• ভাষা:
  • English
  • বাংলা
হোম > গার্ডিয়ান অফ লাইট
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
গার্ডিয়ান অফ লাইট
গুপ্তধনশিকারি দুঃসাহসিক নারী চরিত্র লারা ক্রফটের নাম কারো অজানা নয়। ১৯৯৬ সাল থেকে গেমারদের মন জয় করে আসা টম্ব রাইডার সিরিজের গেমগুলো এখনো সবার কাছে প্রিয়। মূল সিরিজের গেমগুলো হচ্ছে- টম্ব রাইডার ১, ২, ৩, দ্য লাস্ট রেভ্যুলেশন, ক্রনিকেলস, দ্য অ্যাঞ্জেল অব ডার্কনেস, লিজেন্ড, অ্যানিভারসারি ও আন্ডারওয়ার্ল্ড এবং কিছু এক্সপানশন প্যাকের মধ্যে রয়েছে- আনফিনিশড বিজনেস, গোল্ডেন মাস্ক, দ্য লস্ট আর্টিফ্যাক্ট, বেনেথ দ্য অ্যাশেস/লারা’স শ্যাডো।

মূল সিরিজটির নির্মাতা হচ্ছে ইডিওস, কিন্তু এ গেমটি ডেভেলপ করেছে ক্রিস্টাল ডায়নামিক্স এবং পাবলিশ করেছে স্কয়ার ইনিক্স নামের প্রতিষ্ঠান। গেমটি থার্ড পারসন মোডে না রেখে অনেকটা রোল প্লেয়িং ও স্ট্র্যাটেজি গেমের পরিবেশে বানানো হয়েছে। গেমটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে কো-অপারেটিভ গেমপ্লে, যাতে একসাথে দুজন ল্যান বা অনলাইনে গেমটি খেলতে পারবে। মাল্টিপ্লেয়ার মোডে একজনকে খেলতে হবে লারা ক্রফটের চরিত্র এবং আরেকজনকে দুই হাজার বছর আগের এক আদিম মায়ান যোদ্ধা টোটেককে নিয়ে। তাদের দুজনের কাজ হবে শয়তানী শক্তির পূজারী জোলোটকে পাকড়াও করা এবং তার কাছ থেকে মিরর অব স্মোক ছিনিয়ে তাকে সে আয়নায় বন্দী করা।



দুই হাজার বছর আগে মধ্য আমেরিকায় গার্ডিয়ান অব দ্য লাইটের প্রধান মায়ান যোদ্ধা টোটেক ও কিপার অব ডার্কনেসের প্রধান জোলোটের মধ্যে শুরু হয় প্রচন্ড যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে জোলোট মিরর অব স্মোক নামের আয়না থেকে জাদুমন্ত্রের বলে বের করে আনে শক্তিশালী পৈশাচিক সেনা এবং এতে টোটেক বাহিনী পরাজিত হয়। কিন্তু টোটেক শেষ পর্যন্ত টিকে থাকে এবং বুদ্ধির জোরে জোলোটকে সেই আয়নার ভেতরে বন্দী করতে সক্ষম হয়। সেই আয়না সুরক্ষিত স্থানে রেখে টোটেক পাথরের মূর্তি হয়ে পাহারায় থাকে। এত বছর পরে লারা ক্রফট জানতে পারে সেই ইতিহাস এবং সে পাড়ি জমায় সেই আয়নার উদ্দেশ্যে। অনেক কষ্টে বিপদসঙ্কুল পথ অতিক্রান্ত করার পর সে তার লক্ষ্য হাসিলে সক্ষম হয়, কিন্তু এক দল মার্সেনারির পাল্লায় পড়ে সে আয়নাটি হারিয়ে ফেলে। ভুলবশত মার্সেনারি দলের নেতা আয়না থেকে শয়তান জোলোটকে মুক্ত করে দেয়। টোটেক পাথরের মূর্তি থেকে আবার মানুষে পরিণত হয়ে লারাকে সাবধান করে দেয় জোলোটের ব্যাপারে। এরপরেই শুরু হবে তাদের যৌথ অভিযান জোলোটকে পরাস্ত করে তাকে আবার মিরর অব স্মোকে বন্দী করার।

গেমে লারার পিস্তল, গ্রাপলিং হুক, বোম্ব এবং টোটেকের ঢাল, বর্শা ও শক্তির সাহায্যে পাড়ি দিতে হবে দুর্গম পথ, সমাধান করতে হবে বেশ কিছু ধাঁধা, মুখোমুখি হতে হবে ভয়ানক সব দানবাকৃতির জীবজন্তু, পিশাচ, রাক্ষস ও খোক্ষসের। সিঙ্গেল প্লেয়ার মোডে শুধু লারাকে নিয়ে খেলা যাবে, কিন্তু মাল্টিপ্লেয়ার মোডে লারাকে সহযোগিতা করার জন্য আবির্ভূত হবে টোটেক।

সিস্টেম রিকোয়ারমেন্ট

প্রসেসর: ইন্টেল পেন্টিয়াম ৪, ৩ গিগাহার্টজ
মেমরি: ১ গিগাবাইট
গ্রাফিক্স কার্ড : ১২৮ মেগাবাইট মেমরির গ্রাফিক্স কার্ড (ন্যূনতম জিফোর্স ৬৮০০জিটি/ রাডেওন ১৩০০ এক্সটি)
হার্ডডিস্ক স্পেস: ৭ গিগাবাইট


কজ ওয়েব

ফিডব্যাক : shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস