লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
সফটওয়্যারের কারুকাজ
স্বয়ংক্রিয় রিস্টার্টকে ডিজ্যাবল করা
সিস্টেমে গুরুতর এরর থাকলে উইন্ডোজ এক্সপি বাই-ডিফল্ট মেশিন রিস্টার্ট করবে। এ রিবুট সংঘটিত হয় এরর মেসেজ রেকর্ড করার জন্য যাতে করে ট্রাবলশূটিং করা যায়। এর ফলে সিস্টেমে কোনোরকম সতর্ক সঙ্কেত না জানিয়ে সিস্টেম রিস্টার্ট হয়। উইন্ডো এক্সপির স্বয়ংক্রিয় রিস্টার্ট ফিচারকে ডিজ্যাবল করতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করতে হবে :
* StartSettingsControl Panel-এ ক্লিক করলে কন্ট্রোল প্যানেল উইন্ডোজ ওপেন হবে।
* কন্ট্রোল প্যানেল উইন্ডোতে System আইকনে ডবল ক্লিক করুন।
* উইন্ডোজ এক্সপি ভার্সনের ওপর ভিত্তি করে আপনি হয়তো সিস্টেম আইকন নাও পেতে পারেন। তাই System আইকন দেখার জন্য বাম প্যানে Switch to Classic View-এ ক্লিক করুন।
* সিস্টেম প্রোপার্টিজ উইন্ডোতে Advanced ট্যাবে ক্লিক করুন।
* স্টার্টআপ অ্যান্ড রিকোভারির Settings-এ ক্লিক করুন।
* স্টার্টআপ অ্যান্ড রিকোভারি উইন্ডোর Automatically restart চেকবক্স ক্লিয়ার করুন।
* স্টার্টআপ অ্যান্ড রিকোভারি উইন্ডোর ওকে-তে ক্লিক করুন।
* সিস্টেম প্রোপার্টিজ উইন্ডোর ওকে-তে ক্লিক করুন। এরপর BSOD সমস্যা আবির্ভূত হয় অথবা সিস্টেমকে থামিয়ে দেয় এমন কোনো সমস্যায় সিস্টেম আর স্বয়ংক্রিয়ভাবে রিবুট হবে না। ম্যানুয়ালি সিস্টেম রিবুট করতে বলবে।
লোডিস্ক স্পেস মেসেজ ডিজ্যাবল করা
যখন হার্ডডিস্কের স্পেস কমে যায়, তখন উইন্ডোজ ভিসতা একটি ছোট মেসেজ পপআপ করে যে আপনার সিস্টেমে মেমরি কম। এই মেসেজ কখনো কখনো বিরক্তিকর মনে হতে পারে। উইন্ডোজ ভিসতা সবসময় ব্যবহৃত সিস্টেম রিসোর্স চেক করতে থাকে। এর ফলে উইন্ডোজের গতি কিছুটা কমে যায়। নিচে বর্ণিত কৌশল অবলম্বন করলে উইন্ডোজ ভিসতার লোডিস্ক স্পেস চেকিং কার্যক্রম বন্ধ হবে :
* Start-এ ক্লিক করে সার্চ বক্সে regedit টাইপ করে এন্টার চাপুন।
*HKEY-CURRENT-USER\Software \Microsoft\Windows\CurrentVersion রেজিস্ট্রি কী-এ ব্রাউজ করুন।
* CurrentVersion-এর অন্তর্গত Policies কী সিলেক্ট করুন।
* রেজিস্ট্রি এডিটর মেনু থেকে EditNewKey-এ ক্লিক করুন। বাই ডিফল্ট এই কী-এর নাম হবে New Key # 1.
* এই কী-এর নাম বদলে Explorer করে এন্টার করুন।
* Explorer কী সিলেক্ট থাকা অবস্থায় EditNewDWORD [32-bit] Value-এ ক্লিক করুন। Explorer-এর নিচে এই DWORD সৃষ্টি হবে। বাই ডিফল্ট-এর নাম হবে New Value # 1.
* এবার DWORD-কে বদলে NoLowDisk SpaceChecks-এ করুন।
* নতুন DWORD ভ্যালু NoLowDisk SpaceChecks-এ রাইট ক্লিক করুন এবং Modify অপশন সিলেক্ট করুন।
* Value data-এ ‘ 1’ টাইপ করুন।
* Ok-তে ক্লিক করে Registry Editor বন্ধ করুন। এর ফলে উইন্ডোজ ভিসতা লোডিস্ক স্পেস সতর্ককরণ মেসেজ আর পপআপ করবে না।
* ব্যাকআপ সিডিউল করুন।
লিয়াকত হোসেন
লোয়ার যশোর রোড, খুলনা
...........................................................................................
