• ভাষা:
  • English
  • বাংলা
হোম > অনলাইন ফাইল স্টোরেজ এড্রাইভ
লেখক পরিচিতি
লেখকের নাম: এস.এম. গোলাম রাব্বি
মোট লেখা:৭২
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - নভেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
তথ্য সংরক্ষণ
তথ্যসূত্র:
ইন্টারনেট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
অনলাইন ফাইল স্টোরেজ এড্রাইভ

এড্রাইভ (www.adrive.com) হচ্ছে এমন একটি সার্ভিস, যা ক্লাউড স্টোরেজের মাধ্যমে অনলাইন ব্যাকআপ, ফাইল শেয়ারিং এবং অনলাইন ডাটা স্টোরেজ সরবরাহ করে থাকে। এড্রাইভের ব্রাউজারভিত্তিক ফাইল ম্যানেজার উইন্ডোজ, লিনআক্স এবং ম্যাকে তিন ধরনের অপারেটিং সিস্টেমই চলে। ফাইল শেয়ারিংয়ের জন্য পরিচিত সব অপারেশন এবং অপশন এড্রাইভের রয়েছে। একজন সাধারণ ব্যবহারকারী বিনামূল্যে এড্রাইভের ৫০ গি.বা. স্পেস ব্যবহার করতে পারেন। এ জায়গা ওয়েব ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারী যেকোনো স্থান থেকে ব্যবহার করতে পারবেন। কিছু আলাদা স্টোরেজ ও সার্ভিস, যেমন- একাধিক সংযোগ, টাইমস্ট্যাম্পসহ এফটিপি, ওয়েবড্যাভ এবং ফাইল হিস্ট্রি রিকভারি ইত্যাদি পেতে হলে সাবসক্রিপশন ফি দিতে হবে। এ লেখায় এড্রাইভের কিছু চমকপ্রদ বৈশিষ্ট্য ও ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈশিষ্ট্য :

অনলাইন ডাটা স্টোরেজ এবং ব্যাকআপের উদ্দেশ্যে এড্রাইভ তৈরি হলেও এর রয়েছে নানা কার্যকর বৈশিষ্ট্য। এখানে সেসব বৈশিষ্ট্য আলোচিত হলো।

ইউনিভার্সাল অ্যাক্সেস :

এড্রাইভের সব ব্যবহারকারীর তাদের ফাইলগুলোর ওপরই ইউনিভার্সাল অ্যাক্সেস থাকবে। যদি আপনার ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আপনার ফাইলগুলোর অ্যাক্সেস করতে পারবেন। এজন্য যেকোনো ওয়েব ব্রাউজারের মাধ্যমে এড্রাইভ অ্যাকাউন্টে সাইন-ইন করাই যথেষ্ট হবে।

স্টোরেজ ক্যাপাসিটি :

রেজিস্টার্ড এড্রাইভ ব্যবহারকারীরা বিনামূল্যে অন্তত ৫০ গি.বা. অনলাইন স্টোরেজ ব্যবহার করতে পারবেন। তবে এর বেশি ব্যবহার করতে চাইলে এড্রাইভের প্রিমিয়ার মেম্বারশিপ নিতে হবে।

ক্লাউড স্টোরেজ :

আপনার মূল্যবান ডাটাগুলোর জন্য এড্রাইভ ওয়েবভিত্তিক স্টোরেজ সার্ভিস দেয়। নিরাপদ ডাটা স্টোরেজ এবং ব্যাকআপের জন্য এড্রাইভের প্রযুক্তি ব্যবহার করে ডাটা সেন্টারের খরচ বাঁচাতে পারবেন সহজেই।

উইন্ডোজ, ম্যাক এবং লিনআক্সের জন্য এড্রাইভ ডেস্কটপ :

এড্রাইভ বর্তমানে একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশন অফার করছে, যা বড় বড় অপারেটিং সিস্টেমের সাথে সঙ্গতিপূর্ণ। অ্যাডোবি, এআইআর-এ ডেভেলপ করা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার কমপিউটার থেকে এড্রাইভ অ্যাকাউন্টে ফাইল/ফোল্ডার ব্যাকআপ রাখার জন্য আপলোড করতে পারবেন। এর মাধ্যমে ফাইল ডাউনলোড ও জব সিডিউলও করা যায়। এই বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি তাদের ডেস্কটপ থেকে এড্রাইভ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন।

ওয়েবড্যাভ :

ওয়েবড্যাভ ব্যবহারের মাধ্যমে আপনি সুবিধাজনকভাবে এড্রাইভের ওয়েব ইন্টারফেসে সাইন-ইন না করেই কমপিউটার থেকে ফাইল আপলোড, ডাউনলোড কিংবা ম্যানেজ করার জন্য এড্রাইভ অ্যাকাউন্ট ম্যাপ করতে পারবেন। ওয়েবড্যাভের মাধ্যমে ম্যানেজ করা যেকোনো ফাইল এড্রাইভের ওয়েব ইন্টারফেসের মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।

এসএসএল ডাটা এনক্রিপশন :

এসএসএল হচ্ছে একটি ক্রিপটোগ্রাফিক প্রোটোকল, যা ইন্টারনেটে ডাটা ট্রান্সফারের জন্য নিরাপদ কমিউনিকেশন সরবরাহ করে থাকে। সাধারণত এড্রাইভে আপলোড হওয়ার পর বা এড্রাইভ থেকে ডাউনলোড হওয়ার পর আপনার ডাটাগুলো এনক্রিপ্ট হয়ে থাকে। এড্রাইভের এসএসএল ডাটা এনক্রিপশন সুবিধাটি সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। এটি সিগনেচার (Signature) এবং প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহারকারীদের জন্য।

ফাইল হিস্ট্রি :

এড্রাইভের ফাইল হিস্ট্রি বৈশিষ্ট্যের মাধ্যমে যেকোনো ফাইলের আগের সংস্করণগুলো পুনরুদ্ধার করা যাবে।



একাধিক সেশন :

এড্রাইভের এই সুবিধাটি শুধু প্রিমিয়ার বা সিগনেচারড (Signatured) গ্রাহকদের জন্য। এ বৈশিষ্ট্যের মাধ্যমে একজন অ্যাকাউন্ট ইউজার একই সাথে ১০টি সাইনড-ইন (Singned-In) সেশনে থাকতে পারবেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটিতে ওয়েব ব্রাউজার সেশনে ফাইল আপলোড করতে পারবেন এবং অন্যটিতে সেটি ম্যাসেজ করতে পারবেন। এই সুবিধাটি ভোগ করতে হলে সাধারণ ব্যবহারকারীদের সিগনেচার বা প্রিমিয়ার অ্যাকাউন্টে নিজেকে আপগ্রেড করতে হবে।

২৪/৭ সাপোর্ট :

এড্রাইভের সাপোর্ট টিমে তাদের সিগনেচারড ও প্রিমিয়ার অ্যাকাউন্ট ব্যবহারকারীদের সপ্তাহের প্রতিদিন সব সময় ফোন এবং ইমেইল সাপোর্ট দিয়ে থাকে।

জোহো (Zoho) অনলাইন ডকুমেন্ট এডিটর :

এড্রাইভের ইন্টিগ্রেটেড জোহো টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ওয়ার্ড প্রসেসিং ডকুমেন্টগুলো এবং স্পেডশিটগুলো অনলাইনে এডিট করতে পারে। এর মাধ্যমে কোনো ব্যবহারকারী তার এড্রাইভ অ্যাকাউন্ট থেকে তার সব ডকুমেন্ট তাৎক্ষণিকভাবে খুলতে, এডিট করতে ও সেভ করতে পারবেন। এই এডিটর ব্যবহারের ফলে আপনাকে আর নিজের কমপিউটারে ফাইল সেভ করতে, সেগুলো পরিবর্তন করতে কিংবা সংশোধিত ফাইলগুলো আবার এড্রাইভ অ্যাকাউন্টে আপলোড করতে হবে না।

ফাইল আপলোডিং :

জাভা আপলোডারের মাধ্যমে আপনি সম্পূর্ণ ফাইল ডিরেক্টরি বা ফোল্ডার এড্রাইভে আপলোড করতে পারবেন। একটি আপলোডের সর্বোচ্চ সাইজ ২ গি.বা.। এড্রাইভের জাভা আপলোডার বা সাধারণ এইচটিটিপি আপলোডার দিয়ে ফাইলগুলো আলাদা আলাদাভাবে আপলোড করা যায়। এক্ষেত্রেও একটি আপলোডের সর্বোচ্চ সাইজ ২ গি.বা.।

ফাইল ডাউনলোডিং :

জাভা ডাউনলোড টুল ব্যবহার করে এড্রাইভ থেকে যেকোনো সময় যেকোনো ফাইল ডাউনলোড করা যাবে।

এফটিপি :

যেকোনো এফটিপি ক্লায়েন্ট ব্যবহার করে আপনি ফাইলগুলোর অ্যাক্সেস করতে পারবেন। এফটিপি/এসএসএল ব্যবহার করেও নিরাপদভাবে আপনার ফাইলগুলোর অ্যাক্সেস করতে পারবেন।

ফাইল শেয়ারিং :

এড্রাইভের ফাইল শেয়ারিং সার্ভিস ব্যবহারের ফলে আপনাকে আর কোনো বড় অ্যাটাচমেন্ট ইমেইল করতে হবে না। যে ফাইলটি আপনি সবার সাথে শেয়ার করতে চান, সে ফাইলটির জন্য একটি আলাদা লিঙ্ক তৈরি হয়ে যাবে। আপনি ইচ্ছেমতো ফাইল শেয়ার ও আনশেয়ার করতে পারবেন। আপনি কি আপনার কোনো বন্ধুর সাথে কোনো ফাইল শেয়ার করতে চান? আপনার এড্রাইভ অ্যাকাউন্ট থেকে সরাসরি যেকোনো ইমেইল পাঠাতে পারবেন। শেয়ার করা ফাইলের আলাদা লিঙ্কটি এই ইমেইলে অন্তর্ভুক্ত হবে।

সহজ সার্চ টুল :

কোনো নির্দিষ্ট ফাইল খুঁজতে কি কষ্ট হচ্ছে? প্রতিটি ডিরেক্টরি বা ফোল্ডারে কাঙ্ক্ষিত ফাইলটি না খুঁজে এড্রাইভের সার্চবার ব্যবহারের মাধ্যমে খুব সহজেই এটি খুঁজে পাবেন।

রিমোট ইউআরএল ফাইল ট্রান্সফার :

কোনো এক্সটার্নাল ওয়েবসাইট থেকে তাৎক্ষণিকভাবে এড্রাইভ অ্যাকাউন্টে ফাইল স্থানান্তর করতে পারবেন। একবার আপনার অ্যাকাউন্টে ফাইলটি জমা হয়ে গেলে, এটি যেকোনো সময় ডাউনলোড বা শেয়ার করা যাবে।

আন্তর্জাতিক ক্যারেকটার সাপোর্ট :

বিশ্বব্যাপী এড্রাইভের চাহিদা ও জনপ্রিয়তা বাড়ার কারণে সম্প্রতি এতে যুক্ত হয় ইন্টারন্যাশনাল ক্যারেকটার সাপোর্ট।

ব্যবহার পদ্ধতি :

এ ড্রাইভ ব্যবহারের জন্য আপনাকে সরাসরি অ্যাক্সেস করতে হবে http://www.adrive.com সাইটে। এড্রাইভ ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সাইন-আপ লিঙ্ক ব্যবহারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি তৈরি করুন। একবার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেলে আপনার আইডি ও পাসওয়ার্ড দিয়ে পরে যেকোনো সময় এড্রাইভের সব সুবিধা উপভোগ করতে পারবেন।

কজ ওয়েব

ফিডব্যাক : rabbi1982@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
পাঠকের মন্তব্য
২০ ডিসেম্বর ২০১০, ১২:১২ PM
ধন্যবাদ, শেয়ার করার জন্য
২৯ জানুয়ারী ২০১১, ৫:০১ AM
আমি ড্রপবক্স ব্যবহার করি। এটি ব্যবহারে আমি ষোলআনা সন্তুষ্ট। বিনামূল্যের ভার্সনে এর ফ্রি স্পেস মাত্র দুই গিগা। তবে রেফারেলের মাধ্যমে ৮ গিগা পর্যন্ত স্পেস বাড়ানোর সুবিধা রয়েছে। আর কিনে ব্যবহার করলে তো কথাই নেই।

এর সাথে তুলনা করার মতো কোন অনলাইন ডাটা ষ্টোরেজ ব্যবস্থা এখন পর্যন্ত আমার চোখে পড়েনি।
চলতি সংখ্যার হাইলাইটস