২০০৯ সাল থেকে নিড ফর স্পিড সিরিজের গেম ডেভেলপ করার গুরুদায়িত্ব ন্যস্ত হয়েছে ক্রাইটেরিয়ন গেমস নামের প্রতিষ্ঠানের হাতে। প্রথম থেকে এ পর্যন্ত গেম সিরিজটি ডেভেলপ করার জন্য অনেক প্রতিষ্ঠানের অবদান রয়েছে। এগুলো হচ্ছে- ইএ কানাডা, ব্ল্যাক বক্স গেমস, ইএ ব্ল্যাক বক্স, ইএ মন্ট্রেইল, ইএ সিঙ্গাপুর এবং স্লাইটলি ম্যাড স্টুডিওস। অসাধারণ আরেক রেসিং গেম বার্ন আউট সিরিজের ডেভেলপার ক্রাইটেরিয়ন এনএফএস সিরিজের হারানো গৌরব ফিরিয়ে দিয়েছে তাদের হাতের জাদুর ছোঁয়ায়। ব্রিটিশ এ ডেভেলপার কোম্পানি এনএফএস হট পারসুইট ২ (এনএফএস ৬ নামে পরিচিত) আদলে বানিয়েছে নতুন গেমটি এবং গ্রাফিক্স টেকনোলজির কারিশমা ফুটিয়ে তুলেছে ভিন্নধর্মী গেমপ্লের পাশাপাশি। সিক্রেস্ট সিটি নামের এ কাল্পনিক সমুদ্র তীরবর্তী শহরের ১০০ মাইল রাস্তা নিয়ে বানানো হয়েছে গেমের মুক্ত বিশ্ব, যা কিনা বার্ন আউট প্যারাডাইস গেমের প্যারাডাইস সিটির চেয়ে চারগুণ বড়। ২০০২ সালের পরে অর্থাৎ দীর্ঘ আট বছর পরে আবার ফিরিয়ে আনা হয়েছে পুলিশের গাড়ি নিয়ে রেসারদের তাড়া করার বিষয়টি। তবে ব্যাপারটি আগের চেয়ে আরো বেশি আকর্ষণীয় ও আধুনিক করে তোলা হয়েছে ওয়াপন টেকনোলজি ব্যবহারের মধ্য দিয়ে।
এ গেমে রয়েছে পুরনো হট পারসুইট ২-এর ধাঁচ, মোস্ট ওয়ান্টেডের মতো গেম কন্ট্রোলিং, বার্ন আউট সিরিজের মতো রোমাঞ্চ, গ্রান্ড টুরিজমো সিরিজের মতো উত্তেজনা, শিফটের চেয়ে উন্নত গ্রাফিক্স এবং আধুনিক গাড়ির বিশাল সমাহার। শুধু তাই নয়, গেমে অনেক গাড়ি রয়েছে যা এখনো বাজারে আসেনি এবং সেগুলোকে কনসেপ্ট কার হিসেবে উল্লেখ করা হয়েছে। গেমপ্লে, গ্রাফিক্স কোয়ালিটি, সাউন্ড সিস্টেম এবং ভিন্নধর্মী নতুন আবহ তৈরি করার জন্য গেমটি বিভিন্ন গেমিং ওয়েবসাইট, গেম ম্যাগাজিন, সমালোচক ও গেম রিভিউ সাইটের (Computers and Video games,Eurogamer, Game Informer, Game Trailers, IGN, Official PlayStation Magazine, Video Gamers, Joystiq, Destructoid, Games Masters, Games Radar, Game Rankings I Metacritic) চোখে ৯০%-এর চেয়ে বেশি এবং কিছু ক্ষেত্রে ১০০% স্কোর অর্জন করার গৌরব লাভ করেছে।
ক্যারিয়ার ক্যাম্পেইনে গেমারকে রেসার হিসেবে বাউন্টি পয়েন্ট অর্জন করে রেসারদের মাঝে এবং পুলিশের খাতায় নিজের নাম ওয়ান্টেড রেসার লিস্টের শীর্ষে ওঠাতে হবে। একই সাথে গেমারকে SCPD-র (Sea Crest Police Department) সদস্য বা পুলিশ হিসেবে শহরের রেসারদের রেস খেলা প্রতিহত করার কাজে নিয়োজিত হতে হবে। রেসার বা পুলিশ হয়ে খেলার সময় গেমের শেষ পর্যন্ত গেমারকে ২০টি ধাপ অর্জন করে শীর্ষ তালিকায় আসতে হবে। পুলিশ হিসেবে খেলার সময় প্রতি মিশন সম্পন্ন করার পর ব্রোঞ্জ, সিলভার বা গোল্ড ব্যাজের মাধ্যমে র্যা ঙ্ক বাড়বে এবং একইভাবে রেসারের ক্ষেত্রে মেডেল অর্জনের মাধ্যমে ওয়ান্টেড লেভেলের উন্নতি ঘটবে। পুলিশের গাড়িগুলোর এক্সেলারেশন সুনিপুণভাবে টিউন করা যাতে তা রেসারের সাথে টেক্কা দিতে পারে। শুধু তাই নয়, রেসারকে থামানোর জন্য পুলিশের গাড়িতে দেয়া হয়েছে স্পাইক স্ট্রিপস, ইলেক্ট্রো