মনে আছে কি সেই মহান বীর যোদ্ধা ডেথস্প্যাঙ্কের কথা? হটহেড গেমের ডেভেলপ করা অসাধারণ গেম সিরিজ ডেথস্প্যাঙ্ক যারা খেলেছেন তাদের আর নতুন করে কিছু বলার নেই। হাস্যরসাত্মক এ রোল প্লেয়িং অ্যাকশন গেমটি যারা খেলে দেখেননি তারা যে কি মজা থেকে বঞ্চিত হয়েছেন তা না খেলে দেখা পর্যন্ত বুঝতে পারবেন না। গেমের প্রথম দুটি পর্ব ডেথস্প্যাঙ্ক ও থংস অব ভার্চু গেম দুটি পাবলিশ করেছিল বিখ্যাত গেম পাবলিশার ইলেকট্রনিক আর্টস। নতুন গেম দ্য বেকনিং পাবলিশ করেছে ভ্যালকন গেম। গেমটি ম্যাক ওএস এক্স, মাইক্রোসফট উইন্ডোজ, প্লেস্টেশন ৩ ও এক্সবক্স ৩৬০ প্লাটফর্মের জন্য বানানো হয়েছে। সব শত্রুকে হারিয়ে ডেথস্প্যাঙ্ক বের হয়ে যায় আর কোনো অভিযানে না যেতে পেরে। সে একই সাথে থংস অব ভার্চুর ৬টি থং একইসাথে পরিধান করে ফেলে। এতে তার বিপরীত সত্তার এক চরিত্রের উদ্ভব হয়, যার নাম অ্যান্টিস্প্যাঙ্ক। অ্যান্টিস্প্যাঙ্ক পুরো জগতের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। তাকে দুর্বল করা যায় একটিই উপায়ে তা হচ্ছে থংগুলো ফায়ার অব বেকনে পুড়িয়ে ফেলা। সে একে একে থংগুলো নষ্ট করার পর অ্যান্টিস্প্যাঙ্কের মোকাবেলা করে তাকে হারিয়ে স্প্যাঙ্কটোপিয়ায় শান্তি ফিরিয়ে আনবে।
গেমে মূল কোয়েস্টের পাশাপাশি আরো অনেক সাইড কোয়েস্ট রয়েছে। গেমের আজব কাহিনী ও পেটে খিল ধরিয়ে দেয়া ডায়ালগ গেমের অনন্য বৈশিষ্ট্য। গেমটি সবার বেশ ভালো লাগবে আশা করি। যারা আগের পর্ব খেলেননি তারা আগে তা খেলে নিন তাতে গেমের ক্যারেক্টারগুলোকে চিনতে পারবেন এবং গেমটি আরো বেশি উপভোগ করতে পারবেন।
সিস্টেম রিকোয়ারমেন্ট
প্রসেসর : পেন্টিয়াম ৪ ১.৭ গিগাহার্টজ
র্যাম : ১ গিগাবাইট
গ্রাফিক্সকার্ড : ন্যূনতম জিফোর্স ৬৮০০/রাডেওন এক্স১৯০০
হার্ডডিস্ক স্পেস : ১.৫ গিগাবাইট
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com