উইন্ডোজ ভিসতায় আইকন কাস্টোমাইজ করা
কখনো কখনো ফোল্ডার দেখতে বিরক্তিকর মনে হতে পারে। যেহেতু ডেস্কটপে ফোল্ডারকে কাস্টোমাইজ করা যায়, তাই পছন্দ অনুযায়ী আইকন রিস্টোর করতে পারবেন।
* কাঙ্ক্ষিত ফোল্ডারে রাইট ক্লিক করুন এবং আবির্ভূত কনটেক্সট মেনু হতে Properties অপশন সিলেক্ট করুন।
* Customize ট্যাবে ক্লিক করুন। এবার Folder Icons সেকশনে Change Icon বাটনে ক্লিক করুন।
* যথাযথ আইকন সিলেক্ট করে ওকে-তে ক্লিক করুন। পরবর্তী পর্যায়ে মূল আইকন রিস্টোর করার জন্য ফোল্ডারে রাইট ক্লিক করে Properties অপশন সিলেক্ট করুন।
* Customize ট্যাবে ক্লিক করুন।
* Folder Icons সেকশনে Change Icon বাটনে ক্লিক করুন।
* Restore Defaults আইকনে ক্লিক করে ওকে-তে ক্লিক করুন।
ব্যাকআপের জন্য সিডিউল করা
বিশেষ কোনো ঘটনায় আপনার সিস্টেম করাপ্ট করতে পারে বা ডাটা হারিয়ে যেতে পারে। সে কারণে ডাটা ব্যাকআপ করা দরকার।
উইন্ডোজ ভিসতায় রয়েছে অ্যাডভান্সড ব্যাকআপ টুল উইন্ডোজ ব্যাকআপ। উইন্ডোজ এক্সপিতে সম্পৃক্ত করা হয়েছে প্রাথমিক ব্যাকআপ ইউটিলিটি টুল, যা বিভিন্ন ধরনের মিডিয়ায় ডাটা ব্যাকআপ করতে পারে না। শুধু তাই নয়, সহজেই সিডিউলিং করা সম্ভব হয় না। উইন্ডোজ ভিসতার ব্যাকআপ ইউটিলিটি যথেষ্ট কার্যকর এবং সিস্টেমে ডাটার ব্যাকআপ প্রসেসও খুব সহজ। ব্যাকআপ উইজার্ড প্রদান করে এক সহজ ব্যবহারযোগ্য উইজার্ড, যা কাঙ্ক্ষিত সময়ে ডাটা ব্যাকআপ করার জন্য সিডিউল করা যায়। সিস্টেমে ডাটা ব্যাকআপের জন্য নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করুন :
* Start-এ ক্লিক করে Search ফিল্ডে Backup টাইপ করুন।
* Backup files-এ ক্লিক করুন।
* লোকাল মিডিয়াতে আপনার ডাটার ব্যাকআপের জন্য On a hard disk, CD or DVD রেডিও বাটনে ক্লিক করুন এবং ড্রপডাউন লিস্ট থেকে যথাযথ অপশন সিলেক্ট করুন। ফাইল ব্যাকআপ করার জন্য লোকাল মিডিয়াতে পর্যাপ্ত স্পেস থাকে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
* নেটওয়ার্কে ডাটা ব্যাকআপ করার জন্য On a network-এর অন্তর্গত Browse সিলেক্ট করে নেটওয়ার্কের যথাযথ অবস্থান নির্দিষ্ট করুন। এরপর Next-এ ক্লিক করুন।
* Additional Files-এ ক্লিক করার মাধ্যমে ব্যাকআপের জন্য যথাযথ ফাইল করুন এবং Next-এ কিলক করুন।
এমদাদ হোসেন
স্টেশন চত্বর মেইন রোড, দিনাজপুর
...........................................................................................
উইন্ডোজ এক্সপির ওয়েলকাম স্ক্রিন হতে ইউজারকে লুকানো
উইন্ডোজ এক্সপির ওয়েলকাম স্ক্রিন হতে কোনো ইউজারের আইকন লুকাতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন :
০১. স্টার্টরানregedit টাইপ করে এন্টার দিন।
০২. HKEY_LOCAL_MACHINE SOFTWAREMicrosoft/ Windows NT Current Version Winlogon Special Accounts UserList-এ গিয়ে Username: REG_DWORD তৈরি করুন। এখানে ইউজার নেমের ঘরে যে ইউজারকে হাইড করতে চাচ্ছেন তার নাম লিখুন।
০৩. ভ্যালু-এর ঘরে ০ (শূন্য) বসিয়ে রেজিস্ট্রি এডিটর বন্ধ করুন।
০৪. কমপিউটার রিস্টার্ট করুন।
এক্সপি/২০০৩-এর হার্ডডিস্ক স্পেসের স্পিড বাড়ান
উইন্ডোজ এক্সপি/২০০৩-এর হার্ডডিস্ক স্পেসের স্পিড বাড়াতে হলে আপনার মিনিমাম ২৫৬ মে.বা. বা তার বেশি RAM প্রয়োজন পড়বে। যদি উক্ত পরিমাণ RAM থাকে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন :
০১. রান-এ গিয়ে sysedit.exe টাইপ করুন। system.ini উইন্ডোকে এক্সপান্ড করুন।
০২. স্ক্রল ডাউন করলে নিচের দিকে [386enh] দেখতে পাবেন। এখানে এন্টার প্রেস করে একটি খালি লাইন তৈরি করে Irq14=4096 টাইপ করুন।
০৩. ফাইল মেনুতে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করুন।
০৪. SYSEDIT উইন্ডো বন্ধ করে কমপিউটার রিস্টার্ট করুন।
জুনাইরা হোসেন
খিলক্ষেত, ঢাকা