লেখক পরিচিতি
লেখকের নাম:
সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
গেমের সমস্যা ও সমাধান
সমস্যা :
বনানী থেকে শাহরিয়ার সুমন বার্নআউট প্যারাডাইস গেমের কিছু সমস্যার কথা জানতে চেয়েছেন। সেগুলোর সমাধান নিচে দেয়া হলো :
০১.
বার্নআউট প্যারাডাইস গেমে প্রায় ৭৫টির মতো গাড়ি ও ৪টির মতো বাইক রয়েছে। রেস খেলার পর কিছু গাড়ি আনলক হয়, কিন্তু গ্যারেজে পাওয়া যায় না, এর কারণ কি?
সমাধান :
রেস জেতার পর যে গাড়িগুলো আনলক হয় সেগুলো সরাসরি গ্যারেজে আনলক হয় না। ভালো করে খেয়াল করে দেখবেন, গেমে বলা হয় গাড়িটি শহরের রাস্তায় আনলক হয়েছে এবং আপনাকে বলা হবে গাড়িটির দেখা পেলে তার পিছু ধাওয়া করতে এবং গাড়িটিকে শাটডাউন করতে অর্থাৎ ধাক্কা দিয়ে ভেঙ্গে ফেলতে। এ কাজটি করলে গাড়িটি আপনার গ্যারেজে আনলক হবে এবং তা নিয়ে খেলতে পারবেন। আবার কিছু গাড়ি আছে যা রেস জেতার ফলে উপহারস্বরূপ পাবেন, এগুলো সরাসরি গ্যারেজে পেয়ে যাবেন। বাইক আনলক করার জন্য বাইক মোডে সব রেস শেষ করুন। গেমে বাইক মোডের জন্য আলাদা রেস রয়েছে যা কার দিয়ে খেলা যাবে না এবং কার মোডের রেসগুলোও বাইক দিয়ে খেলা যাবে না। এখানে কার রেসিং ও বাইক রেসিং-এ দুই ধরনের গেমের সংমিশ্রণ ঘটানো হয়েছে। দুটি মোড সম্পূর্ণ আলাদা। তাই দুটি মোডে আলাদাভাবে খেলতে হবে এবং সব রেস খেলে ১০০% মিশন পুরো করতে হবে।
০২.
রেস খেলার মধ্য দিয়ে লাইসেন্স আপগ্রেড হয়। আমার লাইসেন্স বি। আমার প্রশ্ন হচ্ছে লাইসেন্স আপগ্রেড কতটুকু পর্যন্ত হয়?
সমাধান :
লাইসেন্সের ক্ষেত্রে ২টি রেস জিতলে পাবেন ডি, এভাবে ৭টি রেসে সি, ১৬টি রেসে বি, ২৬টি রেসে এ, ৪৫টি রেসে বার্নআউট প্যারাডাইস লাইসেন্স ও ১১০টি রেসে জয়ী হবার পর আপনার লাইসেন্স হবে এলিট। প্রতি লাইসেন্স আপগ্রেডে আপনি পাবেন নতুন কিছু স্পেশাল কার। স্পেশাল কারগুলো নিয়ে ভালো খেলা যায়, কারণ তাদের ক্ষমতা অন্যান্য গাড়ির চেয়ে বেশ ভালো।
০৩.
