রেড ফ্যাকশন সিরিজের প্রথম গেমটি বের হয় প্রায় ১১ বছর আগে ২০০১ সালে। সায়েন্স ফিকশনভিত্তিক থার্ড পারসন অ্যাকশন গেমটি বেশ জনপ্রিয়তা পায়। গেমটির ৪টি পর্ব বের হয়েছে। এর মধ্যে নতুনটির নাম হচ্ছে আর্মাগেড্ডন। গেমটি ডেভেলপ করেছে ভোলিশন ইঙ্ক, পাবলিশ করেছে যৌথভাবে টিএইচকিউ ও সাইফাই গেমস এবং ডিস্ট্রিবিউট করছে ভালভ করপোরেশন। ভোলিশন ইঙ্কের বানানো আরো কয়েকটি উল্লেখযোগ্য গেম হচ্ছে- ডেসসেন্ট ফ্রিস্পেস, সুমোনার, দ্য পানিশার, সেইন্টস রো ইত্যাদি। গেমের বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডেস্ট্রাক্টিবল এনভায়রনমেন্ট।
গেমের মূল চরিত্রে রয়েছে দারিয়ুস মেসন। গেমের বেশ কিছু ব্যতিক্রমধর্মী অস্ত্র ও ক্ষমতা গেমটিকে আরো উপভোগ্য করে তুলেছে। গেমের পটভূমি হচ্ছে মঙ্গলগ্রহ। মঙ্গলগ্রহের বায়ুস্তর কৃত্রিমভাবে মানুষের বসবাসের উপযোগী করে সেখানে স্থায়ী বসবাস শুরু করে অনেকে। কিন্তু অ্যাডাল হেল, গেমের প্রধান খলনায়ক ধ্বংস করে দেয় সেই কৃত্রিম বায়ুস্তর। যাতে পুরো গ্রহের সবাই বিপাকে পড়ে যায়। মেসন পরিবার বংশানুক্রমে অনেক বছর ধরে মঙ্গলগ্রহ রক্ষা করে আসছে। তাই দারিয়ুস মেসনের ওপরে দায়ভার পড়ে অ্যালান হেলকে তার কৃতকর্মের শিক্ষা দিয়ে মঙ্গলগ্রহের সুরক্ষা নিশ্চিত করার। গেমটির রেটিং অনুযায়ী তা ৭০ পারসেন্ট স্কোর অর্জন করেছে বিভিন্ন রিভিউয়ারের চোখে। তাই গেমটি খুব ভালো না লাগলেও খারাপ যে লাগবে না তা বলা যায় নিশ্চিন্তে। রক্তারক্তি ও বীভৎসতার আধিক্যের জন্য গেমটি প্রাপ্তবয়স্কের জন্য রেটিং করা, তাই ছোটদের এ গেম খেলা উচিত নয়। গেমের নামে একটি মুভিও রয়েছে।
সিস্টেম রিকোয়ারমেন্ট
প্রসেসর : কোর টু ডুয়ো ২ গিগাহার্টজ
র্যাম : ২ গিগাবাইট
গ্রাফিক্সকার্ড : ন্যূনতম জিফোর্স ৮৩০০/ রাডেওন এইচডি ৩৬৫০
হার্ডডিস্ক স্পেস : ৭.৫ গিগাবাইট
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com