বাংলাদেশের ৩টি দল অংশ নেবে। দলগুলো হলো এসিএম আইসিপিসির ঢাকা পর্বের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পাওয়া বুয়েট ফ্যালকন দল, ভারতের কানপুর পর্বে দ্বিতীয় স্থান পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিইউ ডার্ক নাইট দল এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের এনএসইউ আর্কচারস দল।
বুয়েট ফ্যালকন দলে রয়েছেন তানাইম এম মুসা, মো: মাহবুবুল হাসান ও শাহরিয়ার রউফ। ডিইউ ডার্ক নাইটে রয়েছেন সৈয়দ জুবায়ের হোসেন, জানে আলম ও ইকরাম মাহমুদ এবং এনএসইউ আর্কচারস দলে রয়েছেন সামী জাহুর আল ইসলাম, এম মুস্তাফিজুর রহমান ফয়সাল ও আমির হামজা। আগামী ১৮ এপ্রিল সুইডেনের স্টকহোমে চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হবে। শেষ হবে ২২ এপ্রিল।