তরুণ প্রজন্মকে অবক্ষয় থেকে বাঁচান
শহর উপশহরে স্কুল-কলেজের আশপাশে গড়ে উঠেছে কফি হাউস, মিনি চাইনিজ রেস্টুরেন্ট, বিরিয়ানি হাউস, সাইবার ক্যাফে৷ শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন এসব প্রতিষ্ঠানে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিচ্ছে৷
প্রধানত এই রেস্টুরেন্ট, কফি হাউসগুলো করা হয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য৷ সরকারি মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, সদরঘাট ইসলামিয়া ডিগ্রী কলেজ, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, এম ই এস কলেজ সংলগ্ন এলাকায় গড়ে উঠেছে এসব প্রতিষ্ঠান৷ এগুলো তরুণ-তরুণীদের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে৷ বন্দর ম্যাজিস্ট্রেট মুনির চৌধুরী অভিযান চালিয়ে কিছু প্রতিষ্ঠান, মালিক এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ গ্রেফতার-জরিমানা করেছিলেন, কিন্তু ফলাফল শূন্য৷ এসব প্রতিষ্ঠানের মালিকপক্ষ শক্তিশালী তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেয়া যায়নি৷ এ ব্যাপারে এখনই ব্যবস্থা নেয়া জরুরি৷
এসডি বাবু শোভন
২৫ নং টেরী বাজার, বাইলেইন, চট্টগ্রাম .......................................................................................................................
ইন্টেলের সাথে সুসম্পর্ক চাই
ইন্টেল চেয়ারম্যান ক্রেইগ ব্যারেটের বাংলাদেশ সফরবিষয়ক প্রতিবেদনটি পড়ে অনেক কিছু জানা গেলো৷ আমাদের সরকার এবং বেসরকারি উদ্যোক্তাদের উচিত এ ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক গড়ে তোলা এবং তাদের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা আদায়ের চেষ্টা করা৷
দেশের অর্থনীতির জন্যই এটা প্রয়োজন৷ ইন্টেলের মতো বড় প্রতিষ্ঠান যদি আমাদের অনুকূলে আনা যায় তাহলে অবশ্যই দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং সেখানে কাজ করে শ্রমিক-কর্মীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবে৷ বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা তপন চৌধুরী পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ইন্টেলের কর্মসূচিতে বাংলাদেশ সরকার সব ধরনের সহায়তা দেবে বলে যে আশ্বাস দিয়েছেন তাকে সাধুবাদ জানাই৷ কেননা এ ধরনের আশ্বাস ইন্টেলকে বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তুলবে৷
নিয়মিত অন্যান্য বিভাগও ভালো লেগেছে৷
মনিরুজ্জামান মনির
রাজেন্দ্রপুর, গাজীপুর .......................................................................................................................
আমাদের স্মার্ট হোম কবে হবে?
অক্টোবর সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদন স্মার্ট হোম, প্রযুক্তির বিস্ময়কর অবদান পড়ে মনে মনে ভাবলাম আমাদের দেশে এমন হোম কবে হবে তা নিয়ে৷ তবে এটা নিশ্চিত যে, শিগগিরই দেশে এধরনের স্মার্ট হোম পাবো আশা করা ঠিক নয়৷ স্মার্ট হোম নেটওয়ার্কিংটিও জটিল মনে হয়েছে৷ সবকিছু মিলিয়ে মনে হয়েছে, এ ধরনের আয়োজন কেবল অতি উন্নত দেশেই সম্ভব৷
মজার গণিত ও আইসিটি শব্দফাঁদ, গণিতের অলিগলি, সফটওয়্যারের কারুকাজ সবসময়ই ভালো লাগে৷ কমপিউটার জগৎ-এ খবর বিভাগে রয়েছে বিভিন্ন ধরনের খবর৷ অনেক কিছু জানা যায় সেখান থেকে৷ অন্যান্য বিভাগও ভালো হয়েছে৷ ধন্যবাদ কমপিউটার জগৎ কর্তৃপক্ষকে৷
অলিদ
তেলিগাতি, গোপালগঞ্জ
.......................................................................................................................
ফ্রিবিষয়ক আরো প্রতিবেদন চাই
ফ্রি এসএমএস পাঠানোর সাইট ও মোবাইল কমিউনিটিবিষয়ক লেখাটি ভালো লেগেছে৷ আসলে বিশ্বে কোনো কিছুই ফ্রি নয়৷ আপাত দৃষ্টিতে ফ্রি মনে হলেও কোনো না কোনো দিক দিয়ে ঠিকই অর্থ ব্যয় হয়৷ তারপরও ওয়াদজা ডট কম সম্পর্কে জানা হলো, কেউ কেউ হয়তো এটা ব্যবহার করে সুবিধাও পেতে পারেন৷ কমপিউটার জগৎ-এর সাফল্য সেটাই৷ প্রতি সংখ্যায় এধরনের তথাকথিত ফ্রিবিষয়ক প্রতিবেদন থাকবে আশা করি৷ এতে অন্তত নতুন কিছু নিয়ে ব্যস্ত থাকার সুযোগ সৃষ্টি হবে৷
দশদিগন্ত সবসময়ই ভালো লাগে৷ প্রতি সংখ্যাতেই এই বিভাগে থাকছে নিত্যনতুন সব উদ্ভাবনা, প্রযুক্তি৷ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে আশা করি৷
সৈয়দ শহিদুল ইসলাম
মনিপুরীপাড়া, ঢাকা .......................................................................................................................
