লেজিয়ন এরিনা গেমটি হচ্ছে রিয়াল টাইম ট্যাকটিস ধাঁচের গেম। গেমার এই গেমে বিভিন্ন জাতি বা গোত্র নিয়ে খেলতে পারবেন। এটিতে রোমান জাতি ছাড়াও কেল্ট ও লাতিন বাহিনী নিয়ে গেমটি খেলা যাবে। গেমের পটভূমি হচ্ছে প্রাচীন রোমান সাম্রাজ্য। গেমটির কাহিনী ও গেমপ্লে রোম টোটাল ওয়ার গেমের মতো হলেও এটি বেশ উন্নত ধাঁচের গেম। কারণ, এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেশ ভালো। কারণ এখানে যখন বনের ভেতরে মারামারি হবে তখন পদাতিক বাহিনী বিপরীত পক্ষের ঘোড়সওয়ার বাহিনী থেকেও বেশি শক্তিশালী। এ ছাড়া খোলা ময়দানে আবার ঘোড়সওয়ার বাহিনী পদাতিক বাহিনীকে খুব সহজেই কাবু করে ফেলতে পারে। এ ছাড়া গেমের কোনো বাহিনীর সব সৈন্য একই ধরনের নয়, তাদের গ্রাফিক্সেও ভিন্নতা আনা হয়েছে এবং পোশাকেও কিছু পরিবর্তন রয়েছে। গেমে কোনো বন্দুকের ব্যবহার নেই, নেই কোনো আধুনিক টেকনোলজি, নেই কোনো নিউক্লিয়ার ওয়াপন। এ ছাড়া কামানের ব্যবহারও নেই। তবুও গেমটি খেলতে বেশ মজা পাওয়া যাবে, কেননা এতে রয়েছে বুদ্ধিমত্তা প্রয়োগের সুবিধা, নিজের বাহিনীর শক্তিশালী ও দুর্বল দিক যাচাই করে দেখার সুযোগ। এ ছাড়া যুদ্ধক্ষেত্র সম্পর্কে ধারণা নেয়া এবং প্রতিপক্ষের ক্ষমতা সম্পর্কে অবহিত হওয়া। গেমে বিশাল যুদ্ধক্ষেত্র দেয়া হয়েছে, সেই সাথে গেমারকে নিয়ন্ত্রণ করতে হবে কয়েক শত সৈন্য। গেমের যুদ্ধক্ষেত্রে যুদ্ধরত সৈন্যদের দেখলে মনে হবে বাস্তবেই আপনি টিভি পর্দায় কোনো প্রাচীন যুদ্ধক্ষেত্রের দৃশ্য দেখছেন।
গেমে গেমার একজন জেনারেলের ভূমিকায় খেলবেন, যার কমান্ড শুনে শত শত সৈন্য যুদ্ধক্ষেত্রে নিজের জীবন বিপন্ন করতে দ্বিধা করবে না। তবে গেমারকে শুধু যুদ্ধক্ষেত্রেই বিভিন্ন কমান্ড দিতে হবে। এ ছাড়া যখন সৈন্যরা যুদ্ধের আগে আর্মি ক্যাম্পে অবস্থান করবে তখন তাদের বিভিন্ন সুযোগ সুবিধার বিষয়ে খেয়াল রাখতে হবে। তাদের থাকার জায়গার ব্যবস্থা, তাদের খাবারের ব্যবস্থা, বিনোদনের ব্যবস্থা, নতুন ও বেশি শক্তিশালী অস্ত্রের যোগান দেয়া। এছাড়া বিভিন্ন ট্রেনিং দেয়ার ব্যবস্থা, যার ফলে তারা প্রতিপক্ষকে মার দেয়ার জন্য যুদ্ধক্ষেত্রে আরো কৌশলী হতে পারে। গেমের শুরুতেই এ গেমটি কিভাবে খেলতে হবে তা ভালোভাবে বোঝানোর জন্য টিউটরিয়ালের ব্যবস্থা রাখা হয়েছে। টিউটরিয়ালে লাতিন জাতি নিয়ে খেলতে হবে। তবে মূল গেমে লাতিন জাতি নিয়ে খেলতে হবে না। কারণ, গেমের মূল দুই জাতি হচ্ছে কেল্ট ও রোমান। গেমটিতে এই দুই শক্তিশালী জাতির মধ্যে সংঘটিত বিভিন্ন ঐতিহাসিক যুদ্ধ রাখা হয়েছে, যেগুলো গেমারকে খেলতে হবে। গেমের সেই ঐতিহাসিক যুদ্ধগুলোর ফলাফল যাই হয়ে থাকুক না কেন, আপনাকে সেই সব ইতিহাস পাল্টে দিতে হবে। তবে গেমে এই ঐতিহাসিক গেমগুলো যোগ করাতে গেমারের রোমান সাম্রাজ্য এবং তৎকালীন রাষ্ট্রব্যবস্থা, যুদ্ধকৌশল, জীবনব্যবস্থা ইত্যাদি সম্পর্কে বেশ ভালো ধারণা হয়ে যাবে। গেমটি বেশ বড় এবং এটি খেলতে অনেক সময় লাগবে, কেননা এতে গেমারকে প্রায় ১০০ মতো যুদ্ধে অংশ নিতে হবে। এ ছাড়া প্রতিটি যুদ্ধের পরে যে পয়েন্ট পাওয়া যাবে সেটি দিয়ে নিজের বাহিনীর ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে হবে, নতুন অস্ত্র কিনতে হবে।
কজ ওয়েব