লেখক পরিচিতি
লেখকের নাম:
সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - সেপ্টেম্বর
নোয়া’স আর্ক
নূহ (আ.) নবীর সময়কার মহাপ্লাবনের সেই ঐতিহাসিক ঘটনার কথা তো সবারই জানা। সে সময় পুরো পৃথিবী পানির নিচে চলে গিয়েছিলো। পৃথিবীর বিচিত্র প্রাণী জগৎকে রক্ষা করার জন্য মহান সৃষ্টিকর্তার নির্দেশে নূহ (আ.) নবী বিশাল আকারের বজড়া বা নৌকা বানিয়েছিলেন এবং সেখানে সব প্রাণী নিয়েছিলেন একজোড়া করে। এ গেমটি বানানো হয়েছে সেই মহাপ্লাবনের ওপর ভিত্তি করেই। এই গেমে মোট তিনটি মোড রয়েছে। এগুলো হচ্ছে- অ্যাকশন, স্ট্র্যাটেজি ও পাজল। প্রতিটি মোড আবার ইজি, মিডিয়াম ও হার্ড এই তিনটি আলাদা লেভেলে খেলার ব্যবস্থা রাখা হয়েছে। অ্যাকশন মোডে অনেক প্রাণীর মধ্য থেকে জোড়ায় জোড়ায় প্রাণীদের সিলেক্ট করে নৌকায় তুলে নিতে হবে। সেই সাথে একটি নির্দিষ্ট সংখ্যক প্রাণীর জোড়া নৌকায় তুলতে হবে একটি বেঁধে দেয়া সময়ের মধ্যে। তা নাহলে নিচ থেকে পানির উচ্চতা বেড়ে গিয়ে উপর পর্যন্ত পৌঁছে গেলে গেম শেষ হয়ে যাবে। স্ট্র্যাটেজি মোডে সময়ের কোনো বালাই নেই, যেকোনো উপায়ে স্ক্রিনে থাকা সব প্রাণীর জোড়া মিলিয়ে দিতে পারলেই হবে। পাজল মোডে প্রাণীদের জোড়ার বদলে পুরো লাইনে তিন বা ততোধিক একই ধরনের প্রাণীদের মিলিয়ে দিয়ে নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে পারলে একেকটি লেভেল শেষ হবে। গেমে প্রাণীদের মধ্যে অন্যতম হচ্ছে- হাতি, ঘোড়া, গরু, জলহস্তি, বাঘ, সিংহ, জেব্রা, জিরাফ, ব্যাঙ ইত্যাদি।
গেমের পুরো কন্ট্রোল করতে হবে মাউস দিয়ে। গেমে একটি প্রাণীকে সিলেক্ট করে সেই প্রাণীর জোড়া খুঁজে বের করে সেটিকে ক্লিক করে সিলেক্ট করে দিলেই সেই দুটো নৌকায় উঠে যাবে। এছাড়া গেমটি ফুল-স্ক্রিন বানিয়ে খেলা যাবে। মজার ব্যাপার হচ্ছে, উইন্ডো মোডে খেলার সময় যদি কোনো কারণে গেমার অন্য কোনো প্রোগ্রাম চালু করে ও গেমের উইন্ডো নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে গেমটি স্বয়ংক্রিয়ভাবে পাউজ হয়ে যাবে। এছাড়া গেমে হিন্টস অন করার ব্যবস্থা রয়েছে, যার ফলে যখন গেমার কোনো প্রাণীর জোড়া খুঁজে পাবে না বা পেতে দেরি করবে তখন নির্দিষ্ট প্রাণীটির শরীরে আলো জ্বলবে-নিভবে, যার ফলে গেমার সহজেই প্রাণীটিকে শনাক্ত করতে পারবে।
এই গেমটিও তালিসমানিয়ার মতো দ্বিমাত্রিক, তবে গেমটির গ্রাফিক্স বেশ আকর্ষণীয়। এছাড়া গেমের সাউন্ডের মান মোটামুটি এবং গেমে আলাদা সব প্রাণীর ডাক সংযোজন করা হয়েছে। মাউস পয়েন্টার প্রাণীদের উপরে নিলেই তারা নড়াচড়া করবে এবং তাদের নিজ নিজ স্বরে ডেকে উঠবে। গেমটি খেলতে পেন্টিয়াম থ্রি মানের প্রসেসরযুক্ত কমপিউটার, ১২৮ মেগাবাইট র্যাদম, ৩২ মেগাবাইট ভিডিও মেমরিযুক্ত গ্রাফিক্সকার্ড এবং হার্ডডিস্কে মাত্র ৮ মেগাবাইট জায়গা হলেই চলবে।
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com