চোখে গোল চশমা, হাতে জাদুর কাঠি, কপালে গভীর দাগওয়ালা, অ্যাডভেঞ্চারপ্রিয় ছোট্ট বালকটির কথা মনে আছে তো সবার? হ্যারি পটারের কথা কারো ভুলে যাওয়ার কথা নয়। জে. কে. রাউলিংয়ের সৃষ্ট এ অসাধারণ চরিত্রের নাম ছেলে-বুড়ো সবার জানা। হ্যারি পটার সিরিজের মুভি ও গেমের চাহিদা ব্যাপক। এটি খুব সহজেই বোঝা যায়, কারণ সব সময় মুভি মুক্তি পাওয়ার পরপরই মুভির কাহিনীর ওপর ভিত্তি করে বানানো গেমগুলো মুক্তি পায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ডেথলি হ্যালোস প্রথম পর্ব মুভিটি মুক্তির সাথে সাথেই গেমটি বাজারে এসেছে এবং তা যথেষ্ট ব্যবসায় সফলও হয়েছে। এ গেমে মুভির কাহিনীর আবহ পুরোপুরি বিদ্যমান, তবে কিছুটা কাহিনী সংক্ষেপ করা হয়েছে গেমপ্লের সুবিধার জন্য। তাই গেম খেলার সময় মনে হবে মুভি দেখছেন। অনেক সময় মুভির কিছু অংশ না বুঝলে তা গেম থেকে ভালোভাবে বুঝে নেয়া যায়। তাই হ্যারি পটার মুভির ভক্তরা গেমটি খেলে দেখতে ভুলে যান না। গেমটি প্রায় সবধরনের প্লাটফর্মে অবমুক্ত করা হয়েছে। মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাকিনটোশ অপারেটিং সিস্টেম, প্লে-স্টেশন ৩, প্লে-স্টেশন পোর্টেবল, এক্সবক্স ৩৬০, নিনটেন্ডো ডিএস, উইই এমনকি মোবাইলের জন্যও বাজারে এসেছে। গেমটি বরাবরের মতো পাবলিশ করেছে বিখ্যাত প্রতিষ্ঠান ইলেকট্রনিক আর্টস এবং গেমটি ডেভেলপ করেছে ইলেকট্রনিক আর্টসের অন্তর্গত ব্রাইট লাইট স্টুডিও। থার্ড পারসন অ্যাকশন/অ্যাডভেঞ্চার হ্যারি পটার সিরিজের সপ্তম গেম। বাকি গেমগুলো হচ্ছে ফিলোসফারস স্টোন, চেম্বার অব সিক্রেটস, প্রিজনার অব আজকাবান, গবলেট অব ফায়ার, অর্ডার অব দ্য ফিনিক্স ও হাফ ব্লাড প্রিন্স। ডেথলি হ্যালোস বা শেষ বইটির দুটি খন্ড, তাই মুভিও হচ্ছে দুটি। দ্বিতীয় মুভিটি এখনো মুক্তি পায়নি, তাই এ গেমের কাহিনী অসমাপ্ত থাকবে। পরের পর্বের মুভি বের হওয়ার পর এ গেমের দ্বিতীয় পর্ব বের হবে।
আগের গেমগুলোর চেয়ে এবারের হ্যারি পটার গেমটি বেশি রোমহর্ষক ও রোমাঞ্চক হয়েছে। কারণ গেমের প্রথম থেকেই শুরু হবে যুদ্ধ। জাদুর কাঠি দিয়ে জাদুকরদের মাঝে যুদ্ধটি উপভোগ করতে পারবেন গেমের প্রথমেই। এরপর থেকেই শুরু হবে কঠিন কিছু মিশন। ভলডেমর্টের চেলাদের হাত থেকে গা বাঁচিয়ে চলতে হবে। গেমে খুঁজে বের করতে হবে ভলডেমর্টের ৭টি হোরক্রুক্সেস। হোরক্রুক্সেস ধ্বংস করতে পারলেই হারানো যাবে ভরডেমর্ট, ডেথ ইটার ও স্ন্যাচারদের। আগের গেমগুলোতে কয়েকটি হোরক্রুক্সেস নষ্ট করতে সক্ষম হয়েছে হ্যারি পটার, তাই এবার বাকিগুলো খুঁজে তা নষ্ট করার পালা। হারমোনি গ্রিঞ্জার ও রন ওয়েজলির সহায়তায় হ্যারি পটার তার অভিযান জারি রাখবে। এবারের গেমে আরো কিছু নতুন স্পেল বা জাদুমন্ত্র যোগ করা হয়েছে। গেমের বেশিরভাগ জুড়েই রয়েছে যুদ্ধ। বলতে গেলে গেমটির পুরোটাই অ্যাকশনে ঠাসা।
গেমটি উইন্ডোজ এক্সপি, ভিসতা ও সেভেন সব ধরনের প্লাটফর্মেই চলবে। গেমটি চালানোর জন্য তেমন একটা হাই কনফিগারেশনের পিসি চাওয়া হয়নি, যেমনটা নতুন গেমগুলো চেয়ে থাকে। গেমের গ্রাফিক্স খুব উঁচুমানের নয়, তাই পিসি কনফিগারেশন মাঝারিমানের চাওয়া হয়েছে। গেমটি চালাতে ২,৪ গিগাহার্টজের পেন্টিয়াম ৪ প্রসেসর, ১ গিগাবাইট র্যা।ম, ৫ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস এবং ২৫৬ মেগাবাইট মেমরির পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড গ্রাফিক্স কার্ড হলেই যথেষ্ট। তবে হাই ডিটেইলসে খেলতে হলে ডুয়াল কোরের প্রসেসর, আরো বেশি র্যা ম ও ভালো মানের গ্রাফিক্স কার্ডের প্রয়োজন পড়বে।
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com