লেগো ইন্ডিয়ানা জোনস-দ্য অরিজিনাল অ্যাডভেঞ্চার
লেগো ইন্ডিয়ানা জোনস-দ্য অরিজিনাল অ্যাডভেঞ্চার গেমটির কাহিনী গড়ে উঠেছে ইন্ডিয়ানা জোনসকে নিয়ে বানানো প্রথম তিনটি মুভি-রাইডার অব দ্য লস্ট আর্ক, টেম্পল অব ডুম ও লাস্ট ক্রুসেডের ওপরে ভিত্তি করে। পুরো গেমটি খেললে ইন্ডিয়ানা জোনসের সব মুভির কাহিনী জেনে নেয়া যাবে। গেমে মজার ব্যাপার হচ্ছে এর বিভিন্ন অ্যানিমেটেড মুভি যা মূল মুভির আদলে তৈরি করা কিন্তু সেটি করা হয়েছে গেমের ক্যারেক্টার দিয়ে। গেমে মোট ক্যারেক্টারের সংখ্যা ২৩টি। গেমার সব ক্যারেক্টার বা চরিত্র থেকে পছন্দমতো ক্যারেক্টার বাছাই করে গেম খেলতে পারবেন। এছাড়া আরো ৫৯টি ক্যারেক্টার আছে গেমে তবে সেগুলো কিনে নিতে হবে এবং তাহলেই কেবল সেই সব ক্যারেক্টার নিয়ে গেম খেলা যাবে। এতে বেশ কিছু নতুন মারামারির কৌশল যোগ করা হয়েছে, যা লেগো সিরিজের আগের গেমগুলোতে ছিল না। এই গেমে শত্রুর সামনে পড়ে গেলে হাতাহাতি লড়াই করার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন যানবাহন ব্যবহার করার সুবিধাও দেয়া হয়েছে। এটি মূলত থার্ড পারসন অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের। গেমে নাৎসি বাহিনীর সাথে মারামারির পাশাপাশি গেমারকে বিভিন্ন ধাঁধা বা পাজলের সমাধান করতে হবে। এছাড়া বিভিন্ন আইটেম সংগ্রহ করতে হবে। মূল গেমের পাশাপাশি গেমে কিছু মজার বোনাস মিনিগেম খেলার ব্যবস্থা রাখা হয়েছে। এই গেমের সিক্যুয়াল হিসেবে বাজারে এসেছে লেগো ইন্ডিয়ানা জোনস ২ অ্যাডভেঞ্চার কন্টিনিউ। এই গেমের কাহিনী বরাবরের মতোই ইন্ডিয়ানা জোনস চতুর্থ মুভি দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কালের কাহিনীর ওপর ভিত্তি করে বানানো হয়েছে। নতুন এই গেমটিতে আরো কিছু নতুন ক্যারেক্টার যোগ করা হয়েছে।
লেগো ব্যাটম্যান
লেগো ব্যাটম্যান গেমের কাহিনীর পটভূমি হচ্ছে গোথাম সিটি। ব্যাটম্যানকে নিয়ে বানানো বিভিন্ন মুভির কাহিনীর সাথে মিল রেখে এই গেমটি বানানো হয়েছে। গেমে দেখানো হয়েছে আরকাম অ্যাসাইলাম নামের অত্যন্ত শক্তিশালী সুরক্ষা ব্যবস্থাযুক্ত জেলখানা থেকে শহরের সবচেয়ে ভয়ংকর সন্ত্রাসীরা পালিয়ে গেছে। এদের মধ্যে প্রায় সবাই ব্যাটম্যান ও রবিনের শত্রু, কারণ এই দুজনই সব অপরাধীকে জেলখানায় কয়েদ করতে সাহায্য করেছিল। জেল থেকে বেরিয়ে সব অপরাধী মিলে তিনটি আলাদা দলে বিভক্ত হয়ে যায় এবং প্রতি দলের দলনেতা হিসেবে থাকে ব্যাটম্যানের সবচেয়ে বড় ও শক্তিশালী অপরাধী রিডলার, পেঙ্গুইন ও জোকার। রিডলার তার দলবল নিয়ে শহরের ব্যাংকে মজুদ করা স্বর্ণ লুটের পরিকল্পনা করে।
অন্যদিকে পেঙ্গুইন তার রোবট পেঙ্গুইনদের সাহায্যে পুরো শহরের ওপর নিজের রাজত্ব কায়েম করতে চায় এবং জোকার এক বিশাল গ্যাস বেলুনের ভেতরে তার আবিষ্কৃত এক ধরনের আজব লাফিং গ্যাস সারা শহরে ছড়িয়ে সব মানুষকে তার নিজের দলে নেয়ার পরিকল্পনা করে। গেমারকে ব্যাটম্যানের ভূমিকায় খেলতে হবে এবং তার শত্রুদের এসব পরিকল্পনা ধ্বংস করতে হবে। তবে মজার ব্যাপার হচ্ছে গেমটি হিরো মোডে খেলা শেষ করে আবার ভিলেন মোডেও খেলা যাবে। যেখানে গেমারকে সন্ত্রাসী হিসেবে ব্যাটম্যানের বিরুদ্ধে খেলতে হবে। গেমে মোট ত্রিশটি লেভেল রয়েছে। হিরো মোডে ১৫টি ও ভিলেন মোডে ১৫টি। এছাড়াও আরো দুটি বোনাস লেভেল হচ্ছে আরকাম অ্যাসাইলাম ও ওয়েন ম্যানর। গেমে ব্যাটম্যান ও রবিনকে নিয়ে খেলার পাশাপাশি আরো অনেক ক্যারেক্টার নিয়ে গেম খেলা যাবে। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হচ্ছে- ব্যাটগার্ল, পয়জন আইভি, বেন, টু-ফেস, ক্যাটওমেন, মিস্টার ফ্রিজ, ম্যাড হ্যাটার, ম্যান ব্যাট ইত্যাদি। গেমে বিভিন্ন ক্যারেক্টারের খেলার ধরনের মধ্যে পার্থক্য রয়েছে। এছাড়া গেমে ব্যাট-মোবাইল, ব্যাট-উইং ও ব্যাট-বোট ইত্যাদি যানবাহন ব্যবহার করা যাবে।
কজ ওয়েব