রোড রেজ খেলার সময় অন্য গাড়ি ভাঙতে গিয়ে আমার নিজের গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং অনেক সময় আমার গাড়িই ড্যামেজ হয়ে যায় মিশন শেষ করার আগেই। রোড রেজ খেলার সময় নিজের গাড়ি টিকিয়ে রাখার কোনো আলাদা ব্যবস্থা আছে কি? গেমটির চিটকোডগুলো দিলে বেশ উপকৃত হবো।
সমাধান :
রোড রেজ খেলার সময় সঠিক গাড়ি নির্বাচন করাটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়। রোড রেজ খেলার সময় গাড়ির স্পিড বা বুস্টের ওপর বেশি জোর না দিয়ে গাড়ির স্ট্রেংথের ওপর জোর দিন। যেসব গাড়ির স্ট্রেংথ বেশি, সেসব গাড়ি নিয়ে খেলুন এবং গাড়ির বুস্ট টাইপ স্টান ক্যাটেগরির নিয়ে খেলুন। খেলার সময় গাড়ির ড্যামেজ বেশি হয়ে গেলে কাছে যে অটো রিপেয়ার শপ আছে তাতে ঢুঁ মারুন এবং সেই শপের কাছাকাছি রাস্তায় খেলুন। শপ থেকে বেশি দূরে যাবেন না এবং প্রয়োজনে কয়েকবার অটো রিপেয়ার করে নিন এবং নিশ্চিন্তে প্রতিপক্ষকে ঘায়েল করুন। প্রতিপক্ষকে আঘাত করার সময় সামনের রাস্তার দিকে লক্ষ রাখুন যাতে আপনার গাড়ি কোনো কিছুর সাথে ধাক্কা না খায় এবং রাস্তার অন্যান্য গাড়ি থেকে বেঁচে চলুন। রোড রেজ খেলার সময় ধৈর্যের পরিচয় দিন, তাড়াহুড়ো করতে গেলে নিজের গাড়ির ক্ষতি হবার সম্ভাবনা বেড়ে যাবে। প্রতিপক্ষের গাড়ি ধরাশায়ী করতে পারলে বাড়তি সময় যোগ হবে মিশনে, তাই সময়ের ব্যাপারে চিন্তা না করলেও হবে।
গেমটির তেমন কোনো চিটকোড নেই বললেই চলে। তবে নির্দিষ্ট কিছু গাড়ি আনলক করার জন্য নিচে লেখা কাজগুলো করুন :
Carbon Hydros Custom-Complete all Showtime Road Rules
Carbon Ikusa GT-Complete all Time Road Rules
Rossolini Tempesta-Achieve an A Class License
Carson Fastback-Achieve a B Class License
Nakamura SI-7-Achieve a C Class License
Hunter Mesquite-Achieve a D Class License
Carson GT Concept-Achieve a Burnout Driving License
Jansen Carbon X12-Land All 50 Superjumps
Montgomery Carbon Hawker-Break All 120 Billboards
Carson Carbon GT Concept-Break All 400 Smashes
Krieger Carbon Uberschall 8-Finish 2 Sets of Online Challenges
সমস্যা :
এজ অব মিথোলজি ও ডেসপেরাডোস-ওয়ান্টেড ডেড অর এলাইভ গেম দুটির চিটকোড জানতে চেয়েছেন মোহাম্মদপুর থেকে রফিকুল আলম।
এজ অব মিথোলোজির চিটকোড
গেম চলাকালীন এন্টার বাটন চাপলে চিট কনসোল আসবে এবং তাতে নিচের কোডগুলো টাইপ করে আবার এন্টার চেপে চিট সক্রিয় করুন।
ATM OF EREBUS : 1000 gold
BARKBARKBARKBARKBARK : Superdog with 5000 life points.
BAWK BAWK BOOM : Get the chicken-meteor god power
CHANNEL SURFING : Skip to next scenario in the campaign
CONSIDER THE INTERNET : Slow down units
DIVINE INTERVENTION : Use a previously used god power
FEAR THE FORAGE : Get the walking berry bushes god power
GOATUNHEIM : Get a god power that turns all units on the map to goats
IN DARKEST NIGHT : Make it nighttime
ISIS HEAR MY PLEA : Get the heroes from the campaign
I WANT TEH MONKEYS!!!1! : Monkeys galore
JUNK FOOD NIGHT : 1000 food
L33T SUPA H4X0R : Faster build
LAY OF THE LAND : Show map
MOUNT OLYMPUS : Full favor
O CANADA : Have a lazer bear
PANDORAS BOX : Get random god powers
RED TIDE : Makes water red
SET ASCENDANT : Show animals on map
THRILL OF VICTORY : Win game
TINES OF POWER : Have a forkboy
TROJAN HORSE FOR SALE : 1000 wood
UNCERTAINTY AND DOUBT : Hide map
WRATH OF THE GODS : Get the Lightning Storm, Earthquake, Meteor and Tornado god powers
WUV WOO : Have a flying purple hippo
LETS GO! NOW! : faster gameplay, there are 2 spaces between GO! and NOW!
MR.MONDAY : AI handicap
ENGINEERED GRAIN : Get more food from animals
ডেসপেরাডোস-ওয়ান্টেড ডেড অর এলাইভ-এর চিটকোড
গেম খেলার সময় চিটমেনু আনার জন্য Left Shift চেপে ধরে F11 চাপুন। তারপর চিটমেনুতে আপনার কাঙ্ক্ষিত চিটকোডটি প্রবেশ করুন নিচের তালিকা থেকে।
fidel castro : Show dialogues
epitaph : Turn victory condition display on/off
clint : Win the current level
jackal : More ammo
show me all : Show all objects
hollow man : Turn invisibility on/off
timeless : Freeze time
zeus : Press [Alt] to kill enemies with flashlight
medic : Turn hint display on/off
whats my destiny : Turn short briefings on/off
supersonic : Turn sound zone display on/off
powerman : New weapon
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com