কমিক আর্টের ওপরে ক্যারেক্টার ও এনভায়রনমেন্ট অঙ্কিত করে উন্নত গ্রাফিক্স ও সাউন্ড টেকনোলজি প্রয়োগ করে গেমের জগতে এক নতুন দ্বার উন্মোচন করেছে শ্যাঙ্ক নামের গেমটি। শ্যাঙ্ক নামের গেমটি ডেভেলপ করেছে কানাডার ক্লেই এন্টারটেইনমেন্ট নামের একটি নতুন গেম নির্মাতা প্রতিষ্ঠান এবং গেমটি পাবলিশ হয়েছে বিশ্বখ্যাত গেম পাবলিশার ও ডেভেলপার কোম্পানি ইলেকট্রনিক আর্টসের (ইএ) ছত্রছায়ায়।
গেমের কাহিনীতে তেমন একটা নতুনত্ব নেই বললেই চলে, তবে গেমটির গেমপ্লে স্টাইল বেশ আনকোরা এবং আকর্ষণীয়। শ্যাঙ্ক নামের অর্থ হচ্ছে ছোট আকারের ধারালো ছোরা। গেমের কাহিনী গড়ে উঠেছে শ্যাঙ্কের প্রতিশোধের আগুন নিয়ে। শ্যাঙ্ক দুর্ধর্ষ ডন সিজারের গ্যাং মেম্বার। সে সিজারের হয়ে কাজ করে। সিজার শ্যাঙ্কের বিশ্বস্ততা ও আনুগত্য পরখ করে দেখার জন্য শ্যাঙ্ককে তার প্রেমিকা ইভাকে হত্যা করতে বলে। কিন্তু সে তা না করায় সিজারের নির্দেশে তার দলের অন্যান্য সদস্য শ্যাঙ্ককে ঘায়েল করে মরার জন্য ফেলে রেখে যায় এবং ইভাকে মেরে ফেলে। কিন্তু শ্যাঙ্ক সুস্থ হয়ে হন্যে হয়ে খুঁজে ফেরে দলের সদস্যদের এবং একে একে সবাইকে শেষ করে। সিঙ্গেল ক্যাম্পেইন ২-৩ ঘণ্টার গেমপ্লে এবং মূল কাহিনী ২০টি অধ্যায়ে ভাগ করে দেয়া হয়েছে। মাল্টিপ্লেয়ার মোডে মূল কাহিনীর আগের ঘটনা স্থান পেয়েছে, যেখানে সে আর তার সঙ্গী মিলে নানা রকম মিশনে অংশগ্রহণ করে এবং শহরের অন্যান্য গ্যাং মেম্বারকে মোকাবেলা করে। মাল্টিপ্লেয়ার মোডে দুইজনকে একসাথে (কিবোর্ড+গেমপ্যাড) খেলতে হবে, যাতে ইন্টারনেট বা ল্যান কানেকশনের দরকার পড়বে না। গেমে অস্ত্রের তালিকায় রয়েছে শ্যাঙ্ক, চেইন স’, ডুয়াল ম্যাশেট, কাতানা (সামুরাই সোর্ড), শটগান, শিকল, উজি, ডুয়াল পিস্তল, গ্রেনেড ইত্যাদি। গেমে শ্যাঙ্ক বাদে আরো ১০টি আলাদা ক্যারেক্টার নিয়ে খেলা যাবে। অসাধারণ কম্বো ও ফাইটিং স্টাইল গেমের মূল আকর্ষণ। তাই গেমটি একবার যাচাই করে দেখতে পারেন আপনি ফাইটিং গেমার হিসেবে কতটা দক্ষ।
হাই পারফরমেন্স গেমগুলোর ভিড়ে শ্যাঙ্ক লো বা মিডিয়াম কনফিগারেশনের পিসির জন্য আদর্শ একটি গেম।
সিস্টেম রিকোয়ারমেন্ট
প্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ৪, ১.৭ গিগাহার্টজের প্রসেসর বা এএমডির অ্যাথলন ৬৪ ৩০০০+
মেমরি: ১ গিগাবাইট র্যা ম (৫১২ মেগাবাইটেও চলে কিন্তু লো ডিটেইলসে)
গ্রাফিক্স কার্ড : ২৫৬ মেগাবাইট (পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড) (ন্যূনতম এনভিডিয়া জিফোর্স ৬৮০০ আলট্রা বা এটিআই রাডেওন এক্স১৮০০)
হার্ডডিস্ক স্পেস: ২.৫ গিগাবাইট
গেমটি এক্সপি সার্ভিস প্যাকে চালাতে সমস্যা হতে পারে, তাই এক্সপি সার্ভিস প্যাক ৩ ব্যবহার করাটাই যুক্তিসঙ্গত। গেমের পারফরমেন্স বাড়ানোর জন্য গ্রাফিক্স কার্ডের ড্রাইভার এবং ডিরেক্টএক্স ভার্সন আপডেট করে নেয়াটা বাঞ্ছনীয়।
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com