• ভাষা:
  • English
  • বাংলা
হোম > কমপিউটার জগৎ-এর বিশ বছর পূর্তি
লেখক পরিচিতি
লেখকের নাম: সম্পাদক
মোট লেখা:৩১৭
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
কমপিউটার জগৎ
তথ্যসূত্র:
সম্পাদকীয়
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কমপিউটার জগৎ-এর বিশ বছর পূর্তি

চলতি সংখ্যাটি কমপিউটার জগৎ-এর বিশ বছর পূর্তিসংখ্যা। এই বিশ বছর নিয়মিত প্রকাশনার মধ্য দিয়ে কমপিউটার জগৎ অতিক্রম করল একটি মাইলফলক। রচনা করল এদেশের তথ্যপ্রযুক্তি আন্দোলনের এক অধ্যায়। এ অধ্যায় এদেশের সাধারণ মানুষের হাতে তথ্যপ্রযুক্তি জগতের বিস্ময়কর অবদান কমপিউটার যন্ত্রকে পৌঁছানোর আন্দোলনের। এর বিপুল সম্ভাবনার কথা দেশবাসীকে জানাবার। দেশের নীতি-নির্ধারক ও দেশ পরিচালনায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কাছে তথ্যপ্রযুক্তির ব্যবহার ব্যাপকতর করে তোলার তাগিদ দেয়ার। তথ্যপ্রযুক্তি জগৎ থেকে আসা নতুন নতুন সম্ভাবনাগুলোকে জাতির কাছে তুলে ধরার। মোটকথা তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে এর ব্যবহার সবখানে ছড়িয়ে তথ্যপ্রযুক্তিসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার পাশাপাশি দুর্নীতি ও অভাবমুক্ত এমন এক বাংলাদেশ বাস্তবায়নের, যেখানে বাংলাদেশীরা সুযোগ পাবে অন্যদের সামনে মাথা তুলে দাঁড়িয়ে গর্ব করার। এ মিশন নিয়েই কমপিউটার জগৎ পথ চলেছে বিগত বিশটি বছর। এই বিশটি বছর নানা প্রতিকূলতার মাঝেও এসব লক্ষ্য অর্জনে ছিল বরাবর অবিচল। আজকের এই বিশ বছর পূর্তির দিনে আমরা নতুন করে প্রত্যয় ঘোষণা করতে চাই আগামী দিনেও এ লক্ষ্যে আমরা থাকব আপোসহীন।

আমাদের বিশ বছরের পথ চলার কঠিন বাস্তবতা মোকাবেলা করে আজকের এ পর্যায়ে আসা হয়তো সম্ভব হতো না, যদি না আমাদের পেছনে থাকত লেখক, পাঠক, অ্যাজেন্ট, বিজ্ঞাপনদাতা, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের সক্রিয় সহায়তা। তাই আজকের এ শুভদিনে আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি তাদের সবার মূল্যবান অবদানের কথা। সেই সাথে প্রত্যাশা করছি আগামী দিনেও তাদের এই ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে।

আগামী দিনে আমরা কমপিউটার জগৎ-কে সাজাতে চাই আমাদের সম্মানিত পাঠকবর্গের মনের মতো করে। পূরণ করতে চাই পাঠক-চাহিদা। পাঠকবর্গের প্রতি আমাদের আহবান থাকবে- আগামী দিনগুলোতে কমপিউটার সম্পর্কে আপনাদের ভালোলাগা-মন্দলাগা গঠনমূলক সমালোচনা ও আপনাদের চাহিদার কথা লিখে জানান। আপনাদের সমালোচনা-পরামর্শ আগামী দিনে সঠিক পথরেখা চিহ্নিত করতে সহায়তা করবে।

আজ কমপিউটার জগৎ-এর বিশ বছর পূর্তির আনন্দঘন সময়ে আমাদের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ অধ্যাপক মরহুম আবদুল কাদের আমাদের মাঝে নেই। তিনি আজ থেকে আট বছর আগে ২০০৩ সালের ৩ জুলাই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আজ আমাদের পাশে থাকলে আমাদের এই খুশির মাত্রা নিশ্চিতভাবে আরো অনেকগুণে বেড়ে যেত। সে যাই হোক, আজ আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। অধ্যাপক আবদুল কাদের শারীরিকভাবে আমাদের ছেড়ে চলে গেছেন সত্যি, তবে তিনি পেছনে ফেলে রেখে গেছেন আদর্শ আর এদেশের তথ্যপ্রযুক্তি আন্দোলন সূচিত দিকনির্দেশনা। তার রেখে যাওয়া দিকনির্দেশনা বিবেচনা মাথায় রেখে তার সূচিত পথরেখা ধরে পথ চলতে পারলে একদিন তার স্বপ্নকল্পিত তথ্যপ্রযুক্তিসমূহ সুখী বাংলাদেশ আমরা নিশ্চিতভাবে গড়তে পারব। সে বিশ্বাস আমাদের আছে। তাই আজকের দিনে সব মহলের প্রতি আমাদের আহবান, আসুন আমরা তথ্যপ্রযুক্তি আন্দোলনের অবশিষ্ট লক্ষ্য অর্জনে এগিয়ে চলি। এসব লক্ষ্য অর্জন করে বাংলাদেশকে তথ্যপ্রযুক্তির মহাসড়কে নিয়ে দাঁড় করি। সে মহাসড়ক ধরে পথ চলে নিশ্চিত করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত কাজটি।

কজ ওয়েব

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস