লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - ফেব্রুয়ারী
সম্পাদকীয়
প্রযুক্তি, বাংলা ভাষা ও আমরা
এটি ফেব্রুয়ারি মাস৷ ফেব্রুয়ারি আসলে স্মৃতির মণিকোঠায় ভেসে ওঠে একুশে ফেব্রুয়ারি৷ ভাষার জন্য রফিক, সালাম, জব্বার আর বরকতের আত্মত্যাগের দিন৷ মায়ের ভাষার ওপর আঘাত ঠেকাবার দিন৷ বাঙালির গরবের ধন বাংলা ভাষাকে সামনে এগিয়ে নেয়ার রক্তে রাঙা ইতিহাস লেখার দিন৷ ভাষা শহীদদের রক্তে রাঙা একুশে আমাদের শিখিয়েছে মায়ের ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে, এর এগিয়ে যাওয়ার সব বাধা-বিপত্তি দুপায়ে মাড়িয়ে চলার গতিকে সাবলীল করতে৷ ভাষা শহীদরা সে দায়িত্বটুকু আমাদের দিয়ে গেছেন৷ এখন আমাদের কাজ সে দায়িত্বটুকু কাঁধে তুলে নেয়া৷ বাংলা ভাষার অগ্রগমনে তাদের এই অমর অবদান কোনো দিন ভোলার নয়৷ তাই আজকের এ দিনে তাদের আমরা সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি৷
ভাষা একটি গতিশীল প্রক্রিয়া৷ সময়ের সাথে এর এগিয়ে চলা সব সময় অব্যাহত থাকে৷ বাংলা ভাষা এক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়৷ কিন্তু এখন প্রযুক্তির যুগ৷ প্রযুক্তি ভাষাকে দিয়েছে অন্যরকম গতির সুযোগ৷ প্রযুক্তিতে বাংলা ভাষা প্রয়োগের রয়েছে সমূহ সুযোগ৷ স্বীকার করতে হবে, এক্ষেত্রে অতীতে জাতি হিসেবে আমাদের সীমাহীন অবহেলা রয়েছে৷ এ অবহেলার জের-দুর্ভোগ আমাদেরকে স্বাভাবিকভাবেই পোহাতে হচ্ছে এখনো৷ তবে দেরিতে হলেও সময়ের সাথে চলতে আমাদেরকে প্রযুক্তিতে বাংলা ভাষা প্রয়োগের কাজে হাত দিতে হয়েছে৷ এর মাধ্যমে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি প্রযুক্তিতে বাংলা ভাষার সফল প্রয়োগ পুরোপুরি সম্ভব৷ আর তা সম্ভব হওয়ার পেছনে মূল কারণ বাংলা ভাষা কোনো অপরিপক্ব ভাষা নয়৷ বরং বাংলা ভাষা বিশ্বের শীর্ষ সারির সমৃদ্ধ ভাষাগুলোর একটি৷ বললে ভুল হবে না, বাংলা ভাষার প্রকাশ্য ক্ষমতা আন্তর্জাতিক ভাষা ইংরেজির চেয়ে কোনো কোনো ক্ষেত্রে সমৃদ্ধতর বলে প্রমাণিত হয়েছে৷ আজ এমন কোনো ক্ষেত্র বা বিষয় খুঁজে পাওয়া যাবে না, যেখানে বাংলা ভাষা প্রয়োগযোগ্য নয়৷ অতএব প্রযুক্তির ক্ষেত্রে এর ব্যবহারযোগ্যতা আজ সবমহলে স্বীকৃত হয়েছে৷
আজ বাংলাদেশে প্রযুক্তিতে বাংলা ভাষার বিভিন্ন ধরনের প্রয়োগ নিয়ে কাজ করে যাচ্ছে অনেক প্রতিষ্ঠান৷ এসব প্রতিষ্ঠানে প্রযুক্তিতে বাংলা ভাষার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নানামুখী লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন অনেক প্রযুক্তিবিদ, গবেষক ও প্রযুক্তিপ্রেমী ব্যক্তিরা৷ এদের গবেষণা ও সাধনা সূত্রে প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার দিন দিন বাড়ছে৷ এসব প্রতিষ্ঠানের বাংলা ভাষাসংশ্লিষ্ট নানা কর্মকা- নিয়ে আমরা তৈরি করেছি আমাদের এবারের প্রচ্ছদ প্রতিবেদন৷ কমপিউটার জগৎ-এর নিয়মিত পাঠকরা লক্ষ করে থাকবেন, প্রতিবছর আমাদের ফেব্রুয়ারি সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনটি তৈরি করে থাকি এই বাংলা ভাষার ওপর ভিত্তি করে এবং প্রযুক্তিতে এর ব্যবহারের সর্বশেষ তথ্য উপস্থাপন করে৷ এবারের প্রচ্ছদ কাহিনীটিও সে ধারাবাহিকতারই একটি অংশ৷ আমাদের আশা, এবারের প্রচ্ছদ প্রতিবেদনটি পড়ে প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহারে আমাদের অবস্থান কোথায় সে ব্যাপারে পাঠকরা অবহিত হতে পারবেন৷
সবশেষে আমরা ধন্যবাদ জানাতে চাই সেসব প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানগুলোর নানা গবেষণায় জড়িতদেরকে যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি নিরলসভাবে কাজ করেছেন প্রযুক্তির সাথে মায়ের ভাষা বাংলা ভাষার সম্পৃক্ততাকে উত্তরোত্তর বাড়িয়ে তুলতে৷ আর এ কাজটি সফলভাবে সম্পাদন করার মধ্যেই নিহিত রয়েছে এদেশে ডিজিটাল ডিভাইড দূর করার অন্তর্নিহিত সত্য৷ এ বিশ্বাস আমরা দৃঢ়ভাবেই ধারণ করি৷