লেখক পরিচিতি
লেখকের নাম:
সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - সেপ্টেম্বর
তালিসমানিয়া
গ্রিক মিথোলজির অন্যতম একটি কাহিনী হচ্ছে কিং মিডাসের। অনেকেই হয়তো ছোটকালে এই রূপকথার গল্পটি পড়ে থাকবেন। যেখানে উচ্চাকাঙ্ক্ষা ও সম্পদলোভী রাজা মিডাস দেবতার কাছে এক অসাধারণ ক্ষমতা চায়। তার ইচ্ছে ছিল সে যা স্পর্শ করবে তাই সোনায় পরিণত হয়ে যাবে। দেবতা জিউস তার এ ইচ্ছে পূরণ করে দেন। এতে রাজা মহা খুশি হয়ে পড়েন এবং তার আশপাশের সবকিছুই স্পর্শ করে স্বর্ণে পরিণত করতে থাকেন। কিন্তু পরে যখন সে খাবার খেতে যায়, সে খাবারও তার স্পর্শে সোনায় পরিণত হয়ে যায় এবং সে কিছুই খেতে পারে না। ফলে সে মন খারাপ করে বসে থাকে, তখন হঠাৎ তার ছোট মেয়ে মেরীগোল্ড তার কাছে এলে সে আদর করে মেয়ের মাথায় হাত বোলাতেই তার মেয়ে স্বর্ণের মূর্তিতে পরিণত হয়ে যায়। মিথের কাহিনী ছিল এতটুকুই, কিন্তু এখানে যে গেমটি নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে দেখানো হয়েছে রাজা মিডাস তার ভুল বুঝতে পারে এবং দেবতা জিউসের কাছে তার এই সমস্যা সমাধানের রাস্তা দেখাতে বলে। তখন দেবতা জিউস প্রকট হয়ে তাকে বলে তিনটি আলাদা তালিসমান (ব্রোঞ্জ, রূপা ও সোনা) ব্যবহার করে অর্থ উপার্জন করতে এবং সে অর্থ নিজের কাজে খরচ না করে অন্য অসহায় লোকদের সাহায্য করার কাজে ব্যবহার করতে এবং তাহলেই সে এই অভিশপ্ত ক্ষমতা থেকে মুক্তি পেয়ে যাবে। তাই গেমে রাজা মিডাসকে নিয়ে বিভিন্ন পাজল সমাধান করে তালিসমানের সাহায্যে অর্থ উপার্জন করতে হবে।
গেমের প্রতি লেভেলে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারলে লেভেল শেষ হবে এবং প্রতিলেভেল থেকে প্রাপ্ত অর্থ দিয়ে জনসাধারণের জন্য বাড়িঘর, প্রার্থনা ঘর, প্রাসাদ বানিয়ে দিয়ে লোকদের মন জয় করতে হবে। বিভিন্ন স্টেজে মিডাসকে নিয়ে বিভিন্ন দেবতার দ্বারস্থ হতে হবে এবং তাদের ভক্তদের জন্য নিজের উপার্জিত অর্থ দিয়ে মন্দির স্থাপন করে দিতে হবে। এতে সেই দেবতা খুশি হয়ে তার অভিশাপ কিছুটা লাঘব করে দেবে, এভাবে ধীরে ধীরে মিডাসকে নিয়ে অলিম্পাস পাহাড়ে দেবতা জিউসের কাছে যেতে হবে তার অভিশাপ থেকে পুরোপুরি মুক্ত হবার জন্য। গেম খেলার মাঝে বোনাস লেভেল হিসেবে কিছু মজার মিনি গেম খেলার ব্যবস্থা রাখা হয়েছে। মূল গেমের পাজলগুলোও বেশ চমৎকার। গেমে দুইটি মোড রয়েছে- একটি হচ্ছে স্টোরি মোড ও অন্যটি হচ্ছে হিরো মোড।
গেমটি দ্বিমাত্রিক হলেও গ্রাফিক্স চমৎকার। এছাড়া গেমের সাউন্ডের মান খুবই আকর্ষণীয়। গেমে বিভিন্ন শ্রুতিমধুর যন্ত্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে যা খেলার সময় গেমারকে আলাদা আনন্দ দেবে। এটি খেলতে পেন্টিয়াম থ্রি মানের প্রসেসরযুক্ত কমপিউটার, ১২৮ মেগাবাইট র্যা ম, ৩২ মেগাবাইট ভিডিও মেমরিযুক্ত গ্রাফিক্সকার্ড হলেই চলবে।
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com