গেমটি একটি থার্ড পারসন রোল প্লেয়িং ধাঁচের গেম। গেমের মূল চরিত্র হচ্ছে জোয়ান অব আর্ক নামের সাহসী এক মেয়ে। এই ঐতিহাসিক মেয়ে চরিত্রটিকে নিয়ে বানানো হয়েছে বহু নাটক, উপন্যাস, মুভি, কার্টুন এবং গেমস। জোয়ানের জন্ম হয়েছিল ১৪১২ সালে পূর্ব ফ্রান্সে এবং সে ছিল একজন ক্যাথলিক ধর্মপ্রাণ মেয়ে। কিন্তু ইংলিশ যোদ্ধাদের সাথে তখন ফ্রান্সের যুদ্ধ চলছিল। জোয়ান মাতৃভূমিকে রক্ষা করার জন্য তলোয়ার হাতে তুলে নেয় এবং সাহসিকতার সাথে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করে। তবে পরবর্তীতে জোয়ান ইংলিশদের হাতে ধরা পড়ে এবং মৃত্যুদন্ড দেয়া হয়। একজন মেয়ে হয়েও এমন সাহসিক কার্যকলাপ, নেতৃত্ব দেয়ার ক্ষমতা ও যুদ্ধকৌশল অবলম্বন করায় আজও ইউরোপের লোকজন শ্রদ্ধাভরে স্মরণ করে থাকে এবং তাকে জাতীয় বীরাঙ্গনা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। গেমের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে এর থার্ড পারসন ভিউতে খেলার সুবিধা। কারণ, এই ধরনের বেশিরভাগ গেম স্ট্র্যাটেজি টাইপের বা রোল প্লেয়িং ধাঁচের হয়ে থাকে, কিন্তু এই গেমে জোয়ানকে নিয়ে থার্ড পারসন ভিউতে খেলা যাবে, তলোয়ার যুদ্ধ করা যাবে। এ ছাড়া বিভিন্ন কম্বো প্রয়োগ করে নানারকম ভঙ্গিতে ও নানাদিকে একসাথে আক্রমণ করা যাবে, সেই সাথে শত্রুর আক্রমণ প্রতিহত করা যাবে। গেমের শুরুতে শুধু জোয়ানকে নিয়েই খেলা যাবে, কিন্তু পরবর্তিতে আস্তে আস্তে অন্যান্য গোত্রের লোকজন ও সর্দাররা তার সাথে যোগ দেবে এবং জোয়ানের মিশন সফল করার জন্য একসাথে কাঁধ মিলিয়ে কাজ করবে।
গেমে মধ্যযুগের বিভিন্ন এলাকার প্রায় ৮টি বিশাল আকারের ম্যাপ দেয়া হয়েছে। প্রতিটি ম্যাপই খুব সুন্দর করে বন, পাহাড়, ঝর্ণা, নদ-নদী দিয়ে সাজানো হয়েছে। এ ছাড়া রয়েছে অসাধারণ ও চোখ ধাঁধানো সব মধ্যযুগের বিভিন্ন দুর্গ, যেসব দুর্গ জোয়ান ও তার বাহিনী নিয়ে দখল করতে হবে। প্রথমে জোয়ান তেমন ভালো যুদ্ধ করতে পারবে না। কিন্তু ধীরে ধীরে প্রতি স্টেপের শেষে বিভিন্ন কম্বো শিখে এবং বার বার সেই কম্বোগুলো প্র্যাকটিস করে কম্বোগুলোতে পারদর্শী হয়ে যাবে। গেমের শেষে জোয়ান পুরোমাত্রায় একজন আদর্শ যোদ্ধা হিসেবে গড়ে উঠবে। এ ছাড়া জোয়ান তলোয়ারের পাশাপাশি আরও অনেক ধরনের অস্ত্রে পারদর্শিতা অর্জন করবে। তবে এ জন্য গেমারকে মনোযোগ দিয়ে জোয়ানকে নিয়ে খেলতে হবে। সঠিক সময়ের ও সঠিক জায়গায় কম্বোগুলো ব্যবহার করতে হবে। গেমের কিছু স্টেজে জোয়ানকে নিয়ে তার বাহিনীর নেতৃত্ব দিতে হবে, বিভিন্ন দুর্ভেদ্য দুর্গ কৌশলে দখল করে নিতে হবে। বিভিন্ন সময় দুর্গ দখল করার জন্য ভারি অস্ত্র যেমন- কাটাপুল্ট, ট্যাবুচ্যাট, ব্যাটেরিং র্যা ম ইত্যাদি দিয়ে দেয়াল ভেঙ্গে দুর্গে প্রবেশ করতে হবে।
গেমের গ্রাফিক্স চোখ ধাঁধানো না হলেও গেমটি যে সালে রিলিজ হয়েছে সে সময়ের পরিপ্রেক্ষিতে গেমের গ্রাফিক্স বেশ ভালোই বলা চলে। গেমের ক্যারেক্টারগুলোর মুভমেন্ট, মারপিটের কৌশল ও হাঁটাচলা প্রভৃতি বেশ বাস্তবিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এ ছাড়া গেমের শব্দশৈলীও বেশ মনকাড়া। গেমটি খেলার জন্য ১.৫ গিগাহার্টজের প্রসেসর, ২৫৬ মেগাবাইট র্যা ম ও হার্ডডিস্কে প্রায় ১.১ গিগাবাইট ফাঁকা স্থান লাগবে।
কজ ওয়েব