ডার্কসাইডারস গেমটির সাবটাইটেল হচ্ছে রেথ অব ওয়ার। এটি একটি দুর্ধর্ষ অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম। গেমটি ডেভেলপ করেছে ভিজিল গেমস এবং পাবলিশ করেছে টিএইচকিউ। অ্যাঞ্জেল ও ডিমনডের যুদ্ধকে কেন্দ্র করে এক পৌরাণিক কাহিনীর আধারে গেমের পটভূমি সাজানো হয়েছে। যারা গড অব ওয়ার গেমটি খেলেছেন তারা আবার প্রস্তুত হয়ে নিন আরেকটি অসামান্য অ্যাডভেঞ্চারের জন্য। যাদের গেমিং কনসোল নেই এবং গড অব ওয়ারের মতো অসাধারণ অ্যাকশন গেম খেলা থেকে বঞ্চিত হয়েছেন তাদের আশা মেটানোর জন্য এ গেমটি শতভাগ কাজ করবে, তা নিঃসন্দেহে বলা যায়। ক্রিশ্চিয়ান বাইবেলের বুক অব রেবেলেশনে বর্ণিত স্বর্গ ও নরকের বাহিনীর মধ্যে চূড়ান্ত লড়াইয়ের কাহিনী নিয়ে বানানো হয়েছে গেমের কাহিনী। গেমটিতে গেমারকে খেলতে হবে ওয়ার নামের এক গার্ডিয়ানের চরিত্রে, যে কিনা ফোর হর্সম্যান অব দ্য অ্যাপোক্যালিপসের এক ঘোড়সওয়ার। বাইবেলের শেষ বই নিউ টেস্টামেন্ট বা বুক অব রেবেলেশনে সেইন্ট জনের বর্ণনায় রয়েছে- জেসাস ক্রাইস্ট সাতটি সিল দিয়ে বন্ধ করা একটি গোপন স্ক্রোলের চারটি সিল খুলে ফেলায় সেখান থেকে চারটি ঘোড়া বের হয়ে আসে যাদের রঙ যথাক্রমে সাদা, লাল, কালো ও মলিন হলুদ এবং তাদের পিঠে সওয়ার হয়ে আসে কনকোয়েস্ট, ওয়ার, ফেমিন ও ডেথ। সাতটি সিল ভেঙ্গে গেলে শুরু হবে স্বর্গের দেবদূত ও নরকের দানবদের ভয়াবহ যুদ্ধ। তখন তাদের যুদ্ধ থামাতে আবির্ভূত হবে এ চার ঘোড়সওয়ার।
গেমের শুরুতে দেখা যাবে দেবতা ও দানবদের মাঝে যুদ্ধ চলছে এবং সেখানে আবির্ভূত হবে ওয়ার। কিন্তু সে একাই থাকবে, তার সাথে অন্য তি ঘোড়সওয়ার আসবে না। তখনই সে বুঝতে পারবে সাতটি সিল ভেঙ্গে যায়নি, কোনো গভীর ষড়যন্ত্রের ফলে তাকে পৃথিবীতে আনা হয়েছে। সে তখন খুঁজে বেড়াবে ষড়যন্ত্রকারীকে। পিশাচ সামায়েল ও স্বর্গের বাহিনীর সেনাপতি ইউরিয়েলের সহায়তায় সে জানতে পারবে অ্যাবাডডন নামের এক দেবদূত সব চক্রান্তের মূলে। পরে অ্যাঞ্জেল অব ডেথ আজরাইলকে সে মুক্ত করবে জাদুর কয়েদ থেকে এবং তার সহায়তায় লাভ করবে এক অ্যাবাডডনকে মারার তলোয়ার। অ্যাবাডডনের প্রহরী স্ট্রাগাকে শেষ করার পর সেই বিশেষ তলোয়ার দিয়ে ওয়ার নাশ করবে অ্যাবাডডনকে, যে কিনা নরকের সম্রাট হবার স্বপ্ন দেখছিল।
ওয়ারকে নিয়ে দেবতা ও দানব দুই পক্ষের সাথের ঘোরতর লড়াইয়ে লিপ্ত হতে হবে। গেমে কিছু স্থানে সে তার ভৌতিক আগুনে লাল ঘোড়া রুইনকে লড়াইয়ের কাজে ব্যবহার করতে পারবে। থার্ড পারসনভিত্তিক এ গেমের ফাইটিং স্টাইল, ওয়েপন পাওয়ার, মুভমেন্ট, কম্বো স্ট্রাইক, ক্যারেক্টার ভয়েস, সাউন্ড ইফেক্ট অন্যান্য গেমের চেয়ে অনেক আলাদা এবং বেশ অভিনব। গেমটির গ্রাফিক্স বেশ প্রাণবন্ত ও নজরকাড়া। গেমটির কাহিনী একটু জটিল হলেও গেমটি খেলতে বেশ মজা লাগবে। কারণ এ রকম অ্যাকশন ধাঁচের গেম খুব কমই আছে বাজারে। গেমটি গেমার মহলে বেশ সাড়া ফেলেছে এবং গেমিং ওয়েবসাইটগুলোতে গেমটির রেটিংও বেশ চাঙ্গা। গেমটির আরেকটি সিক্যুয়াল বের হবে ২০১৩ সালে। গেমটি খেলার জন্য লাগবে ৩ গিগাহার্টজের পেন্টিয়াম ৪ প্রসেসর, ২ গিগাবাইট র্যা ম, ২৫৬ মেগাবাইট মেমরির এনভিডিয়া জিফোর্স ৮৮০০ বা জিফোর্স জিটি২২০/ এটিআই রাডেওন এক্স ১৯০০ এবং ১২ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস।