গত বছরের শেষের দিকে বের হওয়া রেজ নামের গেমটি ফাস্ট পারসন শুটিং গেমভক্তদের মন কেড়ে নিয়েছে। যারা বর্ডারল্যান্ডস ও ফলআউট গেম দুটি খেলেছেন এবং সেই রকমই অন্য গেমের আশা করছিলেন তাদের জন্য এ গেমটি উপহারস্বরূপ। গেমের পটভূমি হচ্ছে পোস্ট-অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ড, যা ম্যাড ম্যাক্স ২ মুভিটি দেখলে ভালো বুঝতে পারবেন।
যুদ্ধবিগ্রহের ফলে পুরো পৃথিবী বসবাসের অযোগ্য এ বিশাল আঁস্তাকুড়ে পরিণত হবে। সেই আঁস্তাকুড় সদৃশ পৃথিবীর বুকে অবশিষ্ট থাকা কিছু মানুষ ও প্রাণী নিয়েই গড়ে উঠেছে গেমের কাহিনী। গেমে ওয়েস্টল্যান্ডে থাকা মানুষগুলো আলাদা আলাদা দল বেঁধে থাকে। মানুষের সাথে সাথে সেই ওয়েস্টল্যান্ডে বাস করে কিছু রোবট ও আজব প্রাণী। একে অপরের সাথে সবসময় দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত থাকে। গেমের মূল নায়ক তার মূল দলের থেকে আলাদা হয়ে পড়ে এবং যোগ দেয় ড্যান হ্যাঙ্গার নামের এক লোকের গোষ্ঠীর সাথে। তার দলের হয়ে সে তাদের বিভিন্ন মিশন সম্পন্ন করে দেয়। গেমটি ওয়ানআপডটকম, এডজ, ইলেকট্রনিক গেমিং মান্থলি, ইউরোগেমার, ফামিটসু, জিফোর, গেম ইনফরমার, গেমপ্রো, গেমস্পট, গেমস্পাই, গেম ট্রেইলারস, আইজিএন ইত্যাদি গেম রিভিউয়ারের চোখে ৮০-৯০ শতাংশ স্কোর করেছে। এতে বোঝা যায় গেমটি কতটা নাম করতে পেরেছে। গেমের গ্রাফিক্স বেশ ভালোমানের এবং সেই সাথে পাল্লা দিয়ে সাউন্ড ইফেক্টও বেশ উপভোগ্য করে তোলা হয়েছে। গেমটি অন্যান্য ফাস্ট পারসন শুটিং গেমের তুলনায় কিছুটা আলাদা ধরনের বলে অনেকের কাছে গেমটি ভালো লাগবে।
সিস্টেম রিকোয়ারমেন্ট
প্রসেসর : কোর টু ডুয়ো ২ গিগাহার্টজ
র্যাম : ২ গিগাবাইট
গ্রাফিক্সকার্ড : ন্যূনতম জিফোর্স জিটি ২২০/ রাডেওন এইচডি ৫৪৫০
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com