ক্যানন ক্যামেরার পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটসের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হয় ডিজিটাল ক্যামেরাবিষয়ক সেমিনার। ডিজিটাল ক্যামেরার প্রযুক্তি নিয়ে আলোচনা করেন বিশিষ্ট আলোকচিত্রী রোনাল্ড পুন। জেএএন অ্যাসোসিয়েটসের এমডি আবদুল্লাহ এইচ কাফি জানান, ‘সেমিনারে অংশগ্রহণকারীদের সংখ্যা দেখে বোঝা যায়, ডিজিটাল পণ্যের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।’ সেমিনারে বলা হয়, গত ডিসেম্বর মাসে বাজারে আসা ইওএস ৫ডি মার্ক টু ডিজিটাল ক্যামেরাটি ক্যাননের নতুন উদ্ভাবন। পূর্ণ ফ্রেম, সিমোস সেন্সর, ২১-১ মেগা পিক্সেল, ১৯২০ বাই ১০৮০ রেজ্যুলেশনে ভিডিওচিত্র ধারণ করা ইত্যাদি সুবিধা আছে এই ডিজিটাল ক্যামেরায়। শুধু এটি নয়, দুই বছর আগে বাজারে আসা ক্যাননের তারহীন প্রযুক্তির ক্যামেরা ও প্রিন্টারেও আছে চমক। তার ছাড়াই এসব যন্ত্রকে কমপিউটারে যুক্ত করা যায়। ক্যাননের বিভিন্ন মডেলের ডিজিটাল ক্যামেরার প্রযুক্তির কথা জানাতেই সেমিনারের আয়োজন করা হয়।