• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ডিপ ব্ল্যাক রিলোডেড
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১২ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ডিপ ব্ল্যাক রিলোডেড




আর্কেডভিত্তিক থার্ড পারসন শুটার গেম ডিপ ব্ল্যাক রিলোডেড নামের গেমটি ডেভেলপ ও পাবলিশ করেছে বাইআর্ট নামের নতুন একটি প্রতিষ্ঠান। নতুন প্রতিষ্ঠান হলেও গেমের কারুকাজ দেখে বোঝা যায় গেমটি বানাতে তারা কেমন পরিশ্রম করেছে। গেমটি নামকরা শুটার গেমগুলোর তুলনায় কোনো অংশে কম নয়। বেশ ভালোমানের এবং লম্বা সময়ের গেমপ্লে থাকায় গেমটি গেমার মহলে সাড়া জাগাতে পেরেছে। গেমে প্রায় ৪০টি সিঙ্গেল প্লেয়ার মিশন রয়েছে, যা চারটি আলাদা পরিবেশে সজ্জিত। গেমে এমন পরিবেশ ব্যবহার করা হয়েছে, যা সচরাচর অন্যান্য গেমে দেখা যায় না। গেমের কাহিনী সায়েন্স ফিকশনভিত্তিক যা রহস্যের জালে ঘেরা এবং বেশ চমকপ্রদ। পানির নিচেও যুদ্ধ করতে হবে এ গেমে, যা এ গেমের বিশেষ বৈশিষ্ট্যের একটি।



গেমে বাস্তবসম্মত ফিজিক্যাল ইফেক্ট সবার নজর কাড়বে। গেমারকে বায়োলজ্যিক্যাল উইপন নিয়েও নড়াচড়া করতে হবে। স্পেশ্যাল স্যুট ও জেটপ্যাক পরে সাগরতলে হানা দিতে হবে। গেমের অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে : ৮ ঘণ্টার বেশি গেমপ্লে, আন্ডারওয়াটার কমব্যাট, থ্রিডি আন্ডারওয়াটার মুভমেন্ট, রেজর হাইড্রা কন্ট্রোলার সাপোর্ট, এনভিডিয়া থ্রিডি ভিশন রেডি, এনভিডিয়া সাইক্স সাপোর্ট, শ্বাসরুদ্ধকর গেমপ্লে, বিশাল অস্ত্রের ভান্ডার ইত্যাদি। গেমের গ্রাফিক্স ও সাউন্ড সিস্টেম বেশ ভালোই বলা চলে। থার্ড পারসন শুটিং গেম হওয়ায় গেমটি অনেকের কাছে বেশ ভালো লাগবে। মাঝারিমানের পিসিতেও ফুল ডিটেইলসে খেলা যাবে গেমটি। তাই গেমের পুরো স্বাদ উপভোগ করতে পারবেন অনেক গেমার।

সিস্টেম রিকোয়ারমেন্ট

প্রসেসর : কোর টু ডুয়ো ২.৪ গিগাহার্টজ
র‌্যাম : ১ গিগাবাইট
গ্রাফিক্সকার্ড : ডিরেক্টএক্স ৯ সাপোর্টেড ২৫৬ মেগাবাইট
হার্ডডিস্ক স্পেস : ৬ গিগাবাইট


কজ ওয়েব

ফিডব্যাক : shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস