ডেভেলপার : রুনিক গেমস
পাবলিশার : রুনিক গেমস
ক্যাটেগরি : রোল প্লেয়িং
নতুন গেমগুলোর বেশিরভাগেরই একই ধাঁচের গেমপ্লে ও কাহিনী। তাই কিছুটা বৈচিত্র্য আনার জন্য ছোট আকারের মধ্যে উন্নত গ্রাফিক্সের মানের একটি গেম আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, যার নাম টর্চলাইট।
সিঙ্গেল প্লেয়ার মোডে খেলার উপযোগী রোল প্লেয়িং অ্যাকশন ধাঁচের এ গেমটি বানানো হয়েছে টর্চলাইট নামের এক কাল্পনিক শহরকে কেন্দ্র করে। শহরের আশপাশে বেশ কিছু গুহামুখ ও সুড়ঙ্গ রয়েছে যাতে লুকানো রয়েছে অনেক ধনসম্পদ। ধনসম্পদ থাকবে আর তা সহজেই তুলে আনা যাবে তা তো হয় না। ধনসম্পদের সাথে পাহারাদার হিসেবে রয়েছে ভয়ানক সব দৈত্য-দানব, পিশাচ ও জাদুকর। গেমারকে খেলার শুরুতে একটি নির্দিষ্ট চরিত্র বাছাই করে তাকে নিয়ে খেলা শুরু করতে হবে। গ্রামের মানুষের দেয়া কাজ ও তাদের বিপদ থেকে উদ্ধার করার দায়ভার গ্রহণ করে প্রবেশ করতে হবে রহস্যময় সেই সুড়ঙ্গের ভেতরে। সেখানে তাকে খুঁজে বের করতে হবে স্বর্ণ, অস্ত্র, বর্ম, জাদুমন্ত্রের পান্ডুলিপি, মূল্যবান রত্ন, জীবনীশক্তি ও জাদুকরী পানীয়।
গেমে রয়েছে তিনটি চরিত্র। প্রথমটি হচ্ছে- ডেস্ট্র্রয়ার নামের পেশীবহুল বিশালদেহী যোদ্ধা যার মুখোমুখি লড়াইয়ে রয়েছে অসীম দক্ষতা এবং সে আত্মা ডেকে এনে তাদের শক্তির সাহায্যে শত্রুকে ঘায়েল করতে সক্ষম। দ্বিতীয়টি হচ্ছে- আলকেমিস্ট নামের জাদুকরী ক্ষমতায় ভরপুর এক যুবক, যে জাদু ও বিদ্যুৎ দিয়ে প্রতিপক্ষকে বিনাশ করতে সক্ষম। তৃতীয় জন হচ্ছে- ভ্যানকুইশার নামের শহর প্রতিরক্ষা বাহিনীর উচ্চ পদস্থ ও যুদ্ধবিদ্যায় পারদর্শী এক সুন্দরী তরুণী। সে দূরপাল্লার অস্ত্র চালাতে এবং সেই সাথে ফাঁদ পাততে বেশ পটু। যেকোনো একটি চরিত্র বেছে নেবার পর সঙ্গী হিসেবে নিতে হবে লড়াকু কুকুর বা বিশাল আকারের বিড়াল। গেম খেলতে থাকাকালে প্লেয়ারের দক্ষতা বাড়তে থাকে এবং ক্লাস আপগ্রেড হবে।
অ্যাম্বার নামের এক মূল্যবান রত্নের বিশাল ভান্ডার রয়েছে টর্চলাইট শহরের আশপাশে মাটির নিচে। অ্যাম্বার ধাতুর রয়েছে জাদুকরী গুণাগুণ যার জন্য অনেকেই লোভে পড়ে এ শহরে আসবে তা সংগ্রহ করতে। কিন্তু ওরডাক নামের এক কালো জাদুকরের কারণে অ্যাম্বার বিষাক্ত হয়ে যাবে এবং তার সংস্পর্শে যে আসবে সে খারাপ হয়ে যাবে। প্লেয়ারকে পৈশাচিক সব শত্রুকে শেষ করে নিধন করতে হবে ওরডাককে। সাহায্যকারী হিসেবে প্লেয়ারের সাথে কিছু স্টেজে থাকবে সাইল নামের এক শিকারি ও আলকেমিস্ট মাস্টার অ্যালরিক।
গেমটি আমেরিকায় পাবলিশ করছে এনকোরডটইঙ্ক ও ইউরোপে পাবলিশ করেছে জোউড এন্টারটেনমেন্ট নামের খ্যাতনামা প্রতিষ্ঠান। গেমের ডেভেলপমেন্ট টিমে ছিলেন ট্রাভিস বালড্রে, ম্যাক্স স্কিফার ও এরিখ স্কিফার যারা ফেট, ডিয়াব্লো ও মিথোসসহ আরো বেশ কিছু নামকরা গেম ডেভেলপে ভূমিকা রেখেছেন। তাই গেমটির গ্রাফিক্স ও সাউন্ড কোয়ালিটি হয়ে উঠেছে বেশ নজরকাড়া।
সিস্টেম রিকোয়ারমেন্ট :
গেমটি চালাতে ৮০০ মে.হা. প্রসেসর, ৫১২ মে.বা. র্যাূম ও ৬৪ মে.বা. মেমরির গ্রাফিক্স কার্ড হলেই যথেষ্ট। গেমটি হার্ডডিস্কে মাত্র ৪০০ মে.বা. জায়গা দখল করবে। এটি আকারে ছোট হতে পারে, তবে বড় আকারের নামকরা গেমগুলোর গেমপ্লের তুলনায় এটি কোনো অংশে কম নয়।
কজ ওয়েব