• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সনিক অ্যান্ড সেগা অল-স্টারস রেসিং
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - জুন
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সনিক অ্যান্ড সেগা অল-স্টারস রেসিং



জাপানের নামকরা গেম নির্মাণকারী প্রতিষ্ঠান সেগার বানানো বিভিন্ন গেমের চরিত্র নিয়ে বানানো হয়েছে ব্যতিক্রমধর্মী একটি রেসিং গেম, যার নাম সনিক অ্যান্ড সেগা অল-স্টারস রেসিং। গেমটির মূল চরিত্রে রয়েছে সেগা গেম সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র সনিক। পিসি ও কনসোলের জন্য গেমটি ডেভেলপ করেছে সুমো ডিজিটাল এবং মোবাইলের জন্য ডেভেলপ করেছে গেমলফট। গেমটি বানানো হয়েছে সানশাইন গেম ইঞ্জিনের সাহায্যে।

প্লট

সেগা গেম সিরিজের চরিত্রগুলোকে একসাথে এক গেমে এনে বের করা হয়েছে আরো অনেক গেম। তার মধ্যে রয়েছে সেগা সুপারস্টারস, সেগা সুপারস্টারস টেনিস ইত্যাদি। সেগার গেমগুলো পিসির চেয়ে বেশি খেলা হয় কনসোলে। ছোটদের জন্য অনেক ধরনের গেম বানিয়ে থাকে এ প্রতিষ্ঠান। সেগার বানানো গেমগুলোর সাথে সবাই কমবেশি পরিচিত। সেগার সনিক চরিত্রটি বেশ জনপ্রিয়, তাই তাকে কেন্দ্র করে বানানো হয়েছে এ রেসিং গেম। জানা-অজানা অনেক গেমের চরিত্রের সংমিশ্রণে গেমের আসর জমিয়ে তোলা হয়েছে।

গেমপ্লে

গেমটি মূলত মাসকট কার্ট রেসিং ধাঁচের। খেলার ধরন মারিও কার্ট, কোনামি ক্রেজি রেসার ও ক্রাশ টিম রেসিংয়ের সাথে অনেকটা মিলে যায়। এ গেমে রেসের পাশাপাশি রাখা হয়েছে আরো মজার কিছু ইভেন্ট, যা বেশ চমকপ্রদ। রেস খেলার সময় কিছু স্থানে গাড়ির গতি বাড়িয়ে দেয়ার জন্য রয়েছে বুস্টার ট্র্যাক, প্রতিপক্ষের সাথে রেসে জেতা সহজ করার লক্ষ্যে আগেভাগেই বুস্টার ট্র্যাকের ওপর গাড়ি নিয়ে যেতে হবে। প্রতিপক্ষ এগিয়ে গেলেও চিন্তার কিছু নেই। রেসিং ট্র্যাকের মাঝপথে মিলবে কিছু পাওয়ার-আপ টুল যা দিয়ে নিজ গাড়ির গতি বাড়ানো, সামনের রেসারকে ধরাশায়ী করা বা পেছনের রেসারের জন্য ফাঁদ পেতে রাখা যাবে।

ফিচারসমূহ

গেমে দেয়া হয়েছে তিন ধরনের বাহন। এগুলো হচ্ছে- কার, বাইক ও হোভারক্রাফট। নির্দিষ্ট স্থানের জন্য গাড়ি নির্দিষ্ট করা রয়েছে। প্রতিটি ক্যারেক্টারের রয়েছে নিজস্ব গাড়ি যা গেমের বিশেষ আকর্ষণ। কারণ গাড়িগুলোর ডিজাইন, চলার গতি, ইঞ্জিনের আওয়াজ, চালানোর ধরন ভিন্ন রকমের। তাই প্রতিটি ক্যারেক্টারকে নিয়ে পাওয়া যাবে ভিন্ন আমেজ। রেস জিতে অর্জন করতে হবে সেগা মাইলস (পয়েন্ট), যা দিয়ে আনলক করা যাবে কিছু ক্যারেক্টার, ট্র্যাক ও গান। এতে রয়েছে প্রায় ২৪টি আলাদা ট্র্যাক, যার লোকেশনগুলো নেয়া হয়েছে বিভিন্ন গেমের ঝুলি থেকে। গেমে সনিক হিরোস, সুপার মাংকি বল, বিলি হ্যাচার অ্যান্ড দি জায়ান্ট এগ, জেট সেট রেডিও ফিউচার, সাম্বা ডে অ্যামিগো ও দ্য হাউস অব দ্য ডেড গেমের বিশেষ কিছু স্থান রয়েছে। গেমে চার ধরনের সিঙ্গেল প্লেয়ার মোড রাখা হয়েছে, এগুলো হচ্ছে- গ্র্যান্ড প্রিক্স, সিঙ্গেল রেস, মিশনস ও টাইম ট্রায়াল। মাল্টিপ্লেয়ার মোডে স্ক্রিন দু’ভাগে ভাগ করে খেলার সুযোগ রয়েছে। এ মোডে রয়েছে ফ্রি রেস, এরেনা, কিং অব দ্য হিল ও কালেক্ট দ্য ইমেরাল্ডস অ্যান্ড ক্যাপচার দ্য চাও। অনলাইন মোডে আটজন একসাথে খেলা যাবে তবে তা শুধু কনসোলে সম্ভব, পিসিতে নয়।

দুর্বলতা

গেমটির কন্ট্রোলিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব একটা ভালো নয়। ছোটদের কাছে এটি বেশ ভালো লাগলেও বড়দের কাছে কিছুটা একঘেয়ে লাগবে। গেমের গ্রাফিক্স ও সাউন্ড ইফেক্টের মান মোটামুটি।
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস