• ভাষা:
  • English
  • বাংলা
হোম > টুইসটিঙ্গো
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
টুইসটিঙ্গো


এটি গেমটি গেম হাউস কোম্পানির ব্যানারে অবমুক্ত হওয়া বেশ মজার একটি গেম। বিশেষ করে এই গেমটি অল্পবয়স্ক ছেলেমেয়ের জন্য খুবই ভালো একটি গেম। গেমটি একটি পাজল টাইপের গেম। গেমের দুটি মোড রয়েছে- অ্যাডভেঞ্চার ও টাইম ট্রায়াল। অ্যাডভেঞ্চার মোডে দেখানো হয়েছে একজন শয়তান জাদুকর তার দ্বীপে নানা ধরনের পশুপাখি আটকে রেখেছে। গেমারকে প্রতি মিশনে দ্বীপের বিভিন্ন অবস্থানে গিয়ে পাজল সমাধান করতে পারলে সেই স্থানে বন্দী থাকা পশু বা পাখিটি মুক্ত হয়ে যাবে। সাধারণত গেমের মূল পাজল হচ্ছে একসারি নম্বরযুক্ত বল। এই বলগুলো একটি নির্দিষ্ট সময় পর পর সামনে এগিয়ে যাবে এবং শেষ পর্যন্ত একটি গর্তের মুখে চলে যাবে। গেমারের মূল কাজ হবে বলগুলো যাতে করে গর্তে না চলে যায় এবং এটি সম্ভব করতে হলে গেমারকে একটি চার্ট বোর্ডে থাকা নম্বর দেখে বলগুলোর নম্বরের সাথে মিলিয়ে নিতে হবে। যদি গেমার বলে থাকা ও চার্টে থাকা নম্বর মিলিয়ে ফেলতে পারে তাহলে বলটি বিস্ফোরিত হবে এবং বলের সারি ছোট হয়ে আসবে। এভাবে বলের সারি থেকে বলগুলোর নম্বর মিলিয়ে সব বল বিস্ফোরিত করতে পারলে একটি স্টেজ শেষ হবে। সেই সাথে সেখানে থাকা প্রাণীটিও মুক্ত হয়ে যাবে।





গেমে বলের নম্বর ও চার্টে থাকা নম্বর মেলানো সহজ ব্যাপার নয়। গেমটি খেলার জন্য খুব মনোযোগী হতে হবে। কেননা ভুল নম্বরে ক্লিক করে ফেললে বলের সারি বেশ খানিকটা এগিয়ে যাবে। যাদের মনে রাখার ক্ষমতা ভালো তারা এই গেমটি বেশ আরাম করে খেলতে পারবেন। কারণ তখন সারির একাধিক নম্বর একসাথে মনে রেখে চার্ট থেকে সেই নম্বরগুলো বাছাই করে নিলেই হবে। যাদের মনে রাখার ক্ষমতা কম তারা হয়তো তেমন মজা পাবেন না, তবে এটি বার বার খেললে মনোযোগ ও স্মরণশক্তি উভয়ই বেশ বৃদ্ধি পাবে। টাইম ট্রায়াল মোডে গেমার মূল গেমে থাকা ১৮ স্টেজের যেকোনোটি বাছাই করে একটি বেঁধে দেয়া সময়ের মধ্যে বলের সারি শেষ করে দিতে হবে। তারপর নিজের স্কোর সংরক্ষণ করে অনলাইনে পাবলিশ করে দিতে পারবে। অন্য কেউ তাকে চ্যালেঞ্জ করতে চাইলে সেই স্টেজ তাকে আবার খেলে আগের প্লেয়ারের থেকে আরো বেশিই স্কোর তুলতে হবে। যে যত কম সময়ে বলের সারি কমাতে পারবে ও পুরো স্টেজের সব বল গায়েব করে দিতে পারবে সে তত বেশি পয়েন্ট বা স্কোর তুলতে পারবে। অ্যাডভেঞ্চার মোডে গেমারকে বলগুলো যাতে গর্তে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে, কিন্তু টাইম ট্রায়াল মোডে গেমারকে যত কম সময়ে সব বলের নম্বর মেলানো যায় সেটির দিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া টাইম ট্রায়াল মোডে কোনো ভুল নম্বরে ক্লিক করে ফেললে বলের সারি এগিয়ে যাবে না, বরং এক্ষেত্রে শাস্তি হিসেবে সময় কমে যাবে। এটি বেশ ছোট আকারের গেম। মাত্র ৯ মেগাবাইটের এবং এটি ইনস্টল করার পর হার্ডডিস্কে ২৫ মেগাবাইটের মতো জায়গা দখল করবে। এটি চালাতে পেন্টিয়াম ৩ মানের কমপিউটারই যথেষ্ট, সেই সাথে ৬৪ মেগাবাইট র্যা ম হলেই চলবে। ইচেছ করলে ইনটারনেট থেকে গেমটির ৩০ দিনের ফ্রি ভার্সন ডাউনলোড করে নিতে পারবেন।

কজ ওয়েব
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস