১৯৬৯ সালে কমপিউটার নেটওয়ার্কের সূচনার পর ৮০’র দশকের শেষ দিকে এটি সাধারণ টেলিফোন লাইনের সাহায্যে যুক্ত হওয়ার এবং পরস্পর তথ্য আদান-প্রদান করার প্রযুক্তিগত সাফল্য নিয়ে ইন্টারনেট নামে অবিশ্বাস্য দ্রুতগতিতে সাড়া বিশ্বে ছড়িয়ে পড়ে। এই ইন্টারনেটকে অবলম্বন করে এখন ই-ইকোনমি, ই-কমার্স, ই-বিজনেস, ই-ব্যাংকিং, ই-এডুকেশন, ই-এন্টারটেইনমেন্ট, ই-শপিং, ই-যুদ্ধ এসবকিছু মিলেয়ে এখন ‘ই এভরিথিং’-এর যুগ শুরু হয়েছে। ফলে বাজার করা থেকে শুরু করে অফিসের কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে বাসায় বসেই খুব স্বাচ্ছন্দ্যে করা যাচ্ছে। এই ইন্টারনেট যুগের সাফল্য ও গুরুত্ব উল্লেখপূর্বক বাংলাদেশে এর প্রয়োগের প্রয়োজনীয়তা ও দিক নির্দেশনাসহ প্রচ্ছদ প্রতিবেদন লিখেছেন শোয়েব হাসান