• ভাষা:
  • English
  • বাংলা
হোম > নিউ ভেগাস
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:৫৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
নিউ ভেগাস
নতুন ধারার রোলপ্লেয়িং গেম এবং ভিন্নধর্মী গেমপ্লের কারণে নতুন গেমটি বেশ নামডাক ছড়াতে সক্ষম হয়েছে এবং মুক্ত করেছে বেশ কিছু এক্সপানশন। ডেভেলপাররা এ বছরের শেষের দিকে মুক্ত করে এ সিরিজের নতুন গেম ফলআউট-নিউ ভেগাস। নতুন গেমটির রেটিং বেশ ভালো, তাই রোল প্লেয়িং গেমভক্তরা গেমটি খেলে বেশ মজা উপভোগ করতে পারবেন।

ফলআউট ৩ গেমটি ডেভেলপ করেছিল বেথেসডা গেম স্টুডিও, কিন্তু নতুন গেমটি ডেভেলপ করেছে অবসিডিয়ান এন্টারটেইনমেন্ট নামের একটি নতুন প্রতিষ্ঠান, যাতে পুরনো ফলআউট ১ ও ২-এর ডেভেলপারদের বেশ কয়েকজন কাজ করছেন। তাই নতুন এ গেমটিতে প্রথম দিকের গেমের কিছুটা আবহ লক্ষ করা যাবে।

বিষাক্ত রাসায়নিক পদার্থের কারণে নষ্ট হয়ে যাওয়া পৃথিবীর পরিবেশের হাত থেকে বাঁচার জন্য মানুষ ঠাঁই নেয় মাটির নিচের এক সুরক্ষিত স্থানে, যার নাম ভল্ট। এতে রয়েছে আধুনিক টেকনোলজি এবং অনেক বছর ধরে মানুষ সংগ্রাম করে বেঁচে আছে এ ভল্টে। ভল্টের ভেতরের এবং মাটির ওপরের বৈরী পরিবেশে গেমারকে বিচরণ করতে হবে। প্রথমে গেমারের ভূমিকা হবে এক কুরিয়ার হিসেবে দায়িত্ব পালন করা। গেমারকে নিউ ভেগাস সিটিতে প্লাটিনাম পোকার চিপস ডেলিভারি দেয়ার জন্য পাঠানো হবে। কিন্তু পথিমধ্যে পোকার চিপসের প্যাকেজটি বেনি নামের এক ডাকাত সর্দার লুটে নেবে এবং কুরিয়ারকে মেরে ফেলবে। পরে তার লাশ উদ্ধার করে আনবে এক রোবট এবং তার হত্যার রহস্য ও পোকার চিপস উদ্ধারের কাজে পাঠানো হবে স্পাই। গেমারকে স্পাই চরিত্রে খুঁজে বের করতে হবে বেনিকে এবং তার উচিত শাস্তি দিতে হবে। সায়েন্স ফিকশনভিত্তিক এ গেমটির পটভূমি হচ্ছে ২২৮১ সাল, যা ফলআউট ৩ গেমের চার বছর পরের কাহিনী নিয়ে গড়ে উঠেছে। গেমে বিচরণ করতে হবে আমেরিকার লাস ভেগাস, নেভাডা, মোজেভ ডেজার্ট, অ্যারিজোনা ও ক্যালিফোর্নিয়াসহ আরো কিছু এলাকা। গেমের মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে পুরো ভেগাস শহরের পাওয়ার দানকারী হোভার ড্যাম এবং হেলিন ওয়ান নামের সোলার এনার্জি প্লান্ট।



গেমটির গ্রাফিক্সের মান বেশ ভালোই বলা চলে। গেমের পরিবেশের বাস্তবতা ও ক্যারেক্টার গ্রাফিক্স বেশ নিখুঁত করে তোলার চেষ্টা করা হয়েছে। হাই কনফিগারেশনের পিসিতে গেমটি খেলতে পারলে গেমের পুরো স্বাদ পাওয়া যাবে, কারণ তাতেই গেমের পরিবেশের বাস্তবতা সঠিকভাবে ফুটে উঠবে।

সিস্টেম রিকোয়ারমেন্ট

প্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ৪, ২.৪ গিগাহার্টজ বা এএমডি অ্যাথলন এক্সপি ২৫০০+
মেমরি: ১ গিগাবাইট
গ্রাফিক্স কার্ড : ১২৮ মেগাবাইট মেমরির এনভিডিয়া জিফোর্স ৬৮০০ বা এটিআই রাডেওন এক্স১৬০০ বা তদুর্ধ
হার্ডডিস্ক স্পেস: ৮ গিগাবাইট

গেমটি ফুল ডিটেইলসে খেলার জন্য আরো ভালো মানের গ্রাফিক্স কার্ড, ইন্টেল কোর টু ডুয়ো বা এএমডির এক্সটু সিরিজের প্রসেসর এবং ২ গিগাবাইট র্যা মের দরকার হবে।

কজ ওয়েব

ফিডব্যাক : shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস