ডেভেলপার : টু-কে চেজ
পাবলিশার : টু-কে গেমস
ক্যাটেগরি : থার্ড পারসন অ্যাকশন-অ্যাডভেঞ্চার
মাফিয়া-২ গেমটি ২০০২ সালে বের হওয়া মাফিয়া দ্য সিটি অব লস্ট হ্যাভেন গেমটির সিকুয়্যাল। গেমের সময়কাল হচ্ছে ১৯৪৩ থেকে ১৯৫১ সাল পর্যন্ত এবং গেমের পটভূমি হচ্ছে নিউইয়র্ক সিটির আদলে তৈরি এম্পায়ার বে বা দ্য এম্পায়ার স্টেটস। গেমে পুরো শহরে গেমার অবাধ বিচরণ করতে পারবে। কারণ গ্রাফিক্স করা পুরো শহরটির ক্ষেত্রফল হচ্ছে প্রায় ১০ বর্গ কিলোমিটার। আগের গেমের মতোই এই গেমেও গেমারকে শহরের রাস্তায় হাঁটাহাঁটি করতে হবে, গাড়ি চালাতে হবে, শহরের বিভিন্ন লোকেশনে নানান মিশন খেলতে হবে, মাঝে মাঝে রাস্তায় রেস খেলতে হবে। এছাড়া মারামারি ও গোলাগুলি তো আছেই। এই সিরিজের প্রথম গেমটির সময়কাল ছিল ১৯২০ থেকে ১৯৩০ সাল পর্যন্ত। সেই গেমটিতে প্রায় ৫১টি ক্ল্যাসিক গাড়ির মডেল ব্যবহার করা হয়েছিল এবং সেই সাথে আরো ১৯টি বোনাস কারের মডেলও ছিল। কিন্তু নতুন এই গেমে মাত্র ৪০টি গাড়ি ব্যবহার করা হয়েছে এবং গাড়ির ভেতরে থাকা অবস্থায় সেই সময়কার জনপ্রিয় অসংখ্য গান শোনার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রয়েছে অনেক রেডিও স্টেশন, যা থেকে বিভিন্ন ধাঁচের গান, সংবাদ ও ঘোষণা শোনা যাবে। গেমে সংযুক্ত নতুন বৈশিষ্ট্য হচ্ছে গোলাগুলি করার সময় কভার নেয়ার ব্যাপারটি যা আগের গেমে ছিল না। নতুন এই গেমে গেমার তার ক্যারেক্টারকে নিয়ে গাড়ি, দেয়াল, জেনারেটর ও অন্যান্য প্রতিবন্ধকের পেছনে লুকিয়ে থাকতে পারবে। এছাড়া হামাগুড়ি দিয়ে লুকানো অবস্থায় এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে পারবে। এই গেমেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অস্ত্র ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে- থমসন সাবমেশিন গান, কোল্ট ১৯১১ এবং পাম্প অ্যাকশন শটগান ইত্যাদি। এছাড়া সেই সাথে যুক্ত হয়েছে আরো কিছু নতুন অস্ত্র। এগুলো হচ্ছে- এমপি ৪০, এম৩ সাবমেশিন গান, এমজি ৪২ ইত্যাদি।
আগের গেমটিতে মূল চরিত্রে ছিল থমাস এঞ্জেলো, যে কি না গেমের শেষে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নতুন এই গেমে মূল চরিত্র হিসেবে থাকছে ভিটো স্ক্যালেটা। গেমে ভিটোকে নিয়ে গেমারকে অপরাধ জগতের সাথে তিনটি বেশ শক্তিশালী পরিবারের ভাড়াটে অপরাধী হয়ে খেলতে হবে। গেমে বিভিন্ন মিশন থাকবে, সেগুলো ইচ্ছেমতো খেলা যাবে। মিশনগুলোয় তেমন কোনো ধারাবাহিকতা নেই। ফলে গেমার যখন খুশি যেকোনো মিশন সম্পন্ন করতে পারবে এবং শহরের যেকোনো স্থানে চলাচল করতে পারবে। গেমে মোট ১৫টি চ্যাপ্টার রয়েছে। এছাড়া গেমের কাহিনী সহজবোধ্য করে তোলার জন্য ব্যবহার করা হয়েছে প্রায় ২ ঘণ্টার কাটসিন। গেমের মুভি বা কাটসিনগুলোর গ্রাফিক্স খুবই বাস্তবসম্মত করে তোলার চেষ্টা করা হয়েছে। গেমের গ্রাফিক্স কোয়ালিটি ও শব্দশৈলী অসাধারণ।
গেমটি খেলার জন্য ইন্টেল কোর টু ডুয়ো ৩.০ গিগাহার্টজ বা এএমডি অথলন ৬৪ এক্স২ ৩৬০০+ সমমানের প্রসেসর, ১ গিগাবাইট র্যােম, ৫১২ মেগাবাইট ভিডিও মেমরিসহ গ্রাফিক্সকার্ড ও হার্ডডিস্কে প্রায় ৮ গিগাবাইট পরিমাণ ফাঁকা স্থান।
কজ ওয়েব