• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ডেথ স্প্যাঙ্ক
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ডেথ স্প্যাঙ্ক
ব্লিজার্ড এন্টারটেইনমেন্টের বিখ্যাত ফ্যান্টাসিনির্ভর রোল প্লেয়িং গেম ডিয়াব্লো এবং হাস্যরসে ভরা মজার ডায়ালগভিত্তিক অ্যাডভেঞ্চার গেম মাঙ্কি আইল্যান্ড সিরিজের গেমের নাম শোনেননি এমন গেমার পাওয়া আর খড়ের গাদায় সুচ খোঁজা একই কথা। ডিয়াব্লো এবং মাঙ্কি আইল্যান্ড গেম দুটি নিজস্ব ক্যাটেগরিতে সেরা গেমের তালিকায় রয়েছে। উপভোগ করা যাবে এ গেমে। এ গেমে থাকবে ডিয়াব্লোর মতো রোমাঞ্চ এবং সেই সাথে মাঙ্কি আইল্যান্ডের হাস্যরসাত্মক অভিযানের স্বাদ। এতে জন্ম নিলো নতুন এক হিরো, যার নাম ডেথ স্প্যাঙ্ক।

হাস্যকর এবং ভয়ঙ্করের সমন্বয়ে মিশ্রিত এ চরিত্রটির কার্যকলাপ ও অভিযান দেখে যেকেউ বলতে বাধ্য হবে এটি ভয়ঙ্কর হাসির একটি গেম। গেমটি ডেভেলপ করেছে হটহেড গেমস এবং পাবলিশ করেছে ইলেক্ট্রনিক আর্টস। এ গেমের পর্ব রয়েছে দুটি। একটি হচ্ছে অরফানস অব জাস্টিস এবং অপরটি হচ্ছে থংস অব ভার্চু। প্রথম গেমটি ফ্যান্টাসিভিত্তিক এবং পরেরটি সায়েন্স-ফিকশনভিত্তিক। প্রথম গেমে লড়াই করতে হবে কাল্পনিক দৈত্য-দানোর সাথে তলোয়ার, গদা, বর্শা, লাঠি, তীর-ধনুক ও জাদুমন্ত্রের সাহায্যে। দ্বিতীয় গেমে যুদ্ধ করতে হবে মারাত্মক আগ্নেয়াস্ত্র, বাজুকা, মেশিনগান, রাইফেল দিয়ে মিলিটারি ও এলিয়েনদের সাথে। প্রথম গেমটির শেষের দিকে দেখা যাবে ডেথ স্প্যাঙ্ক এক যুদ্ধক্ষেত্রে এসে প্রবেশ করবে এবং সেখানেই প্রথম পর্বের ইতি টানা হবে। দ্বিতীয় পর্বটি এখনো মুক্তি পায়নি। তাই আলোচনা হবে শুধু প্রথম গেমটি নিয়ে।



গেমের প্রথমে দেখা যাবে বিশ্বখ্যাত হিরো ডেথ স্প্যাঙ্ক তার অভিযান চালাচ্ছে দ্য আর্টিফ্যাক্ট নামের এক মূল্যবান বস্তুর খোঁজে। অনেক বাধাবিপত্তি ও রক্তক্ষয়ী যুদ্ধের পরে সে খোঁজ পাবে এক ডাইনির, যে জানে আর্টিফ্যাক্টের অবস্থান। তার কিছু কাজ করে দেয়ার বিনিময়ে ডেথ স্প্যাঙ্ক পাবে আর্টিফ্যাক্টের সন্ধান। যমজ ড্রাগনের সাথে লড়াই করে সে হাসিল করবে সেই গুপ্তধন, কিন্তু রাক্ষস সেনার ফাঁদে পড়ে সে তা হারাবে এবং আর্টিফ্যাক্টটি লর্ড ভনের হাতে চলে যাবে। লর্ড ভন প্রং নামের অত্যাচারী এক শাসকের কাছ থেকে সেই আর্টিফ্যাক্ট উদ্ধার করার জন্য তাকে সাহায্য নিতে হবে এক বৃদ্ধ যোদ্ধা ইউব্রিকের। শহর থেকে হারিয়ে যাওয়া ৮ এতিমকে খুঁজে বের করতে হবে এবং লর্ড ভনের জটিল বেশ কিছু ধাঁধার সমাধান করে তার প্রাসাদে গিয়ে তার মুখোমুখি হতে হবে।

গেমে রয়েছে প্রায় ১০০ রকমের অস্ত্রশস্ত্র এবং ১০০-র বেশি বর্মের টুকরো যা বেশ নজরকাড়া। ডেথ স্প্যাঙ্কের হাঁটার ভঙ্গি, শারীরিক গঠন, কথা বলার সুর, হাস্যকর বাচনভঙ্গি এবং অন্যান্য চরিত্রের সাথে কথোপকথন এতটাই মজা লাগবে যে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। গেমে দুইজন একসাথে খেলা যাবে কিবোর্ড ও গেমপ্যাডের সাহায্যে। সাইডকিক বা সহকারী স্পার্কল নামের জাদুকর ডেথ স্প্যাঙ্ককে কালো জাদু থেকে বাঁচাবে এবং তার জীবনীশক্তি বাড়াতে সাহায্য করবে।

সিস্টেম রিকোয়ারমেন্ট

প্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ৪
মেমরি: ১ গিগাবাইট
গ্রাফিক্স কার্ড : ২৫৬ মেগাবাইট (পিক্সেল শেডার ২.০ সাপোর্টেড)
হার্ডডিস্ক স্পেস: ২ গিগাবাইট


কজ ওয়েব

ফিডব্যাক : shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস