কোয়েক ও ডুমের মতো জনপ্রিয় আরেকটি ফাস্ট পারসন শুটার গেম হচ্ছে পেইনকিলার সিরিজ। এ সিরিজের যাত্রা শুরু ২০০৪ সালে। গেমের ব্যাপক জনপ্রিয়তার ফলে একে একে বের হয়েছে বেশ কয়েকটি এক্সপানশন। এগুলো হচ্ছে : ব্যাটল আউট অব হেল, ওভার ডোজ, রিসারেকশন, রিডেম্পশন ও রিকারিং এভিল।
গেম সিরিজটির ডেভেলপার হচ্ছে পিপল ক্যান ফ্লাই ও পাবলিশার হচ্ছে ড্রিমক্যাচার ইন্টারেকটিভ। গেমটি বানাতে ব্যবহার করা হয়েছে পেইনইঞ্জিন নামের গেম ইঞ্জিন, যাতে ব্যবহার করা হয়েছে হ্যাভক ইঞ্জিন। গেমটি উইন্ডোজ ও এক্সবক্স প্লাটফর্মের জন্য অবমুক্ত করা হয়েছে। গেমের পটভূমি গড়ে উঠেছে ড্যানিয়েল গারনারের কাহিনী নিয়ে। গেমের কাহিনী বেশ জটিল। নতুন এক্সপানশন রিকারিং ইভিলে ৫টি নতুন লেভেল ও ৪০০০ এনিমি দেয়া হয়েছে। বিভিন্ন সমালোচকের চোখে গেমটি বেশ ভালো স্কোর করতে সক্ষম হয়েছে। গেমের গ্রাফিক্স নিয়ে ডেভেলপাররা তেমন একটা মাথা ঘামাননি। গেমের গ্রাফিক্সের চেয়ে গেমপ্লের দিকেই বেশি নজর দেয়া হয়েছে। মূল গেমের গ্রাফিক্সের মতো রয়েছে এক্সপানশনের গ্রাফিক্স, তাই অনেকের কাছে গেমটি পছন্দ নাও হতে পারে। গেমের গ্রাফিক্স যাই হোক না কেনো গেমপ্লে বেশ দুর্দান্ত। সারাক্ষণ উত্তেজনার মধ্যে থাকতে হবে খেলার সময় এবং বেশ সতর্কভাবে খেলতে হবে। গেমের সাউন্ড ইফেক্টেও তেমন একটা পরিবর্তন আনা হয়নি। ফাস্ট পারসন গেম হিসেবে বেশ ভালো একটি গেম। যারা ফাস্ট পারসন গেম তেমন একটা খেলেন না, তারা খেলে দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না।
সিস্টেম রিকোয়ারমেন্ট
প্রসেসর : পেন্টিয়াম ৪ ৩.২ গিগাহার্টজ
র্যাম : ৫১২ মেগাবাইট
গ্রাফিক্সকার্ড : পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড
হার্ডডিস্ক স্পেস : ৩ গিগাবাইটট
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com