ম্যাগনেটিক পালস, রোড ব্লক ও হেলিকপ্টার কল নামের কিছু অপশন- যা দিয়ে যথাক্রমে রাস্তায় কাঁটা বিছিয়ে রেসিং কারের গতি কমানো, ইলেক্ট্রো-ম্যাগনেটিক পালসের সাহায্যে সামনের গাড়িকে ধাক্কা বা শক দেয়া, গাড়ি ও ব্যারিকেড দিয়ে রাস্তা আটকানো এবং হেলিকপ্টারের সাহায্যে রেসারকে ধাওয়া ও হামলা করা সম্ভব। পুলিশের এত সুবিধা থাকবে আর রেসারদের কিছু থাকবে না তা তো হয় না! রেসাররাও ব্যবহার করতে পারবে স্পাইক স্ট্রিপস ও ইলেক্ট্রো-ম্যাগনেটিক পালস এবং সেই সাথে আরো রয়েছে পুলিশের গাড়ির আক্রমণ বিকল করে দেয়ার জন্য জ্যামার ও টারবো বুস্ট টেকনোলজি যা গাড়িকে দেবে রকেটের গতিতে ছুটে চলার ক্ষমতা। গেমে নাইট্রাস বুস্ট রয়েছে উভয়পক্ষেরই। নাইট্রাস বার রিফিল করার জন্য শর্টকাট নেয়া, গাড়ির পাশ কাটানো, বাঁক নেয়ার সময় ড্রিফট করা এবং গাড়ি চালানোর দক্ষতার পরিচয় দিতে হবে।
গেমের নতুন আকর্ষণ হচ্ছে গেমের অটোলগ ফিচার। এটি হচ্ছে এনএফএস সিরিজের নিজস্ব স্যোশাল নেটওয়ার্ক সিস্টেম যা এনএফএস ভক্তদের মিলনস্থল হিসেবে গণ্য করা যায়। এর সাহায্যে গেমার অনলাইনে আরো সাতজনের সাথে রেস খেলতে পারবে, এনএফএস নিউজ দেখতে পারবে, গেম আপডেট ও কনটেন্ট ডাউনলোড করতে পারবে, অনলাইনে নিজের রেসিং ক্যারিয়ার গড়তে পারবে, স্যোশাল নেটওয়ার্ক গড়ে তুলতে পারবে নিজের ওয়াল এবং অন্যের ওয়ালে লেখালেখি ও ছবি শেয়ার করে। আরো মজার ব্যাপার হচ্ছে গেমার নিজের প্রোফাইল ম্যানেজ করতে পারবে এবং ওয়েবক্যামের সাহায্যে দিতে পারবে নিজের ছবি। ২২টি মোটর ম্যানুফ্যাকচারার কোম্পানির প্রায় ৬৬টি গাড়ি গেমটিতে রয়েছে। এনএফএস সিরিজে ফেরারির গাড়ির অনুপস্থিতির পুনরাবৃত্তি হয়েছে এ গেমে।
হট পারসুইট নিড ফর স্পিড সিরিজের এক যুগান্তকারী সংযোজন। অন্যান্য সব রেসিং গেমের ফিচারগুলোর পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে আরো নতুন কিছু ফিচার, যা গেমটিকে করে তুলেছে অনন্য। কোনো রেসিং গেমে এ গেমের মতো পরিবেশের বাস্তবতা ও নিখুঁত ডিজাইনের গাড়ির দেখা মেলা ভার। রৌদ্র ঝলমলে দিন, জোছনা রাত, রাতে পেঁচার ডাক, মুষলধারে বৃষ্টির শব্দ, মেঘের গুড়গুড় ধ্বনি, অকস্মাৎ বজ্রপাতের বিকট শব্দ, ভেজা রাস্তায় পানি ছিটিয়ে চলার শব্দ, বাঁক নেয়ার সময় গাড়ির ইঞ্জিনের শব্দ ছাপিয়ে ওঠা টায়ারের ঘর্ষণের তীক্ষ্ণ শব্দ সব কিছু মিলিয়ে গেমটি এ সিরিজের সেরা গেমের তালিকায় শীর্ষে রয়েছে। তুষার পড়া রাস্তা, ভেজা রাস্তা, অন্ধকার রাস্তা, বনের ভেতরের কাঁচা রাস্তা, পাথুরে রাস্তা, প্রতিপক্ষের বিছানো কাঁটা, পুলিশের ধাওয়া, কুয়াশাচ্ছন্ন পথ, চোখ ধাঁধানো আলোর ঝলকানি, কঠিন রাস্তার বাঁক, সরু পথ, রাস্তার চলন্ত গাড়ি সবকিছুকে উপেক্ষা করে এগিয়ে যেতে হবে নিজ লক্ষ্যের শিখরে পৌঁছাতে।
সিস্টেম রিকোয়ারমেন্ট
প্রসেসর: ইন্টেল কোর টু ডুয়ো ১.৮ গিগাহার্টজ
মেমরি: ২ গিগাবাইট
গ্রাফিক্স কার্ড : ২৫৬ মেগাবাইট (পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড)
হার্ডডিস্ক স্পেস: ৮ গিগাবাইট
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com