• ভাষা:
  • English
  • বাংলা
হোম > দেশে শুরু হয়ে গেল ঘরে বসে অনলাইনে কেনাকাটার সুবিধা যা ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থাও রয়েছে
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২-০২-১১
তথ্যসূত্র:
অন্যান্য
লেখার ধরণ:
ইন্টারনেট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
অন্যান্য
দেশে শুরু হয়ে গেল ঘরে বসে অনলাইনে কেনাকাটার সুবিধা যা ঘরে পৌঁছে দেয়ার ব্যবস্থাও রয়েছে
একজন ভোক্তার জন্য এটা খুব দুঃখজনক যে, কোনো product তার এলাকায় পাওয়া যাছে না অথচ অন্য এলাকায় সেই product অনেক সহজেই পাওয়া যায় । যেমন রংপুরের মানুষকে ঢাকায় আসতে হয় কোনো জরুরী Medicine কেনার জন্য, রাজশাহীর কোনো ছাত্র/ছাত্রীকে ঢাকার নীলক্ষেতে আসতে হয় তাদের জন্য Reference/Academic বই কিনতে, কিন্তু এটা খুব সহজ হতো যদি তারা এই Products অনলাইনে কিনতে পারত । এতে তাদের সময় যেমন রক্ষা হত, তেমনি অর্থও সাশ্রয় হত ।

বাংলাদেশে তথ্য-প্রযুক্তি ব্যবহারকারি মানুষের সংখা দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে । আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (ITU) রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে এখন ৩৫%-এরও বেশী মানুষ তথ্য-প্রযুক্তি ব্যবহার করছে । এই দেশে এখন দরকার এমন সব প্রতিষ্ঠান যারা ই-কমার্সের ট্রাঞ্জিকশন পুরন করবে । খুশীর কথা এই যে ব্যংক, ভিসা এবং মাস্টার কার্ড অপারেটিং এর মাধ্যমে এটা সহজেই করা সম্ভব এবং তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । এখন কিছু কেনার জন্য আর কষ্ট করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতে হবে না । বাংলাদেশে বেশ কিছু ই-কমার্স সাইট থেকে মানুষ খুব সহজেই ঘরে বসে কেনাকাটা করতে সক্ষম । এই রকম একটি সাইট হল www.bdshoppy.com. এখানে আপনি ঘরে বসেই সব product - এর ছবি দেখে, পছন্দ করে, order দিলেই ঘর-এ চলে আসবে আপনার পছন্দসই জিনিশ-পত্র | এতে আপনার সময় যেমন সাশ্রয় হবে,
তেমনই আপনি বাংলাদেশের যে কোনো স্থানে থাকুননা কেন product আপনার কাছে পৌঁছে যাবে তাছাড়া আপনি দিন-রাত ২৪ ঘন্টার যে কোনো সময়ে shopping করতে পারবেন|

অনলাইনে এ যেমন ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে কেনা যাবে তেমনি আপনার প্রয়োজনীয় আইটেমের order আপনি ফোন করেও জানাতে পারেন এই নম্বরে +8801756549029

বিস্তারিত জানতে ভিজিট করুন www.bdshoppy.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
অনান্য লিঙ্কস
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস