বেশ ব্যতিক্রমধর্মী একটি থ্রিলার গেম উপহার দিয়েছে জনপ্রিয় গেম ম্যাক পেইনের ডেভেলপার রিমেডি এন্টারটেইনমেন্ট নামের প্রতিষ্ঠান। থার্ড পারসন শুটার ধাঁচের সাইকোলজিক্যাল অ্যাকশন গেম হিসেবে বেশ নন্দিত হয়েছে এটি। গেমটি উইন্ডোজ ও এক্সবক্স৩৬০ প্লাটফর্মের জন্য উন্মুক্ত করা হয়েছে। গেমের কাহিনী বেশ নতুন ধরনের। গেমের কাহিনী গড়ে উঠেছে অ্যালান ওয়েক নামের এক বেস্টসেলিং থ্রিলার ঔপন্যাসিককে নিয়ে। ওয়াশিংটনের ছোট্ট দ্বীপ ব্রাইট ফলসে ছুটি কাটাতে যায় অ্যালান ওয়েক ও তার স্ত্রী । কিন্তু হঠাৎ করে তার স্ত্রী সেখান থেকে উধাও হয়ে যায়। তারপর ঘটতে শুরু করে বেশ কিছু আজব ঘটনা।
তার শেষ লেখা থ্রিলার বইয়ের কাহিনীর চরিত্র ও ঘটনাপ্রবাহ বাস্তবরূপে তার জীবনে হানা দেয়। ভৌতিক সেসব চরিত্রের হাত থেকে বাঁচার জন্য তাকে সাহায্য করে কিছু অলৌকিক শক্তি। অ্যালান ওয়েককে ভৌতিক শত্রুকে পরাজিত করতে হবে অভিনব এক উপায়ে। টর্চের আলো ফেলে দূর করতে হবে ভুতুড়ে ছায়া এবং তারপর শত্রুকে গুলি করে মারতে হবে। কিছু ক্ষেত্রে ফ্ল্যাশ লাইট ব্যবহার করেও ধরাশায়ী করতে হবে শত্রুপক্ষকে। গেমটির কাহিনী টিভির হরর থ্রিলার সিরিয়ালগুলোর মতো। গেম ক্যারেক্টার গ্রাফিক্স অতটা আহামরি না হলেও গেমের পরিবেশ ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দরভাবে। গেমের পিলে চমকানো সাউন্ড ইফেক্ট ও রোমহর্ষক গেমপ্লে এক কথায় অসাধারণ। গেমের গ্রাফিক্সে প্রাণবন্ততা আনার জন্য ব্যবহার করা হয়েছে ম্যাক্স এফএক্স ৩.০, হ্যাভক ও উর্মবা ওকলুশন বুস্টার নামের গেম ইঞ্জিন। দুর্বলচিত্তদের গেমটি না খেলাই মঙ্গলজনক। গেমটি গেম রিভিউয়ারদের চোখে বেশ ভালো অবস্থান করে নিয়েছে।
সিস্টেম রিকোয়ারমেন্ট
প্রসেসর : কোর টু ডুয়ো ২ গিগাহার্টজ
র্যাম : ২ গিগাবাইট
গ্রাফিক্সকার্ড : ন্যূনতম জিফোর্স জিটিএক্স ২৬০/রাডেওন এইচডি ৬৫০০ সিরিজ
হার্ডডিস্ক স্পেস : ৮ গিগাবাইট
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com