গেমের ওয়েবসাইট জানতে চাই
গেমের জগৎ নিয়ে ভালোই আছি৷ প্রতি সংখ্যাতেই থাকছে ভালো ভালো গেমের খবর৷ সব গেম তো আর কিনে খেলা সম্ভব হয় না৷ তাই কোন গেম কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করার সুযোগ রয়েছে সেটা উল্লেখ করলে ভালো হয়৷ তাছাড়া গেমের কিছু সাইট উল্লেখ করলেও আমরা পছন্দের গেমগুলো সিলেকশন করতে পারবো৷ গেমের জগৎ-এ একাধিক গেমের খবর দেয়া যায় কিনা ভেবে দেখবেন৷
সিমু নাসের
রংপুর .......................................................................................................................
বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত
সম্প্রতি কমপিউটার জগৎ-এ সিধুলাই স্বনির্ভর সংস্থার কিছু কর্মকাণ্ডের ওপর প্রতিবেদন ছাপা হয়েছে, যা আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে৷ সেই সাথে মনে কিছু সংশয়ের জন্মও দিয়েছে৷ যেহেতু আমি এ এলাকার ছেলে তাই সিধুলাইয়ের কর্মকাণ্ড সম্পর্কে মোটামুটিভাবে অবিহিত৷ তাই, কমপিউটার জগৎ-এর সরেজমিন প্রতিবেদনের সততার ব্যাপারে নিশ্চিত৷ আমি এ কারণে আরো বেশি অভিভূত হয়েছি যে, কমপিউটার জগৎ শুধু নীতিনির্ধারণীমূলক ও শিক্ষামূলক বিষয়ের প্রতি গুরুত্ব দেয় না বরং দুর্নীতি বা নিয়মবহির্ভূত বিষয় যেগুলো জাতীয় মান-সম্মানের পরিপন্থী সেসব ব্যাপারে সোচ্চার ও বলিষ্ঠ ভূমিকা রাখছে৷
কিন্তু দুঃখের বিষয় কিছু কিছু দৈনিক পত্রিকা সিধুলাই স্বনির্ভর সংস্থার ওপর পজিটিভ রিপোর্ট প্রকাশ করেছে৷ শুধু তাই নয়, কোনো কোনো আইটিবিষয়ক মাসিক পত্রিকা এ সম্পর্কে পজিটিভ রিপোর্ট প্রকাশের আগাম ঘোষণাও দিয়েছে যা রীতিমত বিস্ময়কর৷ আইটিসংশ্লিষ্ট বিষয়ে অতিউত্সাহী হওয়ায় আমি তা কোনোভাবে মানতে পারছি না৷
যেহেতু আমি কমপিউটার জগৎ-এর একজন পুরনো পাঠক এবং মনেপ্রাণে বিশ্বাস করি কমপিউটার জগৎই বাংলাদেশে তথ্যপ্রযুক্তি আন্দোলনের পধিকৃৎ এবং কমপিউটার জগৎ জাতীয় ইস্যুকে সবসময় অধিকতর গুরুত্ব দিয়ে নির্ভয়ে সময়োপযোগী বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে যা অনেকেই ভালো দৃষ্টিতে দেখে না৷ ফলে এসব বিষয়ে পক্ষ ও বিপক্ষ উভয় থাকে৷ তাই আমার অনুরোধ জাতীয় ইস্যু ছাড়া অন্যান্য বিতর্কিত ও সন্দেহমূলক ব্যাপারগুলো কমপিউটার জগৎ এড়িয়ে যাক, বিশেষ করে দেশের অভ্যন্তরীণ প্রাতিষ্ঠানিক বিষয়গুলো৷ কমপিউটার জগৎ উত্তরোত্তর এগিয়ে যাক এ কামনা করি৷
নাম প্রকাশে অনিচ্ছুক
.......................................................................................................................
কারুকাজে লেখা পাঠাতে চাই
সেপ্টেম্বর ২০০৭ সংখ্যাটি এককথায় অসাধারণ হয়েছে৷ যদিও আমি মনে করি গেমস কর্নারের পৃষ্ঠা সংখ্যা বাড়ালে এবং রঙিন ছবি দিয়ে ছাপালে ভালো হতো৷ কমপিউটার জগৎ-এ সবচেয়ে বেশি ভালো লাগে মজার গণিত ও সফটওয়্যারের কারুকাজ বিভাগ৷ আমি এই কারুকাজ বিভাগে লেখা পাঠাতে চাই৷ কিন্তু, সফটকপিসহ প্রোগ্রামের সোর্স কোডের হার্ডকপি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না৷ তাই এই ব্যাপারটি একটু বুঝিয়ে বললে আমার জন্য ভালো হয়৷
মো: রিয়াজুর রশিদ (রনি)
সিইউইটি, রাউজান, চট্টগ্রাম
[ফ্লপি, সিডি, ডিভিডি বা পেনড্রাইভ ইত্যাদিতে কোনো প্রোগ্রাম, ইমেজ বা টেক্সটের কপিকে সফটকপি আর প্রোগ্রামের কোড, ইমেজ বা টেক্সটের কাগজের প্রিন্টেড কপিকে হার্ডকপি বলা হয়৷]